2025 মাধ্যমিক বাংলা : বহুরুপী গল্পের 3 ও 5 মার্কের সাজেশন

0


2025 মাধ্যমিক বাংলা : বহুরুপী গল্পের সাজেশন || Class 10 Bangla Bohurupi Golper Suggestion 

আজকের ব্লগ এই পোস্টে WBBSE Class 10- 2024-25 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 2025-Madhyamik Bengali Suggestion হিসাবে সুবোধ ঘোষের বহুরুপী গল্প থেকে কিছু অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন তোমাদের সঙ্গে শেয়ার করবো। 


বহুরুপী গল্পের 3 মার্কের প্রশ্নের সাজেশন 2025

1- খুব উঁচুদরের সন্ন্যাসী-সন্ন্যাসীর পরিচয় দাও।

2- “সে ভয়ানক দুর্লভ জিনিস" - এখানে 'সে' বলতে কী বোঝানো হয়েছে। তাকে ‘দুর্লভ' বলা হয়েছে কেন? 

3- শুধু জল ফোটে, ভাত ফোটে না'- কার সম্পর্কে একথা বলা হয়েছে। ভাত ফোটে না কেন?

4- “অনাদি বলে – এটা কী কাণ্ড করলেন হরিদা।'- কোন কাণ্ডের কথা বলা হয়েছে? কান্ডটি বিস্ময়কর কেন?

5- হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন। তিনি কীভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন?

6- “বড়ো চমৎকার আজকে এই সন্ধ্যার চেহাৱা" - "বহুরূপী' গল্পে উল্লিখিত সন্ধ্যার নৈসর্গিক বর্ণনা দাও।

7- আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি – বক্তা কে? কাকে দেখে, কেন এই অনুভূতি হয়েছিল?

8- আপনি কি ভগবানের চেয়ে বড়ো? – কাকে একথা বলা হয়েছে। তাঁকে একথা বলা হয়েছে কেন? 


বহুরুপী গল্পের 5 মার্কের প্রশ্নের সাজেশন 2025

1- 'বহুরূপী' কাদের বলে। 'বহুরূপী' গল্পে বর্ণিত বহুরূপী চরিত্রটি পাঠ্যাংশ অনুসরণে আলোচনা করো। 

2- হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে। - হরিদার পরিচয় দাও। তার জীবনের নাটকীয় বৈচিত্র্যের সংক্ষিপ্ত বর্ণনা দাও।

3- 'বহুরূপী' গল্পের নামকরণের সার্থকতা বিচার করো।

4- "আজ তোমাদের একটা জবর খেলা দেখাব।" - "জবর খেলাটির বর্ণনা দাও।

5- জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল, তা বর্ণনা করো।

6-  হরিদার জীবন দুঃখের হওয়া সত্ত্বেও তিনি কীভাবে মানুষকে আনন্দ দান করেতেন তা সংক্ষেপে লেখো। 

7- গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। গল্পটি কী ছিল? হরিদার গম্ভীর হয়ে যাওয়ার কারণ কী?

8- বহুরূপীর জীবনে এর বেশি কী আশা করতে পারে?" - কার সম্পর্কে এই উক্তি। উদ্ভিটির আলোকে বস্তার জীবন-চরিত্র বিশ্লেষণ

9- হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না।"-উদ্ভিটির প্রেক্ষিতে বক্তার দারিদ্র্য পীড়িত জীবনচিত্র নিজের

ভাষায় তুলে ধরো। 

10- তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়'- বন্ধা কে? এই উদ্ভির মাধ্যমে বক্তা কোন্ সত্যের প্রতি ইব্বিত করেছেন।

*** বহুরুপী গল্পের সেই MCQ & SAQ Question Answer দেখতে হলে নিচের লিঙ্কে ক্লিক করো👇

বহুরুপী গল্পের MCQ & SAQ Question Answer

Tags : 

ক্লাস 10 বহুরুপী গল্পের প্রশ্ন উওর বাংলা সাজেশন ২০২৫ | মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৫ | দশম শ্রেণীর মাধ্যমিক বাংলা সাজেশন | wb class 10 Bengali suggestion 2025| madhyamik Bengali suggestion 2025 | class 10 bangla bohurupi golper suggestion | madhyamik bangla bohurupi golpo 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top