প্রশ্নঃ শিল্প বিপ্লব কাকে বলে? বা শিল্প বিপ্লব বলতে কী বোঝায়?
উওরঃ সাধারণভাবে বলা যায়, আঠারো শতকের মধ্যভাগ থেকে বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কার এবং উৎপাদন প্রক্রিয়া তার প্রয়োগ সূত্রে শিল্প উৎপাদনের পরিমাণ ও গুণগতমানের ক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন সূচিত হয়, একেই শিল্প বিপ্লব বলা হয়। ঐতিহাসিক ফিশার (Fisher) এর মতে, দৈহিক শ্রমের পরিবর্তে যন্ত্রপাতি দ্বারা শিল্প সামগ্রীর উৎপাদন এবং এর ফলস্বরূপ উৎপাদন বৃদ্ধিকে ‘শিল্প বিপ্লব’ বলা হয়। ঐতিহাসিক সিপোল্লা (C.M. Cipolla)-এর মতে “শিল্প বিপ্লবের মত অন্য কোন বিপ্লবই এত নাটকীয় পরিবর্তনবাহী ছিল না”। (“No revolution has been as dramatically revolutionary as the Industrial Revolution”)। ফরাসী সমাজতন্ত্রী ব্লাঙ্কি (Blanqui) ১৮৭০ খ্রিঃ 'শিল্পবিপ্লব' কথাটি প্রথম ব্যবহার করেন। ইংরেজ ঐতিহাসিক টয়েনবি (A. Toynbee) কথাটিকে জনপ্রিয় করেন। কিন্তু হ্যাজেন (Hazen), হেজ (Hayes) প্রমুখ ঐতিহাসিক শিল্প ক্ষেত্রে এই পরিবর্তনকে ‘বিপ্লব’ না বলে ‘বিবর্তন’ বলার পক্ষপাতী। শিল্প ক্ষেত্রে এই মন্থর পরিবর্তনটি মানুষের অর্থনীতি ও সমাজজীবনে মৌলিক ও সুদুরপ্রসারী পরিবর্তন এনেছিল—এদিক থেকে একে বিপ্লব বলা অযৌক্তিক নয়।