![]() |
WBBSE Class 9 History Question Answer & Notes 2023 |
আজকের এই পোস্টের মাধ্যমে WBBSE Class 9 History First Chapter - নবম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক (WBBSE Class 9 History Question Answer & Notes in Bengali ) অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 20 টি 2 Mark এর History Question Answer & Notes তোমাদের সঙ্গে শেয়ার করবো। এর আগের একটি পোস্টে WB Class 9 History MCQ Question Answer & Class 9 History Online MCQ Test Or History Mocktest ফ্রী অনলাইন মকটেস্ট ( WBBSE Class 9 History MCQ Question Answer & Suggestion 2023 ) শেয়ার করেছিলাম। তোমরা চাইলে সেই মকটেস্ট টি এবং History Online MCQ Practice Test টি আমাদের ওয়েবসাইট থেকে খুজে নিতে পারো।
WB Class 9 History- ফরাসি বিপ্লবের কয়েকটি দিক 2 Mark Question Answer || WBBSE Class 9 History Question Answer & Notes 2023
প্রশ্নঃ কোন রাজার রাজত্বকালে, কবে ফরাসি বিপ্লব ঘটেছিল।
উত্তর : বুঝবো রাজবংশের রাজা ষোড়শ লুই-এর রাজত্বকালে ১৭৮১ খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব ঘটেছিল।
প্রশ্নঃ ফরাসি রাজতন্ত্রের চরিত্র কীরূপ ছিল?
উওর : ফরাসি রাজতন্ত্র ছিল ইউরোপ মহাদেশের স্বৈরাচারী রাজতন্ত্র ও ইংল্যান্ডের রাজতন্ত্রের মধ্যবর্তী এক বিশেষ ধরনের রাজতন্ত্র। এই রাজতন্ত্র ছিল বংশানুক্রমিক। স্টেটস জেনেরাল নামক প্রতিনিধিমূলক প্রতিষ্ঠানের অস্তিত্ব থাকলেও ফরাসি রাজারা তাকে এড়িয়েই দেশের শাসনকাজ পরিচালনা করতেন।
প্রশ্নঃ ফ্রান্সের পার্লামেন্ট বা 'পার্লাম' কী?
উওর : ফ্লাপে রাজক্ষমতা নিয়ন্ত্রণকারী একটি প্রতিষ্ঠান ছিল-পার্লামেন্ট বা পালাম। এটি ছিল উচ্চশ্রেণির আপিল আদালত। ফরাসি বিপ্লবের আগেকার ফ্রান্সে এই ধরনের পার্লামেন্টের সংখ্যা ছিল ১৩।
প্রশ্ন: ফরাসি পার্লামেন্টের ক্ষমতা কী ছিল?
উত্তর : ফরাসি পার্লামেন্টের ক্ষমতাগুলি ছিল– বিচার-বিভাগীয় কার্য সম্পাদন করা, রাজার নির্দেশ (Ordinance) নথিভুক্ত করা, রাজার আইনের সমালোচনা করা এবং ফ্রান্সে আইনের শাসন প্রতিষ্ঠা করা।
প্রশ্নঃ ইনটেনডেন্ট নামে কারা পরিচিত ছিলেন?
উত্তর : ফ্রান্সের প্রাদেশিক শাসনকর্তাগণ ইনটেনডেন্ট নামে পরিচিত ছিলেন। প্রাক্ বিপ্লব ফ্রান্সে এঁদের অপ্রতিহত ক্ষমতা ছিল। এঁদের অত্যাচার ও শোষণ এমন পর্যায়ে পৌঁছেছিল যে ফরাসি জনগণ এঁদের অর্থলোলুপ নেকড়ে' বলে অভিহিত করেছিল।
প্রশ্নঃ স্টেটস জেনেরাল কী?
উওর : স্টেটস জেনেরাল ছিল ফ্রান্সের জন প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান বা জাতীয় সভা এবং এটির কাজ ছিল ফ্রান্সের রাজ ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ স্থাপন। ১৩০২ খ্রিস্টাব্দে এটির প্রথম অধিবেশন ডাকা হয়। ১৬১৪ খ্রিস্টাব্দের পর দীর্ঘ ১৭৫ বছর পর ফরাসি বিপ্লবকালে এর অধিবেশন বসে।
প্রশ্নঃ- প্রাক ফরাসি বিপ্লবযুগে যে সমস্ত কর ব্যবস্থা প্রচলিত ছিল সেগুলি লেখো।
উত্তর : প্রাক্-ফরাসি বিপ্লবযুগে প্রচলিত করগুলি ছিল টেইলি (ভূমিকর), ক্যাপিটেশন (উৎপাদন কর), ডিংটিয়েমে (সম্পত্তিকর/আয়কর), গ্যাবেলা (লবণ কর), টাইথ (ধর্মকর), এডস (মদ, তামাক প্রভৃতির ওপর ধার্য কর), করি (বাধ্যতামূলক শ্রমদান) প্রভৃতি।
প্রশ্নঃ. কে, কেন প্রাক্-বিপ্লব ফরাসি অর্থনীতিকে 'ভ্রান্ত অর্থনীতির যাদুঘর' বলে অভিহিত করেন?
উওর : ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ প্রাক্-বিপ্লব ফরাসি অর্থনীতিকে 'ভ্রান্ত অর্থনীতির যাদুঘর' বলে অভিহিত করেন।
কারণ ফরাসি সরকারের অর্থনৈতিক নীতি, শুষ্ক ও শিল্প নীতি ছিল বিশৃঙ্খলাপূর্ণ ও অবাধ বাণিজ নীতির পক্ষে বাধাস্বরূপ।
প্রশ্নঃ ফিজিওক্র্যাট কাদের বলা হয়?
উত্তর : ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্লাপে যে সমস্ত অর্থনীতিবিদ ফ্রান্সের প্রচলিত ব্যবস্থার ত্রুটি-বিচ্যুতি জনসমক্ষে তুলে
ধরেন তাঁরা ফিজিওক্র্যাট নামে পরিচিত ছিলেন। রাজনৈতিক ক্ষেত্রে তারা ব্যক্তি স্বাধীনতার মতবাদ প্রচার করেন। এছাড়া
এঁরা ছিলেন অবাধ বাণিজ্যের সমর্থক।
প্রশ্ন: করভি কী?
উওর : করভি ছিল কৃষকদের প্রদেয় এক ধরনের কর। প্রাক্-বিপ্লব ফ্রান্সে বিনা পারিশ্রমিকে বাধ্যতামূলক শ্রমদান করভি নামে পরিচিত ছিল।
প্রশ্নঃ ৩১১ প্রাক্-ফরাসি বিপ্লবকালে ফ্রান্সে সুবিধাভোগী সম্প্রদায় বলতে কী বোঝো?
উওর : প্রাক্-ফরাসি বিপ্লবকালে ফ্রান্সের যাজক ও অভিজাত সম্প্রদায় রাষ্ট্রকে স্বেচ্ছাকর প্রদান ছাড়া অন্যান্য করদান
প্রক্রিয়া থেকে মুক্ত থাকলেও আর্থ-সামাজিক ও প্রশাসনিক সুযোগসুবিধা লাভ করত। তাই এঁরা সুবিধাভোগী সম্প্রদায় নামে পরিচিত ছিলেন।
প্রশ্ন:-বিপ্লব ফরাসি সমাজে তিনটি এস্টেট-এর নাম লেখো।
উত্তর: প্রাক্-বিপ্লব ফরাসি সমাজে তিনটি এস্টেট-এর নাম হল- যাজক সম্প্রদায় বা প্রথম এস্টেট; সম্প্রদায় বা দ্বিতীয় এস্টেট এবং জনসাধারণ বা তৃতীয় এস্টেট।
প্রশ্নঃ ফ্রান্সের সমাজে তৃতীয় এস্টেট সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও।
উওর : ফ্রান্সের সমাজে অভিজাত ও যাজক সম্প্রদায় ছাড়া, বাকি জনসমষ্টি তৃতীয় এস্টেট নামে পরিচিত ছিল। এই সম্প্রদায়ের মধ্যে ছিল বুর্জোয়া, কৃষক ও সাঁ-কূলোৎ জনসাধারণ। বুর্জোয়াদের অন্তর্গত ছিল সরকারি কর্মচারী, আইনজীবী, ডাক্তার, অধ্যাপক, শিক্ষক, লেখক এবং সাঁ-কুলোৎদের অন্তর্গত ছিল দিনমজুর, কাঠুরে, রাজমিস্ত্রি প্রভৃতি মেহনতি মানুষ।
প্রশ্নঃ জ্যাকোবিন দল কী?
উত্তর : স্টেটস জেনেরালের অধিবেশনকালে জ্যাকোবিন ক্লাবকে কেন্দ্র করে এই দল গঠিত হয়েছিল। এই দলের সমর্থকদের অধিকাংশ ছিল মধ্য-বুর্জোয়া ও সাঁ-কুলোং এবং এই দলের একজন বিখ্যাত নেতা ছিলেন রোবসপীয়র। এই দ জাতীয় কনভেনশনে জিরন্ডিস্টদের ক্ষমতাচ্যুত করে নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠা করেছিল।
প্রশ্ন: 'অভিজাত বিদ্রোহ কবে ও কেন হয়েছিল। অথবা, 'অভিজাত বিদ্ৰোহ' কী?
উত্তর: রাজা ষোড়শ লুই ফ্লাপের অর্থনৈতিক সংকট দূর করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। তাঁর এই সব পদক্ষেপের ফলে অভিজাতদের পুরোনো বিশেষ অধিকারগুলি নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিলে অভিজাতরা তাদের পুরোনো অধিকার ধরে রাখতে ১৭৮৮ খ্রিস্টাব্দের জুন-জুলাই মাসে বিদ্রোহ ঘোষণা করেছিল যা অভিজাত বিদ্রোহ নামে পরিচিত।
প্রশ্নঃ ভলতেয়ার কে ছিলেন?
উওর : অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সের অন্যতম শীর্ষস্থানীয় দার্শনিক ছিলেন ভলতেয়ার (১৬৯৭-১৭৭৮ খ্রি.)। বিদ্রূপাত্মক রচনার মাধ্যমে তিনি ফ্রান্সের নানা প্রচলিত সমাজব্যবস্থা ও রাষ্ট্রব্যবস্থার ত্রুটি-বিচ্যুতিগুলি তুলে ধরেন এবং চার্চ ও যাজক সম্প্রদায়ের অনাচারগুলিরও তীব্র সমালোচনা করেন। তিনি ব্রিটেনের ন্যায় সীমাবদ্ধ রাজতন্ত্রের সমর্থক ছিলেন।
প্রশ্ন: রুশো কে ছিলেন?
উওর : অষ্টাদশ শতাব্দীর ফরাসি দার্শনিকদের মধ্যে রুশো ছিলেন সবচেয়ে জনপ্রিয় (১৭১২-১৭৭৮ খ্রি.)। সামাজিক মতবাদ তুলে ধরে তিনি ফ্রান্সের প্রচলিত ও সমাজব্যবস্থার আমূল পরিবর্তন চেয়েছিলেন। জনগণের ইচ্ছার ভিত্তিতে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা প্রচার করে তিনি ফরাসি জনমানসে বৈপ্লবিক চেতনা সঞ্চার করেছিলেন।
প্রশ্নঃ ডিডেরো কে ছিলেন?
উত্তর : ডিডেরো একজন ফরাসি দার্শনিক ছিলেন। তিনি কয়েকজন বন্ধুর সহযোগিতায় বিশ্বকোষ বা (Encyclopaedia ) রচনা করেন। এই বিশ্বকোষে তৎকালীন ফ্রান্সের রাজনৈতিক ও শাসনব্যবস্থার তীব্র সমালোচনা করা হয়।
প্রশ্নঃ , মন্টেস্কু রচিত দুটি বইয়ের নাম লেখো। উওর : ফরাসি দার্শনিক মন্টেস্কু রচিত দুটি বইয়ের নাম হল 'স্পিরিট অফ লজ' এবং 'দি পার্সিয়ান লেটার্স'।
প্রশ্নঃ - 'স্পিরিট অফ দি লজ' গ্রন্থের লেখক ও তার বিষয়বস্তু কী ছিল?
উত্তর : 'স্পিরিট অফ দি লঞ্জ' গ্রন্থের লেখক ছিলেন মন্টেস্কু। তিনি ফ্রান্সের একজন তিনি আইন, শাসন ও বিচার ব্যবস্থার বিভাজনের মাধ্যমে ব্যক্তি স্বাধীনতা রক্ষার পরামর্শ দেন।
আশাকরি যে, WBBSE Class 9 History First Chapter - নবম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক (WBBSE Class 9 History Question Answer & Notes in Bengali ) অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 20 টি 2 Mark এর History Question Answer & Notes গুলো তোমাদের কাজে আসবে।।
Tags :