নবম শ্রেণীর ইতিহাস-ফরাসি বিপ্লবের কয়েকটি দিক অধ্যায়ের প্রশ্ন উওর 2024

0

 

নবম শ্রেণীর ইতিহাস-ফরাসি বিপ্লবের কয়েকটি দিক অধ্যায়ের প্রশ্ন উওর ||WBBSE Class 9 History MCQ Question Answer in Bengali
ফরাসি বিপ্লবের কয়েকটি দিক অধ্যায়ের প্রশ্ন উওর

আজকের এই পোস্টের মাধ্যমে নবম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক ( WBBSE Class 9 History Question Answer & Notes in Bengali ) অধ্যায়ের 25টি অত্যন্ত গুরুত্বপূর্ণ MCQ Question Answer ( WBBSE Class 9 Question Answer & Suggestion 2023 ) তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমরা প্রতিদিন তোমাদের জন্য নোটস শেয়ার করে যাবো। তাই তোমরা আমাদের ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করতে থাকো।।

নবম শ্রেণীর ইতিহাস-ফরাসি বিপ্লবের কয়েকটি দিক অধ্যায়ের প্রশ্ন উওর 2024 ||WBBSE Class 9 History MCQ Question Answer in Bengali 2024

1- ফরাসি রাজ চতুর্দশ লুই-এর শাসনকাল ছিল—
১৬৪৩-১৭২০ খ্রিস্টাব্দ
১৬৪৩-১৭১৫ খ্রিস্টাব্দ
১৬৬৩-১৭১৫ খ্রিস্টাব্দ
১৬৬০-১৭২০ খ্রিস্টাব্দ
• উওর : ১৬৪৩-১৭১৫ খ্রিস্টাব্দ
2- ফরাসি বিপ্লব হয়েছিল -
• ১৭৬৭ খ্রিষ্টাব্দের
• ১৭৮৯ খ্রিষ্টাব্দে
• ১৭৯৯ খ্রিষ্টাব্দে
• ১৭৮৬ খ্রিষ্টাব্দে
• উওর : ১৭৮৯ খ্রিষ্টাব্দে
3- ফরাসি বিপ্লব হয়েছিল-
ফরাসি বিপ্লব হয়েছিল –
• রাজা ত্রয়োদশ লুই-এর আমলে
• রাজা চতুর্দশ লুই-এর আমলে
• রাজা পঞ্চদশ লুই-এর আমলে
• রাজা ষোড়শ-লুই-এর আমলে
• উওর : রাজা ষোড়শ-লুই-এর আমলে
4- ফ্রান্স ছিল ‘ভ্রান্ত অর্থনীতির যাদুঘর' একথা বলেছিলেন—
• এডমন্ড বার্ক
• অ্যাডাম স্মিথ
• কুইসনে
• ডিডেরো
• উওর : অ্যাডাম স্মিথ
5- টেইলি ছিল এক ধরনের —
• সামস্তকর
• ভূমিকর
• অতিরিক্ত প্রত্যক্ষ কর
• লবণকর
• উওর : ভূমিকর
6- ফ্রান্সের যে রাজা আমেরিকার স্বাধীনতা যুদ্ধে যোগদান করে প্রচুর অর্থব্যায় করেছিলেন, তিনি হলেন—
• চতুর্দশ লুই
• পঞ্চদশ লুই
• ষোড়শ লুই
• লুই ফিলিপ
• উওর : ষোড়শ লুই
7- ফ্রান্সের কর ব্যবস্থায় ক্যাপিটেশন ছিল—
• ধর্মকর
• লবণ কর
• সম্পত্তি কর
• উৎপাদন কর
• উওর : উৎপাদন কর
8- টাইদ ছিল এক প্রকারের-
• লবণ কর
• আয়কর
• ভূমিকর
• ধর্মকর
• উওর : ধর্মকর
9- ফ্রান্সের কর কাঠামোয়
‘গ্যাবেলা' ছিল একপ্রকারের-
• ভূমিকর
• উৎপাদন কর
• আয়কর
• লবণ কর
• উওর : লবণ কর
10- ফ্রান্সের যাজকরা ছিলেন-
• প্রথম এস্টেট
• তৃতীয় এস্টেট
• চতুর্থ এস্টেট
• দ্বিতীয় এস্টেট
• উওর : প্রথম এস্টেট
11- সাঁ-কুলোগণ ছিল—
• প্রথম এস্টেটের অন্তর্গত
• দ্বিতীয় এস্টেটের
• তৃতীয় এস্টেটের অন্তর্গত
• চতুর্থ এস্টেটের অন্তর্গত
• উওর : তৃতীয় এস্টেটের অন্তর্গত
12-“দি পার্সিয়ান লেটার্স" গ্রন্থটি লিখেছেন-
• মন্টেস্কু
• ডিডেরো
• রুশো
• ভলতেয়ার
• উওর : মন্টেস্কু
13-'লেতর ফিলজফিক' গ্রন্থটি লিখেছেন—
• মন্টেস্কু
• কুইসনে
• রুশো
• ভলতেয়ার
• উওর : ভলতেয়ার
14- সোস্যাল কনট্রাক্ট" গ্রন্থটির লেখক হলেন -
• রুশো
• ভলতেয়ার
• মন্টেসু
• ডিডেরো
• উওর : রুশো
15- জাতীয় সভা বা স্টেটস্ জেনেরালের অধিবেশন আহত হয়েছিল-
• ১৭৮৯ খ্রিস্টাব্দের ১ মে
• ১৭৮৯ খ্রিস্টাব্দের ২ মেগ
• ১৭৮৯ খ্রিস্টাব্দের ৩ মে
• ১৭৮৯ খ্রিস্টাব্দের ৪ মে
• উওর : ১৭৮৯ খ্রিস্টাব্দের ১ মে
16- বাস্তিল দুর্গের পতন ঘটে ১৭৮৯ খ্রিস্টাব্দের-
• ১২ জুলাই
• ১৩ জুলাই
• ১৪ জুলাই
• ১৬ জুলাই
• উওর : ১৪ জুলাই
17- ‘আমিই রাষ্ট্র' একথা বলেছিলেন-
• চতুর্দশ লুই
• পঞ্চদশ লুই
• ষোড়শ লুই
• নেপোলিয়ান বোনাপার্ট
• উওর : চতুর্দশ লুই
18- ফরাসি রাজ ষোড়শ লুই প্রাদেশিক পার্লামেন্টগুলিকে বিলোপ করে যে কয়টি নতুন বিচারালয় স্থাপন করেন তা হল-
• ৪০টি
• ৪৫টি
• ৪৭টি
• ৫০টি
• উওর : ৪৫টি
19 'টেনিস কোর্ট-এর শপথ' অনুষ্ঠিত হয়েছিল ১৭৮৯ খ্রিস্টাব্দের -
• ১৭ জুন
• ১৯ জুন
• ২০ জুন
• ২২ জুন
• উওর : ২০ জুন
20- দ্বিতীয় ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল—
• ১৭৯০ খ্রি.ফেব্রুয়ারি
• ১৭৯২ খ্রি. আগস্ট,
• ১৭৯২ খ্রি. মে
• ১৭৯৩ খ্রি. মার্চ
• উওর : ১৭৯২ খ্রি. আগস্ট,
21- ফ্রান্সে উগ্রপন্থী ও মাঁ-কুলোৎদের প্রচেষ্টায় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল-
• ১৭৯০ খ্রিস্টাব্দে
• ১৭৯২ খ্রিস্টাব্দে
• ১৭৯৩ খ্রিস্টাব্দে
• ১৭৯৪ খ্রিস্টাব্দে
• উওর : ১৭৯২ খ্রিস্টাব্দে
22- শম্প দ্য মারস্-এর হত্যাকাণ্ড' নামে পরিচিত ঘটনাটি ঘটেছিল—
• ১৭৯০ খ্রিস্টাব্দের ১০ জুলাই
• ১৭৯১ খ্রিস্টাব্দের ১৭ জুলাই
• ১৭৯২ খ্রিস্টাব্দের আগস্ট
• ১৭৯৩ খ্রিস্টাব্দের জুলাই
• উওর : ১৭৯১ খ্রিস্টাব্দের ১৭ জুলাই
23- সন্ত্রাসের শাসনের সূচনার প্রাক্কালে ফ্রান্সের লা-ভেন্ডিতে সংঘটিত বিদ্রোহ ছিল-
• বুর্জোয়া বিদ্ৰোহ
• সামরিক বিদ্রোহ
• অভিজাত বিদ্রোহ
• কৃষক বিদ্রোহ
• উওর : কৃষক বিদ্রোহ
24- ১৭৯২ খ্রিস্টাব্দের আগস্ট মাসে ফরাসি রাজাকে ক্ষমতাচ্যুত করে বন্দি করে রাখা হয়েছিল –
• বাস্তিল দুর্গে
• টুইলারিস রাজপ্রাসাদে
• আইনসভায়
• টেম্পল দুর্গে
• উওর : টেম্পল দুর্গে
25- ফরাসি সংবিধান সভার কার্যকাল ছিল—
১৭৮৯-১৭৯১ খ্রিস্টাব্দে
১৭৯০-৯১ খ্রিস্টাব্দে
১৭৯০-৯৩ খ্রিষ্টাব্দে
• কোনোটিই নয়
• উওর : ১৭৮৯-১৭৯১ খ্রিস্টাব্দে
26- অ্যাসাইনেট হল-
• ফরাসি গির্জার নাম
• ফরাসি সামরিক বাহিনীর
নাম
• ফরাসি ব্যাঙ্কের নাম
• ফরাসি কাগজী নোট-এর নাম

• উওর : ফরাসি কাগজী নোট-এর নাম


আশাকরি, নবম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক অধ্যায়ের ( WBBSE Class 9 Bengali Question Answer & Suggestion 2024) যে কয়েকটি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে, তা তোমাদের কাজে লাগবে।।
Tags :
নবম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়ের প্রশ্ন উওর | ক্লাস 9 ইতিহাস অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক প্রশ্ন উওর | ক্লাস 9 ইতিহাস প্রথম অধ্যায়ের বড় প্রশ্ন উওর | class 9 history first chapter notes |  wb class 10 history question answer | wb class 9 history suggestion 2023 | History question answer

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top