আজকের ব্লগ পোস্টের মাধ্যমে আমরা দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় অথবা মাধ্যমিক ভূগোল প্রথম অধ্যায় (WBBSE Class 10 Geography Question Answer Chapter 1) বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপের হিমবাহ অংশ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করব।
বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায়ের প্রশ্ন উত্তর || দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর
1 - পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ কোনটি?
উওর : আন্টার্টিকা ল্যাম্বার্ট।
2 - পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ কোনটি?
উওর : আলাস্কার হুবার্ড।
3 - পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ কোনটি?
উওর : আলাস্কার ম্যালাসপিনা।
4 - ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি?
উওর : সিয়াচেন।
5 - পৃথিবীর দ্রুততম হিমবাহ কোনটি?
উওর : গ্রীনল্যান্ডের ইয়াকভোশান।
6 - পৃথিবীর মন্থরতম হিমবাহের নাম কি?
উওর : কুমেরুর মেসার্ভ।
7 - সমুদ্র জলে ভাসমান বরফস্তুপ গুলিকে কি বলা হয়?
উওর : হিমশৈল।
8- নামতে থাকা হিমবাহ ও পর্বতের মধ্যে সংকীর্ণ ফাঁক থাকে তাকে কি বলা হয়?
উওর : বার্গস্রুন্ড।
9- হিমবাহের উপরের অংশে যে অসংখ্য ফাটল সৃষ্টি হয় তাকে কি বলে?
উওর : ক্রেভাস।
10 - দুটি সার্ক পাশাপাশি থাকলে তাদের মধ্যবর্তী যে তীক্ষ্ণশীর্ষ বিশিষ্ট শৈলীশৃঙ্গ সৃষ্টি হয় তাকে কি বলা হয়?
উওর : এরিটি বা অ্যারেট।
11 - কোন অঞ্চলে হিমরেখার উচ্চতা সবচেয়ে কম?
উওর : মেরু অঞ্চলে
12 - পাদদেশীয় হিমবাহের অগ্রভাগকে কি বলা হয়??
উওর: লোব বলা হয়।
13- হিমবাহের সঞ্চয় কাজের ফলে বড় বড় প্রস্তরখন্ড সঞ্চিত ভূমিরূপকে কি বলা হয়??
উওর: আগামুখ।
14 - ঝুলন্ত উপত্যকায় সাধারণত কি সৃষ্টি হতে দেখা যায়?
উওর : জলপ্রপাত।
15- করি ফ্রান্সে কি নামে পরিচিত?
উওর : সার্ক।
16 - কোন দেশকে দ্যা ল্যান্ড অফ ফিয়র্ডস বলা হয়?
উওর : নরওয়ে।
17 - পৃথিবীর বৃহত্তম ফিয়র্ড এর নাম কি?
উওর : স্কোরশবি সাউন্ড।
18 - পৃথিবীর গভীরতম ফিয়র্ড কোনটি?
উওর: নরওয়ের সোজনে ( বেশিরভাগ বইতেই সোগনে / সোঙনে কথাটি দেওয়া আছে ) ফিয়র্ড হলো পৃথিবীর গভীরতম ফিয়র্ড।।
19- পৃথিবীর গভীরতম সার্ক কোনটি??
উওর: আন্টার্টিকার ওয়ালকট সার্ক
20- হিমবাহের কোন ধরনের কাজের ফলে ড্রামলিন সৃষ্টি হয়?
উওর : সঞ্চয় কাজের ফলে।
21 - হিমবাহের কোন ধরনের কাজের ফলে রসেমতানে সৃষ্টি হয়?
উওর : ক্ষয় কার্যের ফলে।
22 - অসংখ্য ড্রামলিন একসঙ্গে অবস্থান করলে তাকে কী বলে?
উওর : Busket Of Egg Topography
আশাকরি যে, দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় অথবা মাধ্যমিক ভূগোল প্রথম অধ্যায় (WBBSE Class 10 Geography Question Answer Chapter 1) বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপের হিমবাহ থেকে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে তারা তোমাদের উপকারে আসবে।।