Class 9 History Question Answer & Notes 2023 |
আজকের এই পোস্টের মাধ্যমে WBBSE Class 9 History First Chapter - নবম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক (WBBSE Class 9 History Question Answer & Notes in Bengali ) অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 20 টি 2 Mark এর History Question Answer & Notes, এর এটি দ্বিতীয় ভাগ তোমাদের সঙ্গে শেয়ার করবো। এর আগের একটি পোস্টে WB Class 9 History MCQ Question Answer & Class 9 History Online MCQ Test Or History Mocktest ফ্রী অনলাইন মকটেস্ট ( WBBSE Class 9 History MCQ Question Answer & Suggestion 2023 ) শেয়ার করেছিলাম। তোমরা চাইলে সেই মকটেস্ট টি এবং History Online MCQ Practice Test টি আমাদের ওয়েবসাইট থেকে খুজে নিতে পারো।
Class 9 History 1st Chapter- ফরাসি বিপ্লবের কয়েকটি দিক 2 Mark Question Answer || WBBSE Class 9 History Question Answer & Notes 2023
প্রশ্নঃ , বাস্তিল দুর্গের পতনের তারিখ ও তার গুরুত্ব কী ছিল।
উত্তর : ১৭৮৯ খ্রিস্টাব্দের ১৪ জুলাই বাস্তিলের পতন হয়। বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব ছিল এই যে, এই ঘটনা ফ্রান্সের স্বৈরাচারী রাজতন্ত্রের পতন চিহ্নিত করেছিল এবং দ্বিতীয়ত,তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের আন্দোলনকে সংহত করেছিল।
প্রশ্ন: বাস্তিল দুর্গের পতন কেন ও কীভাবে হয়?
উত্তর: রাজা ষোড়শ লুই তাঁর জনপ্রিয় মন্ত্রী নেকারকে পদচ্যুত করলে ফ্রান্সের জনগণ বিক্ষুদ্ধ হয়ে ওঠে। কয়েকশো বিক্ষুব্ধ জনতা বাস্তিল দুর্গ আক্রমণ করে তা ধ্বংস করে দেয় (১৪ জুলাই, ১৭৮৯ খ্রি.)।
প্রশ্ন: - টেনিস কোর্টের শপথ বলতে কী বোঝো?
উত্তর : জাতীয় সভার ভোটগণনা পদ্ধতির সুষ্ঠু সমাধানে ব্যর্থ হয়ে রাজা ষোড়শ লুই জাতীয় সভার অধিবেশন বাতিল করে দিলেন (২০ জুন, ১৭৮৯ খ্রিস্টাব্দ)। অধিবেশনে যোগ দিতে এসে সভাগৃহের দরজা বন্ধ দেখে তৃতীয় শ্রেণির প্রতিনিধিরা পাশের টেনিস কোর্টে গিয়ে সমবেত হলেন। সমবেতভাবে তাঁরা এই মর্মে শপথ নিলেন যে, একটি উপযুক্ত সংবিধান প্রণয়ন না করা পর্যন্ত তাঁরা জাতীয় সভার অস্তিত্ব ঐক্যবদ্ধভাবে রক্ষা করবেন। ২০ জুন ১৭৮৯ খ্রিস্টাব্দে গৃহীত এই শপথ 'টেনিস কোর্টের শপথ' নামে পরিচিত।
প্রশ্নঃ প্যারিসের ন্যাশনাল গার্ডের ভূমিকা উল্লেখ করো।
উত্তর : বাস্তিল দুর্গের পতনের পর লাফায়েতের নেতৃত্বে প্যারিসের ন্যাশনাল গার্ড গড়ে উঠেছিল। পৌরশাসনে গুরুত্বপূর্ণ
বৈপ্লবিক পরিবর্তন ঘটানো ছিল ন্যাশনাল গার্ডের উদ্দেশ্য।
প্রশ্নঃ 'ক্যাহিয়ে' বা 'ক্যাহিয়ার্স' কী?
উত্তর: ক্যাহিয়ে কথার অর্থ হল অভিযোগপত্র। ফ্রান্সের বিভিন্ন অঞ্চলের জনগণের অভাব-অভিযোগ, দুঃখ-দুর্দশার কথা স্মারক লিপিতে নথিবদ্ধ করা হত। এগুলি ক্যাহিয়ে বা ক্যাহিয়ার্স নামে পরিচিত। ফ্রান্সে ১৭৮৯ খ্রিস্টাব্দে স্টেটস জেনেরালের নির্বাচনকালে এগুলি ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল।
প্রশ্ন: রোবসপীয়র কে ছিলেন?
উত্তর : ফরাসি বিপ্লবের সময় উগ্রপন্থী জ্যাকোবিন দলের নেতা ছিলেন রোবসপীয়র। তাঁর নেতৃত্বে রাজত্ব কায়েম হয়েছিল। তিনি ফরাসি বিপ্লবকে অভ্যন্তরীণ বিদ্রোহ ও বহিরাক্রমণ থেকে রক্ষা করেছিলেন।
প্রশ্নঃ সন্দেহের আইন বলতে কী বোঝো?
উত্তর : সন্ত্রাসের রাজত্বকালে জননিরাপত্তা কমিটি একটি আইন পাশ করেছিল। এই আইনের সাহায্যে যে-কোনো ব্যক্তি রাজতন্ত্রী বা প্রজাতন্ত্র-বিরোধী কিংবা ব্যক্তিস্বাধীনতার বিরোধী বলে সন্দেহের পাত্র হলেই তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা করা হয়। দমনমূলক এই আইনটি সন্দেহের আইন নামে পরিচিত।
প্রশ্ন: দ্বিতীয় ফরাসি বিপ্লব কখন শুরু হয়.
উত্তর: ১৭৯২ খ্রিস্টাব্দের ২১ সেপ্টেম্বর জাতীয়া কনভেনশনের অধিবেশনে রাজতন্ত্রের বিলোপ সাধন করা হয় এবং ফাদে প্রজাতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়। অনেকে এই ঘটনাকে দ্বিতীয় ফরাসি বিপ্লব নামে অভিহিত করেছেন।
প্রশ্নঃ ব্রানসউইক ঘোষণাপত্রের বিষয়বস্তু কী ছিল?
উত্তর: ফরাসি বিপ্লবের গতি প্রতিহত করার জন্য প্রাশিয়ার রাজা দ্বিতীয় ফ্রেডারিক উইলিয়াম ফ্রান্স-বিরোধী মিত্রপক্ষীয় জোটের নেতৃত্ব গ্রহণ করেন। অস্ট্রিয়া ও প্রাশিয়ার সম্রাটদের নির্দেশ মতো প্রাশিয়ার সৈনাধ্যক্ষ ডিউক অব ব্রানসউইক এই অভ্যন্তরীণ মর্মে ঘোষণা জারি করেন যে, মিত্রপক্ষের উদ্দেশ্য হল ফরাসি রাজ ষোড়শ লুইকে ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠিত করা ও ফ্রান্সের বিশৃঙ্খলা নিরসন করা (জুলাই, ১৭৯২ খ্রি.)।
প্রশ্ন: সেপ্টেম্বর হত্যাকাণ্ড কী?
উত্তর : ১৭৯২ খ্রিস্টাব্দে ফরাসি রাজার যড়যন্ত্রে বৈদেশিক আক্রমণের আশঙ্কায় ফ্রান্সের নিরাপত্তা বিপন্ন হয়। এই অবস্থায় প্যারিসের জনতা রাজার প্রতি সহানুভূতি সম্পন্ন বিপ্লবের শত্রুসের নির্বিচারে হত্যা করে (২-৬ সেপ্টেম্বর, ১৭৯২ খ্রি.)। এই ঘটনা 'সেপ্টেম্বর হত্যাকাণ্ড' নামে পরিচিত।
প্রশ্নঃ জন নিরাপত্তা কমিটি (Committee of Public Safety) কেন গঠিত হয়েছিল?
উত্তর: সন্ত্রাসের রাজত্বের সময় ১২ জন সদস্যকে নিয়ে জন নিরাপত্তা কমিটি গঠিত হয়। এই সমিতি ১৭৯৩-৯৪ খ্রিস্টাব্দে ফ্রান্সের প্রশাসনিক ব্যবস্থায় মূল ক্ষমতার অধিকারী হয় এবং জাতির নিরাপত্তার জন্য যে-কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ক্ষমতা লাভ করে। এই সংগঠনের মুখ্য পরিচালক রোবসপীয়র বিপ্লব-বিরোধী ব্যক্তিদের নির্মূল করেন।
প্রশ্নঃ শ্বেত সন্ত্রাস (White terror) কারা সৃষ্টি করেছিল এবং কেন?
উত্তর : ১৭৯৫ খ্রিস্টাব্দে ফ্লাপে জাতীয় কনভেনশনের বিরুদ্ধে জনগণের বিক্ষোভ প্রচণ্ড আকার ধারণ করলে বিদ্রোহ
দেখা দেয়। এই অবস্থায় বিদ্রোহী জনতাকে নির্মমভাবে দমন করা হয়। ১৭৯৫ খ্রিস্টাব্দের মে মাসের শেষদিকে এবং সমগ্র জুন মাস ধরে এক নতুন সন্ত্রাসের রাজত্ব শুরু হয়। এই সন্ত্রাস শ্বেত সন্ত্রাস (White Terror) নামে পরিচিত।
প্রশ্নঃ সন্ত্রাসের প্রকৃতি কী ছিল?
উত্তর : শ্বেত সন্ত্রাস বুর্জোয়া বা বিত্তবান শ্রেণির স্বার্থে পরিচালিত হয় এবং এই সন্ত্রাসের ফলে বিপ্লবের অনুগামী জ্যাকোবিনদের জীবনহানি ঘটে। শ্বেত সন্ত্রাসের মাধ্যমে বিত্তবান শ্রেণি নিজেদের প্রাধান্য বজায় রাখতে চেয়েছিল।
প্রশ্নঃ ব্যক্তি ও নাগরিক অধিকার ঘোষণায় কী বলা হয়েছিল?
উত্তর: ব্যক্তি ও নাগরিক অধিকার ঘোষণা পত্র (Declaration of Rights of man and citizen) ছিল ফরাসি বিপ্লব শুরু হওয়ার পর ফরাসি জাতীয় সভার প্রথম উল্লেখযোগ্য পদক্ষেপ। এতে বলা হয়েছিল -
• স্বাধীনতা নিয়েই মানুষ জন্মগ্রহণ করে।
• আইন হল জনসাধারণের ইচ্ছার প্রতিফলন এবং আইনের চোখে সকল মানুষই সমান।
• নাগরিকর ব্যক্তিগতভাবে অথবা তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সরকারি প্রশাসন নিয়ন্ত্রণ করার অধিকারী।
প্রশ্নঃ ধর্মযাজকদের সংবিধান (Civil Constitution of the Clergy) কী?কউত্তর: ১৭৮৯ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে সংবিধান সভা যাজক সম্প্রদায়ের সুবিধাভোগী সমস্ত ক্ষমতা খর্ব করার জন্য ধর্মযাজকদের সংবিধান (Civil Constitution of the Clergy) নামে একটি নির্দেশ জারি করেন। এই ব্যবস্থা দ্বারা চার্চের সব ভূসম্পত্তি রাষ্ট্রায়ত্ত করা হয় এবং যাজকদের রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীনে আনা হয়। এই পদক্ষেপের ফলে চার্চ রাষ্ট্রের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়।
প্রশ্নঃ ডাইরেক্টরি শাসন কী?
উত্তর : ১৭৯৫ থেকে ১৭৯৯ খ্রিস্টাব্দ পর্যন্ত ফ্রান্সে যে শাসনব্যবস্থা প্রচলিত ছিল তা ডাইরেক্টরী শাসন নামে পরিচিত। পাঁচজন ডিরেক্টার বা পরিচালক এই সময় ফ্রান্সের রাজনীতিতে সর্বশক্তিমান হয়ে ওঠেন। এঁরা ছিলেন বারাস (Baras), লা র্যভেলিয়ার (La Ravelliere), ল্যতুনিয়ে (Letourner), রউবেল (Raubel) ও কারনো (Carnot)।
প্রশ্নঃ বব্যুফ (Babeuf) কে ছিলেন? তিনি কী করেছিলেন?
উত্তর : ডাইরেক্টারির শাসনকালে ফ্রান্সে বিভিন্ন ধরনের রাজনৈতিক বিশৃঙ্খলা দেখা দেয় যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল বব্যুফ (Babeuf) পরিচালিত সাম্যের ষড়যন্ত্র। বব্যুফ ছিলেন ফরাসি বিপ্লবের প্রতি অবিচল আস্থাশীল এবং তিনি বিপ্লবের পরিধি সম্প্রসারিত করতে চেয়েছিলেন। সমাজে সম্পত্তির বিলোপসাধন করে সাম্য প্রতিষ্ঠা ছিল তাঁর মূল মতাদর্শ।
আশাকরি যে, WBBSE Class 9 History First Chapter - নবম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক (WBBSE Class 9 History Question Answer & Notes in Bengali ) অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 20 টি 2 Mark এর History Question Answer & Notes গুলো তোমাদের কাজে আসবে।।
Tags :