সম্মিলিত জাতিপুঞ্জ অধ্যায়ের SAQ প্রশ্ন উওর || দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তর 2023

0

 

সম্মিলিত জাতিপুঞ্জ অধ্যায়ের SAQ প্রশ্ন উওর || দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তর 2023
সম্মিলিত জাতিপুঞ্জ অধ্যায়ের SAQ প্রশ্ন উওর

আজকের ব্লগ পোস্টের মাধ্যমে আমরা উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় অথবা দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ অধ্যায়ের প্রথম ভাগ সম্মিলিত জাতিপুঞ্জের উৎপত্তি, উদ্দেশ্য এবং নীতিসমূহ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি  SAQ প্রশ্ন-উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করবো। পরবর্তীকালে দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায়ঃ সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসঙ্ঘের অধ্যায়ের দ্বিতীয় ভাগ অর্থাৎ জাতিপুঞ্জের প্রধান সংস্থা সমূহের বাকি SAQ  প্রশ্নোত্তর তোমাদের সঙ্গে শেয়ার করবো।

সম্মিলিত জাতিপুঞ্জ অধ্যায়ের SAQ প্রশ্ন উওর || দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তর 2023

1-দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে? 

উওর- 1945 সালের 24 অক্টোবর 51 টি রাষ্ট্র নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ উপরে উঠে।

2- জাতিপুঞ্জের প্রস্তাবনার একটি লক্ষ্য কী?

উওর- যুদ্ধের করাল গ্রাস থেকে ভাবী প্রজন্মকে রক্ষা করা।

3- সম্মিলিত জাতিপুঞ্জের প্রস্তাবনা কী সনদের মূল অংশ?

উওর- সম্মিলিত জাতিপুঞ্জের প্রস্তাবনা সনদের মূল অংশ নয়।

4- সাধারণ সভার বার্ষিক অধিবেশন কবে বসে?

উওর- সাধারণ সভার অধিবেশন প্রতিবছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার বসে।

5- সাধারণ সভার কতজন সভাপতি এবং কতজন সহ-সভাপতি?

উওর- সাধারণ সভার একজন সভাপতি এবং 21 জন সহ-সভাপতি।

6- সাধারণ সভায় সিদ্ধান্ত গ্রহণে ভোটদান পদ্ধতিটি কিরুপ? 

উওর- সনদের 2 নং ধারা অনুযায়ী যাবতীয় গুরুত্বপূর্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য সাধারণ সভায় উপস্থিত এবং ভোটদানকারী  সদস্যদের দুই-তৃতীয়াংশের সম্মতির প্রয়োজন।

7-  সাধারণ সভার একটি নির্বাচন মূলক কাজ লেখ।

উওর- সাধারণ সভার একটি নির্বাচন মূলক কাজ হলো,নিরাপত্তা পরিষদের 10 জন অস্থায়ী সদস্যদের নির্বাচন করা।

8- জাতিপুঞ্জের সনদ কিভাবে সংশোধন করা হয়?

উওর- নিরাপত্তা পরিষদের সম্মতিক্রমে সাধারণ সভায় উপস্থিত এবং ভোট দানকারী সদস্যদের দুই-তৃতীয়াংশের ভোটে জাতিপুঞ্জের সনদ সংশোধন এবং কার্যকরী করা হয়।

9- নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা লেখ।

উওর- ভেটো ব্যবস্থার প্রচলনের ফলে শান্তি ভঙ্গ কারীদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণে ব্যর্থতা হলো নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা।

10- সনদ কাকে বলে?

উওর- সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধান বা সংবিধিকে সনদ বলা হয়।

11- সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের একটি কাজ লেখ।

উওর- মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতা সংরক্ষন করা হলো সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি কাজ।

12- অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের একটি কমিশনের নাম লেখ।

উওর- কার্যনির্বাহী কমিশন হল অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের একটি কমিশন।

13- আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিরা কিভাবে নির্বাচিত হন?

উওর- নিরাপত্তা পরিষদ এবং সাধারণ সভায় পৃথক ভাবে অনুষ্ঠিত ভোটে যে ব্যক্তি সবচেয়ে বেশি ভোট পান,সেই আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। 

14- আন্তর্জাতিক বিচারালয়ের আধা আবশ্যিক এলাকা ভুক্ত একটি ক্ষমতা লেখ।

উওর- সন্ধি বা চুক্তিপত্রের ব্যাখ্যা দান হল আন্তর্জাতিক বিচারালয়ের আন্তর্জাতিক এলাকাভুক্তি একটি ক্ষমতা।

15- সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন?

উত্তরঃ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্র সহ 11 টি সদস্য রাষ্ট্র মহাসচিব নির্বাচনে সম্মতি জানানোর পর সাধারণ সভায় উপস্থিত এবং ভোটদানকারী সদস্যদের দ্বারা সমর্থিত হলে কোনো ব্যক্তি সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব হিসেবে নির্বাচিত হন।

16- সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব এর যেকোনো একটি গুরুত্বপূর্ণ কাজ লেখো।

উওর- প্রশাসন এবং বিভিন্ন শাখা সংগঠনের কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধন করা। 

17- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা বলতে কি বোঝো?

উওর- পদ্ধতিগত বিষয় ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদেরও অসম্মতিসূচক ভোটদানের অধিকারকে ভেটো বলা হয়।

18- জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কী? 

উওর- যৌথ নিরাপত্তা নীতি বলতে বোঝায়, জাতিপুঞ্জের বৃহত্তর রাষ্ট্রগুলির জোটের নেতৃত্বে জাতিপুঞ্জের অধীনে নিরাপত্তার নিশ্চয়তা প্রদান।

19- শান্তির জন্য ঐক্যের প্রস্তাবের অর্থ কি?

উওর- শান্তির জন্য ঐক্য প্রস্তাব হলো 1950 সালে জাতিপুঞ্জের গ্রহন করা একটি প্রস্তাব। যেই প্রস্তাবে আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তিপূর্ণ প্রতিষ্ঠার ব্যাপারে সাধারণ সভাকে ক্ষমতা দেওয়া হয়েছে। 

20- সম্মিলিত জাতিপুঞ্জ থেকে কোনো রাষ্ট্রকে কিভাবে অপসারণ করা যায়?

উওর- জাতিপুঞ্জের সনদের 6 নং ধারা অনুযায়ী কোনো সদস্য রাষ্ট্র যদি জাতিপুঞ্জের নীতি গুলি ক্রমাগত লঙ্ঘন করতে থাকে, তাহলে নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ সভা ওই সদস্য রাষ্ট্রকে জাতিপুঞ্জ থেকে অপসারণ করতে পারে। 

21- সাধারণ সভা কিভাবে গঠিত হয়?

উত্তর- সম্মিলিত জাতিপুঞ্জের সকল সদস্য রাষ্ট্র নিয়ে সাধারণ সভা গঠিত হয়। বর্তমানে এর সদস্য রাষ্ট্রের সংখ্যা হল 193।

22- সাধারণ সভাকে বিশ্বের নাগরিক সভা বলা হয় কেন?

উওর- বিশ্ব মানবের আইনসভা হলো সাধারণ সভা। বিশ্বের প্রতিটি স্তরের মানুষ তাদের নানা সমস্যা সাধারণ সভায় তুলে ধরতে পারে এবং সেখানে তা প্রকাশ করতে পারে। সাধারণ সভায় সভায় নানা সমস্যা, ভাবনা কণ্ঠস্বর ধ্বনিত এবং প্রতিফলিত হয় বলেই সাধারণ সভাকে অধ্যাপক গেটেল বিশ্বের নাগরিক সভা বলে অভিহিত করেছেন।

23-  নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কোন কোন দেশ থেকে নির্বাচিত হয়? 

উওর- নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য এশিয়া এবং আফ্রিকা মহাদেশ থেকে পাঁচটি, পূর্ব ইউরোপ থেকে একটি,লাতিন আমেরিকা থেকে দুইটি এবং পশ্চিম ইউরোপ এবং অন্যান্য দেশ থেকে দুইটি রাষ্ট্র অর্থাৎ মোট 10 টি রাষ্ট্র নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়। যাদের কার্যকলাপের মেয়াদ দুই বছর। 

24- মিলিটারি স্টাফ কমিটির কাজ কী?

উওর- মিলিটারি স্টাফ কমিটির কাজ হলো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংরক্ষণের প্রয়োজনে, তার অধীনে থাকা সামরিক বাহিনীকে কাজে লাগানো এবং পরিচালনা করা। 

25- নিরাপত্তা পরিষদ কিভাবে গঠিত হয়?

উওর- নিরাপত্তা পরিষদ পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র এবং দশটি অস্থায়ী সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত হয়।।

26- নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের নির্বাচনে কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়?

উত্তর - আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি রক্ষার ক্ষেত্রে সংশ্লিষ্ট রাষ্ট্রের অবদান কতখানি তার ওপর 

আশাকরি, উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় অথবা দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ অধ্যায়ের প্রথম ভাগ সম্মিলিত জাতিপুঞ্জের উৎপত্তি, উদ্দেশ্য এবং নীতিসমূহ থেকে যে 26 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর শেয়ার করা হয়েছে, তা তোমাদের কাজে আসবে।।

Tags :

দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের SAQ প্রশ্ন উত্তর | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান SAQ প্রশ্ন উওর | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর | সম্মিলিত জাতিপুঞ্জ অধ্যায়ের প্রশ্ন উওর | wb class 12 political science question answer  | wb class xii political science question answer | hs political science  question answer & notes in Bengali | wbbse class 12 political science chapter 2 qestion answer in Bengali


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top