বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায়ের প্রশ্ন উত্তর || দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর

0

 

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায়ের প্রশ্ন উত্তর || দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর

আজকের ব্লগ পোস্টের মাধ্যমে আমরা দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় অথবা মাধ্যমিক ভূগোল প্রথম অধ্যায় (WBBSE Class 10 Geography Question Answer Chapter 1) বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপের হিমবাহ অংশ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করব।

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায়ের প্রশ্ন উত্তর || দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর

1 - পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ কোনটি?

উওর : আন্টার্টিকা ল্যাম্বার্ট।

2 - পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ কোনটি?

উওর : আলাস্কার হুবার্ড।

3 - পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ কোনটি?

উওর : আলাস্কার ম্যালাসপিনা।

4 -  ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি?

উওর : সিয়াচেন।

5 - পৃথিবীর দ্রুততম হিমবাহ কোনটি?

উওর : গ্রীনল্যান্ডের ইয়াকভোশান।

6 - পৃথিবীর মন্থরতম হিমবাহের নাম কি?

উওর :  কুমেরুর মেসার্ভ।

7 - সমুদ্র জলে ভাসমান বরফস্তুপ গুলিকে কি বলা হয়?

উওর : হিমশৈল।

8- নামতে থাকা হিমবাহ ও পর্বতের মধ্যে সংকীর্ণ ফাঁক থাকে তাকে কি বলা হয়?

উওর : বার্গস্রুন্ড।

9- হিমবাহের উপরের অংশে যে অসংখ্য ফাটল সৃষ্টি হয় তাকে কি বলে?

উওর : ক্রেভাস।

10 - দুটি সার্ক পাশাপাশি থাকলে তাদের মধ্যবর্তী যে তীক্ষ্ণশীর্ষ বিশিষ্ট শৈলীশৃঙ্গ সৃষ্টি হয় তাকে কি বলা হয়?

উওর : এরিটি বা অ্যারেট।

11 -   কোন অঞ্চলে হিমরেখার উচ্চতা সবচেয়ে কম?

উওর :  মেরু অঞ্চলে

12 - পাদদেশীয় হিমবাহের অগ্রভাগকে কি বলা হয়??

উওর:   লোব বলা হয়।

13- হিমবাহের সঞ্চয় কাজের ফলে বড় বড় প্রস্তরখন্ড সঞ্চিত ভূমিরূপকে কি বলা হয়??

উওর:  আগামুখ।

14 - ঝুলন্ত উপত্যকায় সাধারণত কি সৃষ্টি হতে দেখা যায়?

উওর : জলপ্রপাত।

15- করি ফ্রান্সে কি নামে পরিচিত?

উওর : সার্ক।

16 - কোন দেশকে দ্যা ল্যান্ড অফ ফিয়র্ডস বলা হয়?

উওর : নরওয়ে।

17 - পৃথিবীর বৃহত্তম ফিয়র্ড এর নাম কি?

উওর : স্কোরশবি সাউন্ড।

18 - পৃথিবীর গভীরতম ফিয়র্ড কোনটি?

উওর:   নরওয়ের সোজনে ( বেশিরভাগ বইতেই সোগনে / সোঙনে কথাটি  দেওয়া আছে )  ফিয়র্ড হলো পৃথিবীর গভীরতম ফিয়র্ড।।

19-  পৃথিবীর গভীরতম সার্ক কোনটি??

উওর:   আন্টার্টিকার ওয়ালকট সার্ক

20- হিমবাহের কোন ধরনের কাজের ফলে ড্রামলিন সৃষ্টি হয়?

উওর : সঞ্চয় কাজের ফলে।

21 -   হিমবাহের কোন ধরনের কাজের ফলে রসেমতানে সৃষ্টি হয়?

উওর : ক্ষয় কার্যের ফলে।

22 - অসংখ্য ড্রামলিন একসঙ্গে অবস্থান করলে তাকে কী বলে?

উওর : Busket Of Egg Topography

আশাকরি যে, দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় অথবা মাধ্যমিক ভূগোল প্রথম অধ্যায় (WBBSE Class 10 Geography Question Answer Chapter 1) বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপের হিমবাহ থেকে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে তারা তোমাদের উপকারে আসবে।।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top