নেপোলিয়নের পতনের কারণ গুলি আলোচনা করো। || নবম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর

0

নেপোলিয়নের পতনের কারণ গুলি আলোচনা করো। || নবম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর

নেপোলিয়নের পতনের কারণ গুলি আলোচনা করো। || নবম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর


আজের এই পোস্টের মাধ্যমে নবম শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীউ সাম্রাজ্য ও জাতীয়তাবাদ ( WBBSE Class 9 History Question Answer & Notes in Bengali ) অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 8 মার্কের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 'নেপোলিয়নের পতনের কারণ গুলি আলোচনা করো। অথবা নেপোলিয়নের সাম্রাজ্যের পতনের কারণগুলি কী কী ছিল' তার উওর (WBBSE Class 9 Question Answer & Suggestion 2023 ) তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমরা প্রতিদিন তোমাদের জন্য নোটস শেয়ার করে যাবো। তাই তোমরা আমাদের ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করতে থাকো।।

নেপোলিয়নের পতনের কারণ গুলি আলোচনা করো। || নেপোলিয়নের সাম্রাজ্যের পতনের কারণগুলি কী কী ছিল?


ভূমিকাঃ ফ্রান্সের ইতিহাসে নেপোলিয়ন বোনাপার্টের নাম সর্বদাই স্বর্ণাক্ষরে লেখা থাকবে। নেপোলিয়ন ছিলেন এমন একজন,যে মাত্র ১৭ বছর বয়সে ফ্রান্সের সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। এবং সেই সামান্য সেনা থেকে ফ্রান্সের সর্বময় কর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। কিন্তু নিজের মধ্যে অসামান্য প্রতিভা এবং ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি বেশিদিন ধরে রাজত্ব করতে পারেননি। তাই বীরত্ব এবং ক্ষমতাবলে এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলতে পারলেও, এক সময়ে বিভিন্ন কারনে নেপোলিয়ন বোনাপার্টের সাম্রাজ্যের পতন ঘটেছিল। মূলত নেপোলিয়ন বোনাপার্টের পতনের মূলে একাধিক কারণ ছিল। যেমন-

জনগণের ক্ষোভঃ

নেপোলিয়ন বোনাপার্ট সমগ্র ইউরোপে সাম্রাজের জাল বিস্তার করে একটি বৃহৎ সাম্রাজ্য গড়ে তুলতে চেয়েছিলেন। তিনি তার সাম্রাজ্য বিস্তার করে বিভিন্ন রাষ্ট্রের ফরাসি তার আধিপত্য স্থাপন করেছিলেন। তিনি স্বৈরাচারী শাসন প্রবর্তন করে নিজের আধিপত্য বজায় রাখার চেষ্টা করলে তার সমাজের বিভিন্ন অংশের জনগণের মনে নেপোলিয়ন বোনাপার্টের প্রতি ক্ষোভের সৃষ্টি হয়। যার ফলে বোনাপার্টের পতনের প্রথম ধাপ এখান থেকেই শুরু হয়। 

নেপোলিয়নের উচ্চাকাঙ্ক্ষাঃ 


নেপোলিয়ন বোনাপার্টের পতনের একটি প্রধান কারণ ছিল তার উচ্চাকাঙ্ক্ষা  নেপোলিয়ন বোনাপার্ট তার অসামান্য বীরত্বের এবং তার সামরিক শক্তির মাধ্যমে একের পর এক যুদ্ধে জয়লাভ করেছিলেন। এবং তার সম্রাজ্যকে আরো বড় এবং আরও শক্তিশালী করে তুলছিলেন। কিন্তু নেপোলিয়ন বোনাপার্ট তার সাম্রাজ্যকে একটি বৃহৎ সাম্রাজ্যে পরিণত করতে পারলেও, তার মধ্যে সম্রাজ্যকে আরো বড় করে তোলার আকাঙ্ক্ষা ছিল যার ফলে ক্রমে তিনি রাজনৈতিক দূরদৃষ্টি হারিয়ে এক অদ্ভুত আত্মপ্রত্যয়ের বশীভূর হয়ে পড়েন। এবং সমস্ত ইউরোপ তার বিপক্ষে চলে যায়।।

জনগনের অসমর্থনঃ 

একটি সাম্রাজ্যে জনগণের সমর্থন না থাকলে সেই সাম্রাজ্য খুব বেশিদিন টিকে থাকতে পারে না নেপোলিয়ন বোনাপার্টের ক্ষেত্রেও ঠিক তেমনটাজ হয়েছিল। নেপোলিয়নের সাম্রাজ্য গড়ে উঠেছিল মূলত নেপোলিয়নের নিজের এবং তার সামরিক সেনাবাহিনীর যুদ্ধ কৌশল এবং তাদের বীরত্বের উপর ভিত্তি করেই। নেপোলিয়নের সাম্রাজ্যের ক্ষেত্রে জনগণের সমর্থন ছিল না বললেই চলে। তাছাড়া ক্রমাগত যুদ্ধের ফলে ফরাসি সেনাবাহিনী পরিশ্রান্ত ও ক্লান্ত হয়ে পড়ায় ফরাসি জনগণ নেপোলিয়নের যুদ্ধ নীতিকে সমর্থন করেনি।।

বিভিন্ন দেশে জাতীয়তাবাদী আন্দোলনঃ


নেপোলিয়নের সাম্রাজ্যের বিভিন্ন অংশে ফরাসি বিপ্লব প্রসূত জাতীয়তাবাদের প্রকাশ পেয়েছিল। স্পেন,পর্তুগাল,জার্মানি,রাশিয়া প্রভৃতি দেশে নেপোলিয়নের বিরুদ্ধে জাতীয় প্রতীরোধ গড়ে ওঠে। নেপোলিয়নের শিক্ষিত সৈন্যবাহিনী উপদ্বীপের যুদ্ধে স্পেনের অশিক্ষিত কৃষক ও গ্রামবাসীর কাছে পরাজিত হয়। প্রাশিয়াতেও নেপোলিয়ানের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে ওঠে এবং লাইপজিগের যুদ্ধে জার্মানির সামরিক বাহিনীর কাছে নেপোলিয়ানের পরাজয় ঘটে। এভাবে বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর কাছে নেপোলিয়ানের সেনাবাহিনীর পরাজয় তার পতনের সময় কাছে নিয়ে আসে।

পোপের সঙ্গে বিরোধিতাঃ

নেপোলিয়ন বোনাপার্টের সঙ্গে বিভিন্ন ধর্ম প্রতিষ্ঠান এবং পোপের খুব ভালো সম্পর্ক না থাকার বিষয়টি তার পতনের  প্রধান কারণ গুলির মধ্যে একটি ছিল। পোপকে বন্দি করায় নেপোলিয়ানের এই কার্যকলাপ রোমান ক্যাথলিক রাষ্ট্রগুলিকে নেপোলিয়ানের বিরুদ্ধে নিয়ে গিয়েছিল। নেপোলিয়ন দুঃখ করে বলেছিলেন,তার পতনের তিনটি কারণের মধ্যে পোপ ছিল একটি।- এর থেকে বোঝা যায় যে,তার পতনে পোপের কিরুপ ভূমিকা ছিল।।

সেনাদলের ক্রমিক দুর্বলতাঃ

বারংবার বিভিন্ন যুদ্ধে জয়-পরাজয়ের জন্য নেপােলিয়নের বীর সেনাদলের চরিত্র-ক্রমশ দুর্বল হয়ে পড়ে। নিরন্তর যুদ্ধ-বিগ্রহ চলার ফলে অসংখ্য অভিজ্ঞ এবং বীর সেনারা মারা যান। ফলে নেপোলিয়ন বোনাপার্টের সামরিক বাহিনীর মূলভিত অনেকটাই দূর্বল হয়ে পড়ে। তিনি অধীনস্ত ইতালি, জার্মানি ও বেলজিয়াম হতে সৈন্য সংগ্রহ করে সৈন্যের অভাব পূরণ করেন। ফলে সেনাদলের জাতীয় ঐক্য বিনষ্ট হয় ও নেপােলিয়নের প্রতি আনুগত্য হ্রাস পায়।

ইংল্যান্ডের বিরুদ্ধে নেপোলিয়ন বোনাপার্টের মহাদেশীয় ব্যবস্থাঃ 

ইংল্যান্ডের অপরাজেয় নৌ-শক্তি নেপোলিয়নের পতনের অন্যতম কারণ ছিল। স্থলযুদ্ধে নেপোলিয়ন অজেয় হলেও ইংল্যান্ডের নৌ-বাহিনীর প্রতিরোধে তাঁর পক্ষে শেষ পর্যন্ত সাফল্য অর্জন করা সম্ভব হয়নি। ইংল্যান্ডকে হীনবল করার জন্য নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ (Continental system) নামে যে অর্থনৈতিক অবরোধ পরিকল্পনা গ্রহণ করেন, তাও ইংল্যান্ডের অজেয় নৌ-শক্তির প্রতিরোধের ফলে ব্যর্থ হয়। সুতরাং বলা যায়, ইংল্যান্ডের অজেয় নৌ-শক্তি নেপোলিয়নের ব্যর্থতার অন্যতম প্রধান কারণ ছিল।

রাশিয়ার ভূমিকাঃ


নেপোলিয়নের রাশিয়া অভিযানের ব্যর্থতাও তাঁর পতনের অন্যতম কারণ ছিল। রাশিয়ার সম্রাট “টিলসিটের সন্ধি” অনুযায়ী মহাদেশীয় অবরোধ ব্যবস্থা সফল করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পালনে অস্বীকার করায় ১৮১২ খ্রিস্টাব্দে নেপোলিয়ন রাশিয়া অভিযান করেন। কিন্তু প্রচণ্ড শীতে, খাদ্যাভাবে ও রুশ জনগণের শক্তিশালী প্রতিরোধে এই অভিযান ব্যর্থ হয় এবং নেপোলিয়ন স্বদেশে প্রত্যাবর্তনে বাধ্য হন। এই অভিযানে গ্রান্ড আর্মির বিপর্যয় নেপোলিয়নকে করতে সামরিক দিক দিয়ে দুর্বল করে তুলেছিল এবং তার সামরিক গৌরব ও শক্তি স্নান হয়ে পড়ে।

উপসংহারঃ মূলত উপরিক্ত প্রধান কিছু কারণ ছাড়াও আরো নানা ছোটখাটো কারণে নেপোলিয়ন বোনাপার্টের সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়।।


Tags : 

নবম শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উওর|  বিপ্লবী আদর্শ, নেপোলিয়ীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ অধ্যায়ের প্রশ্ন উওর | ক্লাস 9 ইতিহাস দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীউ সাম্রাজ্য ও জাতীয়তাবাদ | নবম শ্রেণির ইতিহাস অধ্যায়ের বড় প্রশ্ন উওর | বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীউ সাম্রাজ্য ও জাতীয়তাবাদ অধ্যায়ের প্রশ্ন উওর | class 9 history 2nd chapter notes | wb class 10 history question answer | wb class 9 history suggestion 2023 | History question answer 


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top