বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায়ের- নদী সম্পর্কিত MCQ প্রশ্ন উত্তর 2024-25

0


বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর || মাধ্যমিক ভূগোল প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর
বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর


আজকের ব্লগ পোস্টের মাধ্যমে আমরা দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় অথবা মাধ্যমিক ভূগোল প্রথম অধ্যায় (WBBSE Class 10 Geography Chapter 1) বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপের নদীর অংশ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি mcq প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করব।

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায়ের- নদী সম্পর্কিত MCQ প্রশ্ন উত্তর


1 -  নদীর জলপ্রবাহ মাত্রা পরিমাপ করা হয় কোন এককের সাহায্যে?

• কিলোমিটার

• মিলিবার

•  নট

•  কিউসেক

উওর : কিউসেক

2 - নদীর কোন প্রকার গতিতে নদী সর্বাধিক ক্ষয় করে থাকে?

• উচ্চগতিতে

• মধ্য ও নিম্নগতিতে

• মধ্যগতিতে

• নিম্নগতিতে

উওর : উচ্চগতিতে।

3 - নদীর কোন গতিতে সবচেয়ে বেশি সঞ্চয়কার্য করে থাকে ?

• উচ্চগতিতে

• মধ্য ও নিম্নগতিতে

• মধ্যগতিতে

• নিম্নগতিতে

উওর : নিম্নগতিতে।

4 - নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে  -

• 4 গুণ

• 16 গুণ

• 8গুন

• 64 কোন

উওর : 64 গুন।

5 -  যে উচ্চভূমি দুটি নদী অববাহিকাকে পৃথক করে রাখে তাকে বলা হয় -

• জলবিভাজিকা

• দোয়াব

• বদ্বীপ

• উপত্যাকা

উওর : জলবিভাজিকা।

6 - প্রশস্ত নদীর মোহনাকে কি বলা হয় ?

• ক্যাস্কেড

• খাড়ি

• প্রপাত কূপ

•  মন্থকূপ

উওর : খাড়ি।

বিশেষ ঘোষণা 

তোমরা যদি মাধ্যমিক ভূগোল প্রথম অধ্যায় থেকে শুরু করে ষষ্ঠ অধ্যায় পযর্ন্ত সকল অধ্যায়ের MCQ, SAQ, 2,3 & 5 Mark-এর গুরুত্বপূর্ণ প্রশ্ন উওরের পিডিএফ নোট খুবই স্বল্পমূল্যে নিতে চাও, তাহলে আজই যোগাযোগ করো ; +918388986727 নম্বরে।

7 - পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোন নদীতে দেখা যায়?

• গঙ্গা-ব্রহ্মপুত্র

•  নীলনদ

•  অ্যামাজন

•  কলোরাডো

উওর : গঙ্গা-ব্রহ্মপুত্র

8 -  ভারতের বৃহত্তম নদীদ্বীপ কোনটি?

• মাজুলী

•  ইলহা দ্য মারাজো

•  নিউমুর

•  লোহাচড়া দ্বীপ

উওর : মাজলী।

9 - গেরসোপ্পা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত?

• সরাবতী

• নর্মদা

• গোদাবরী

•  কাবেরী

উওর : সরাবতী।

10 - নদী তার গতিপথ সিঁড়ির মতো ধাপে ধাপে নেমে এলে তাকে বলে -

• রাপিডস

•  ক্যাসকেড

• ক্যাটারাক্ট

• খরস্রোত

উওর : ক্যাসকেড।

11 -   পলোল ব্যজনী কোথায় গড়ে ওঠে?

• পার্বত্য উচ্চভূমিতে

•  পর্বতের পাদদেশে

•   নদীর নিম্নগতিতে

•   বদ্বীপ অঞ্চলে

উওর : পর্বতের পাদদেশে।

12 - নদীর কোন অংশে বদ্বীপ গড়ে ওঠে?

• নদীর মোহনা অঞ্চলে

•  নদীর উৎসস্থলে

•  নদীর মধ্যবর্তীতে

•  নদীর পার্বত্য অংশে

উওর : নদীর মোহনা অঞ্চলে।

13 - পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ কোনটি?

• মাজুলী

•  সাগরদ্বীপ

•  ইলহা দা মারাজো

•  লাক্ষাদ্বীপ

উওর : ইলহা দা মারাজো

14 - পাখির পায়ের মতো আকৃতি ব-দ্বীপ গড়ে উঠেছে --

• নীল নদের মোহনায়

•  হোয়াংহো নদীর মোহনায়

•  সিন্ধু নদের মোহনায়

•  মিসিসিপি- মৌসুমীর মোহনায়

উওর :  মিসিসিপি- মৌসুমীর মোহনায়।

** মাধ্যমিক ভূগোল সকল অধ্যায়ের পিডিএফ নোট নিতে যোগাযোগ করো ; +918388986727 নম্বরে। 

15 -  নদীর নিক পয়েন্ট এর মধ্যে কি সৃষ্টি হয়?

• জলপ্রপাত

• প্রপাতকূপ

• মন্থকূপ

• অশ্বক্ষুরাকৃতি হ্রদ

উওর : জলপ্রপাত।

16 - নদীর কোন প্রকার কার্যের ফলে অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি হয়?

• ক্ষয়কার্য

• সঞ্চয় কার্য

• ক্ষয়কার্য ও বহন কার্য

• ক্ষয়, বহন ও সঞ্চয় প্রক্রিয়ার মিলিত কার্যে

উওর ; ক্ষয়, বহন ও সঞ্চয় প্রক্রিয়ার মিলিত কার্যে।

17 - লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয়ী প্রক্রিয়াটি কি?

• অবঘর্ষ ক্ষয়

• ঘর্ষণ ক্ষয়

• • দ্রবণ ক্ষয়

• জলপ্রবাহ ক্ষয়

উওর : দ্রবণ ক্ষয়।

18- শুষ্ক অঞ্চলের গিরিখাত কে বলা হয় -

• ক্যানিয়ার

•  মন্থকূপ

• V আকৃতির

• ধান্দ

উওর : ক্যানিয়ন

19 -  কোন যন্ত্রের সাহায্যে নদীর জলস্রোত মাপা হয়?

• ব্যারোমিটার

• ম্যানোমিটার

• হাইগ্রোমিটার

• কারেন্ট মিটার

উওর : কারেন্ট মিটার

20 -  নদী বাঁকের উওল অংশের সঞ্জয়কে কি বলে?

•  ক্যাসকেড

•  পলল শঙ্কু

•  বিন্দুবার

• প্রাঞ্জপূল

উওর : বিন্দুবার।

আশাকরি যে, দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় অথবা মাধ্যমিক ভূগোল প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি mcq প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে তারা তোমাদের উপকারে আসবে।।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top