দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তর 2023 |
আজকের ব্লগ পোস্টের মাধ্যমে আমরা উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় অথবা দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ অধ্যায়ের প্রথম ভাগ সম্মিলিত জাতিপুঞ্জের উৎপত্তি, উদ্দেশ্য এবং নীতিসমূহ থেকে আরও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি SAQ প্রশ্ন-উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করবো। এর আগে আমরা দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায়ঃ সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসঙ্ঘের অধ্যায়ের দ্বিতীয় ভাগ অর্থাৎ জাতিপুঞ্জের প্রধান সংস্থা সমূহের বাকি SAQ প্রশ্নোত্তর তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। যারা সেই উওর গুলো দেখতে পারোনি তারা আমাদের ওয়েবসাইটে Search Option a Click kore দেখে নিতে পারো।
সম্মিলিত জাতিপুঞ্জ অধ্যায়ের SAQ প্রশ্ন উওর Part 2|| দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তর 2023 Part 2
আরও দেখো👇👇
Click Here👉 সম্মিলিত জাতিপুঞ্জ অধ্যায়ের প্রথম 26 টি SAQ Question Answer
27- অছি পরিষদ বলতে কি বোঝায়?
উওর- অছি পরিষদ হলো সম্মিলিত জাতিপুঞ্জের গুরুত্বপূর্ণ একটি সংস্থা। পৃথিবীর যেসব অঞ্চলের স্বায়ত্তশাসনের অধিকার নেই সেগুলিকে পরিচালনা এবং তদারকি করার জন্য জাতিপুঞ্জের সনদে একটি সংসার উল্লেখ আছে তাই হলো অছি পরিষদ।
28- বাফার স্টেট কাকে বলে?
উওর- বাফার স্টেট হলো আন্তর্জাতিক রাজনীতিতে শান্তি বজায় রাখার একটি কৌশল। আন্তর্জাতিক রাজনীতিতে দুই বৃহৎ শক্তিধর রাষ্ট্রের মধ্যবর্তী স্থানে নিরপেক্ষ রাষ্ট্র শান্তি এবং নিরাপত্তা এবং শক্তিসাম্য বজায় রাখতে সাহায্য করে।
29- আন্তর্জাতিক বিচারালয়ের এলাকাগুলি কয়টি ভাগে বিভক্ত এবং কি কি?
উওর- আন্তর্জাতিক বিচারালয় তিনটি ভাগে বিভক্ত। যথা স্বেচ্ছাধীন এলাকা,আধা আবশ্যিক এলাকা এবং পরামর্শদান মূলক এলাকা।
30- কত খ্রিস্টাব্দে জাতিসংঘের অপমৃত্যু ঘটে?
উওর- ১৯৩৯ খ্রিস্টাব্দে জাতিসংঘের অপমৃত্যু ঘটে।
31- দ্বৈত্য ভেটো বলতে কী বোঝো?
উওর- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের একই বিষয়ে দুইবার ভেটো প্রয়োগ করার ক্ষমতাকে দ্বৈত্য ভেটো বলে।
32- জাতিপুঞ্জের সনদ কিভাবে সংশোধন হয়?
উওর- সনদের 118 নং ধারা অনুযায়ী সংশোধনীর প্রস্তাবকে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্র সহ সাধারণ সভায় উপস্থিত দুই-তৃতীয়াংশ সদস্য রাষ্ট্র দ্বারা অনুমোদিত হলে সনদ সংশোধিত হয়।
33- আটলান্টিক সনদে কয়টি ধারা ছিল?
উওর- আটলান্টিক সনদের 8 টি ধারা ছিল।
34- ILO এর পুরো না কী?
উওর - International Labor Union (ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন)
35- UNESCO এর পুরো না কী?
উওর- United Nations Educational Scientific And Cultural Organization.
36- WHO এর পুরো না কী?
উওর- World Health Organization
37- IBRD এর পুরো না কী?
উওর- International Bank For Reconstruction And Development ( বিশ্ব ব্যাঙ্ক )
38- বিশ্ব ব্যাংক কবে কাজ শুরু করে?
উত্তর- 1945 সালের 27 ডিসেম্বর।
39- UPU এর পুরো না কী?
উওর- Universal Postral Union.
40- IAEA এর পুরো না কী?
উওর- International Atomic Energy Association
41- ICAO এর পুরো না কী?
উওর- International Civil Aviation Organization
42- আন্তর্জাতিক বিচারালয়ের সংবিধানের নাম কি?
উওর- সংবিধি
43- আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত?
উওর- আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকালের মেয়াদ হল 9 বছর।
44- আন্তর্জাতিক বিচারালয় কতজন বিচারক নিয়ে গঠিত?
উওর- আন্তর্জাতিক বিচারালয় 15 জন বিচারপতি নিয়ে গঠিত।
45- কত জন বিচারক উপস্থিত থাকলে আন্তর্জাতিক বিচারালয়ে কোরাম হয়?
উওর - কমপক্ষে 9 জন বিচারপতি উপস্থিত থাকলে আন্তর্জাতিক বিচারালয়ে কোরাম হয়।
47- প্রতি তিন বছর অন্তর কতজন বিচারক অবসর নেন?
উওর- প্রতি 3 বছর অন্তর 5 জন বিচারক অবসর নেন।
48- UNESCO এর কেন্দ্রীয় কার্যালয় কোথায় অবস্থিত?
উওর : প্যারিসে।
49- বিশ্ব ব্যাংকের অন্যতম উদ্দেশ্য কি?
উওর- বিশ্বব্যাংকের অন্যতম উদ্দেশ্য হলো ঋণ দানের মাধ্যমে বৈদেশিক বিনিয়োগের উন্নত সাধন।
50- কোন দিনটি সম্মিলিত জাতিপুঞ্জ দিবস হিসাবে পালন করা হয়?
উওর- 24 শে অক্টোবর দিনটি সম্মিলিত জাতিপুঞ্জ দিবস হিসেবে পালন করা হয়।
51- সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কয়টি ধারা রয়েছে?
উওর- সম্মিলিত জাতিপুঞ্জের সনদে 111 টি ধারা রয়েছে।
52- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত?
উওর : নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রের সংখ্যা হলো 5।
আশাকরি, উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় অথবা দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ অধ্যায়ের প্রথম ভাগ সম্মিলিত জাতিপুঞ্জের উৎপত্তি, উদ্দেশ্য এবং নীতিসমূহ থেকে যে 26 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর শেয়ার করা হয়েছে, তা তোমাদের কাজে আসবে।।
Tags :
দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের SAQ প্রশ্ন উত্তর | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান SAQ প্রশ্ন উওর | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর | সম্মিলিত জাতিপুঞ্জ অধ্যায়ের প্রশ্ন উওর | wb class 12 political science question answer | wb class xii political science question answer | hs political science question answer & notes in Bengali | wbbse class 12 political science chapter 2 qestion answer in Bengali