দ্বাদশ শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর |
আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায় বা উচ্চ মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় উনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার ( West Bengal Board Class 12 History Question Answer & Suggestion 2023 ) একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বা বিষয় 'নতুন বিশ্বে বা আমেরিকায় স্পেনের ঔপনিবেশিক অগ্রগতির পরিচয় দাও অথবা, আমেরিকা স্পেনের ঔপনিবেশিকতা সম্পর্কে আলোচনা করো' প্রশ্নটির উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো।
নতুন বিশ্বে বা আমেরিকায় স্পেনের ঔপনিবেশিক অগ্রগতির পরিচয় দাও || আমেরিকা স্পেনের ঔপনিবেশিকতা সম্পর্কে আলোচনা করো
ভূমিকাঃ- কলম্বাস এবং আমেরিগো ভেসপুচির নতুন বিশ্ব অর্থাৎ আমেরিকা আবিষ্কারের পরেই ইউরোপের বিভিন্ন শক্তিশালী দেশ গুলি যেমন ফ্রান্স,, ব্রিটেন স্পেন প্রভৃতি আমেরিকার বিভিন্ন স্থানে নিজেদের উপনিবেশ গড়ে তোলে।
নতুন বিশ্বে অথবা আমেরিকায় স্পেনের উপনিবেশ তৈরিঃ-
প্রথমদিকে নতুন বিশ্ব বা আমেরিকা আবিষ্কার হওয়ার পর ইউরোপের বিভিন্ন শক্তিশালী দেশ গুলির মধ্যে স্পেনের উপনিবেশ প্রতিষ্ঠা সবচেয়ে বেশি ছিল। স্পেন মূলত বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আমেরিকার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ মেক্সিকো মধ্য ও দক্ষিণ আমেরিকার বিস্তৃত অঞ্চলে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেছিল মূলত যে সমস্ত প্রধান উদ্দেশ্য গুলি নিয়ে স্পেন আমেরিকায় উপনিবেশ গড়ে তুলেছিল তা হল-
আমেরিকার মূল্যবান সম্পদ লুন্ঠনঃ-
আমেরিকায় নিজের উপনিবেশ গড়ে তোলার ক্ষেত্রে স্পেনের প্রথম লক্ষ্য ছিল,আমেরিকার বিপুল পরিমাণ প্রাকৃতিক এবং খনির সম্পদের মধ্যে সোনা রুপা এবং অন্যান্য মূল্যবান ধাতু সংগ্রহ করা। ইউরোপীয়রা দক্ষিণ আমেরিকায় সোনা ও রুপার বিশাল ভাণ্ডারের সন্ধান পায়। দক্ষিণ আমেরিকার মূল্যবান ধাতুর ভাণ্ডার নিজেদের করায়ত্ত করা, আমেরিকায় স্পেনের উপনিবেশ স্থাপনের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়। স্পেনীয়দের সামাজিক মর্যাদার উন্নতিবিধান, নিজেদের ধর্মীয় ভাবনার প্রসার ঘটানো প্রভৃতি কারণেও স্পেন নতুন বিশ্বে উপনিবেশ স্থাপনে অত্যন্ত আগ্রহী ছিল। এসব উদ্দেশ্যে স্পেন থেকে প্রচুর মানুষ নতুন বিশ্বে তাদের উপনিবেশগুলিতে এসে বসবাস শুরু করে। সর্বপ্রথম হিসপানিওলা দ্বীপে এবং পরে কিউবা ও পুয়ের্টোরিকো-তে সোনা পাওয়া যায়।
ক্রীতদাস আমদানিঃ-
প্রথমদিকে স্পেনীয়রা দক্ষিণ আমেরিকার পাহাড় থেকে সোনা নিষ্কাশনের উদ্দেশ্যে প্রচুর সংখ্যক স্থানীয় রেড ইন্ডিয়ান আদিবাসী শ্রমিককে নিয়োগ করে। কলম্বাসের আগমনের পূর্বে হিসপানিওলায় প্রায় ১০ লক্ষ স্থানীয় আদিবাসী ছিল। কিন্তু রোগ-ব্যাধি, খাদ্যাভাব ও স্পেনীয়দের নিষ্ঠুর শোষণের ফলে তাদের সংখ্যা খুবই হ্রাস পায়। ফলে আফ্রিকা থেকে প্রচুর সংখ্যক দাস শ্রমিক আমদানি করে এখানকার শ্রমিকের চাহিদা মেটানো হয়।
আমেরিকায় নিজেদের প্রশাসন গড়ে তোলাঃ-
স্পেনীয়রা নতুন বিশ্বে তাদের উপনিবেশগুলিকে দূর থেকে শাসন করার চেষ্টা করেছিল। এই বিশাল উপনিবেশ স্পেনীয় রাজবংশের সঙ্গে রাজপ্রতিনিধি দ্বারা যুক্ত ছিল। তাই স্পেনের উপনিবেশকে পুরনো স্পেনের নির্ভরশীল রাজ্য না বলে 'ভগিনী রাজ্য’ (Sister Kingdoms) বলা হয়। স্পেনীয় উপনিবেশ শাসনের জন্য যেসব প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিল Casa de Contractacion (1503) এবং Council of Indies। প্রথমটি সবরকমের বাণিজ্য দেখাশোনা, লাইসেন্স প্রদান, জাহাজগুলির তত্ত্বাবধান প্রভৃতি করত এবং দ্বিতীয়টি ছিল উপনিবেশ বিষয়ে বিশেষ পরামর্শদাতা ও প্রশাসকমণ্ডলী। স্পেনীয় সরকার কোনো প্রতিষ্ঠান যাতে খুব বেশি ক্ষমতাশালী না হয়ে ওঠে সেজন্য checks and balance পদ্ধতি প্রয়োগ করেছিল। গভর্নরের কার্যকাল ছিল পাঁচ বছর থেকে দশ বছর।
স্পেনীয়দের বসতিঃ-
সোনা ও রুপার খনি অঞ্চলকে ভিত্তি করে আমেরিকায় স্পেনীয়দের বসতি গড়ে ওঠে। এর মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য অঞ্চল ছিল পোটেসি (Potesi)। ষোড়শ শতকের মধ্যভাগে এখানকার জনসংখ্যা ছিল ১ লক্ষেরও বেশি। এ ছাড়া নতুন বিশ্বের অন্যান্য অঞ্চলেও স্পেনীয়রা বসতি গড়ে তুলেছিল।
ঔপনিবেশিক অর্থনীতিঃ-
মূল্যবান ধাতু নিষ্কাশনের কাজকে কেন্দ্র করেই আমেরিকা মহাদেশে স্পেনের ঔপনিবেশিক অর্থনীতি গড়ে উঠেছিল। স্পেনীয়রা আফ্রিকা থেকে প্রচুর সংখ্যক দাস-শ্রমিক এনে সোনা সংগ্রহ, কৃষি, পশুপালন, বাণিজ্য ও উৎপাদনমূলক কাজে নিয়োগ করাত। সোনা সংগ্রহ ছাড়া দাস-শ্রমিকদের অধিকাংশই এখানকার আখ উৎপাদনের কাজে নিযুক্ত হত। এখানকার সোনা এবং রূপা ছাড়াও তামা, তামাক, চিনি, নীল, চামড়া প্রভৃতি ইউরোপে রপ্তানি করা হত। স্পেনরাজের অনুমতি ছাড়া আমেরিকায় অন্যান্য দেশের বাণিজ্য করার অধিকার নিষিদ্ধ হয়।
'নতুন স্পেনঃ-
স্পেনীয়রা আমেরিকার বিস্তীর্ণ অংশে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে সেখানে 'নতুন স্পেন' গড়ে তোলে। ১৫৩৪ খ্রিস্টাব্দের মধ্যে ক্যালিফোর্নিয়া থেকে চিলি পর্যন্ত অঞ্চলে স্পেনের ঔপনিবেশিক একাধিপত্য প্রতিষ্ঠিত হয়। স্পেনের অনুকরণে স্পেনের আমেরিকাস্থিত সাম্রাজ্যে প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা হয়। আইনজ্ঞ ও যাজকদের প্রশাসনের সঙ্গে যুক্ত করা হয়। স্পেনীয় শাসক, সম্ভ্রান্ত গোষ্ঠী এবং স্থানীয় শ্রমিক-কৃষকদের নিয়ে এখানে মিশ্র সমাজব্যবস্থা গড়ে ওঠে। স্পেনের খ্রিস্টান ধর্মপ্রচারকগণও আমেরিকায় তাদের কার্যাবলির প্রসার ঘটান।
স্পেনের ব্যর্থতাঃ-
আমেরিকায় স্পেনের ঔপনিবেশিক সাম্রাজ্য বিভিন্ন ঘটনায় ভেঙে পড়তে থাকে। সিংহাসনের উত্তরাধিকার যুদ্ধতে (১৭০১-১৪ খ্রি.) স্পেন যথেষ্ট দুর্বল হয়ে পড়ে। ফরাসি সম্রাট নেপোলিয়ান ১৮০৮ খ্রিস্টাব্দে স্পেন দখল করে নিজ ভ্রাতা জোসেফকে স্পেনের সিংহাসনে বসিয়ে দিলে স্পেনের সঙ্গে আমেরিকা মহাদেশে অবস্থিত উপনিবেশগুলির সম্পর্ক ছিন্ন হয়। ফলে দক্ষিণ আমেরিকার চিলি, আর্জেন্টিনা, মেক্সিকো প্রভৃতি রাষ্ট্রগুলি স্পেনের অধীনতা থেকে মুক্তি পায়।
আশাকরি, দ্বাদশ শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায় বা উচ্চ মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় উনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার ( West Bengal Board Class 12 History Question Answer & Suggestion 2023 ) থেকে যে 'নতুন বিশ্বে বা আমেরিকায় স্পেনের ঔপনিবেশিক অগ্রগতির পরিচয় দাও অথবা, আমেরিকা স্পেনের ঔপনিবেশিকতা সম্পর্কে আলোচনা করো' ' সম্পর্কে যে নোট দেওয়া হয়েছে, তা তোমাদের কাজে আসবে।।
Tags :
দ্বাদশ শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর | উচ্চমাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় বড় প্রশ্ন উওর | দ্বাদশ শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায় উনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর | wb class 12 History question answer | wb class xii History question answer | hs History question answer & suggestion 2023