প্রশ্নঃ গৌর বা পেডাস্টাল রক কাকে বলে?
মাধ্যমিক ভূগোল প্রথম অধ্যায়ের প্রশ্ন উওর 2023 |
উওরঃ বায়ুর গতিপথে বা প্রবাহ পথে কোন কঠিন শিলাখণ্ড এবং কোমল শিলাখণ্ড যদি অনুভূমিকভাবে অবস্থান করে, তাহলে বায়ুর অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় কার্যের ফলে নিচের কোমল শিলাটি দীর্ঘদিন ধরে ক্ষয় হতে হতে সরু হয়ে যায়। অপরদিকে সেই শিলাখণ্ডের উপরে অবস্থান করা কঠিন শিলাকে বায়ু অবঘর্ষ প্রক্রিয়া বা যে কোনো প্রক্রিয়ায় সেরকম ভাবে ক্ষয় করতে পারে না।। যার ফলে সেটি ব্যাঙের ছাতার মতো উপরের অংশের অবস্থান করে। এর ফলে সেই সমগ্র শিলাস্তুপটি ব্যাঙের ছাতার মতো আকৃতি বিশিষ্ট ভূমিরূপে পরিণত হয়, যাকে গৌর বা পেডাস্টাল রক বলা হয়।।