নবম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায় স্পেনের গৃহযুদ্ধের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো || WBBSE Class 9 History Question Answer & Notes in Bengali 2023

0

 

নবম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায় স্পেনের গৃহযুদ্ধের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো || WBBSE Class 9 History Question Answer & Notes in Bengali 2023

আজকের এই পোস্টের মাধ্যমে নবম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায় বিংশ শতকের ইউরোপ ( WBBSE Class 9 History Question Answer & Notes in Bengali ) অধ্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন 'স্পেনের গৃহযুদ্ধের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো' ( WBBSE Class 9 Question Answer & Suggestion 2023 ) এর উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমরা প্রতিদিন তোমাদের জন্য নোটস শেয়ার করে যাবো। তাই তোমরা আমাদের ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করতে থাকো।।

স্পেনের গৃহযুদ্ধের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো

উত্তরঃ- ১৯৩০ এর দশকে ইউরোপে একনায়কতন্ত্রী শক্তির উত্থান ইউরোপের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করেছিল। এরকম একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল স্পেনে জেনারেল ফ্রাঙ্কোর মতো একনায়কতন্ত্রী শক্তির উত্থান ও স্পেনের গৃহৎ।

গৃহযুদ্ধের কারণঃ- স্পেনের গৃহযুদ্ধের পেছনে মূলত একাধিক কারণে লুকিয়ে ছিল। যেমন - 

• স্পেনে রাজতন্ত্রকে উচ্ছেদ করে প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলেও এই সরকার জনগণের আস্থাভাজন ছিল না। 

• স্পেনের রাজনৈতিক দলগুলির মধ্যে মতাদর্শগত পার্থক্য রাজনৈতিক তশীলতা আনতে ব্যর্থ হয়েছিল। ১৯৩৬ খ্রিস্টাব্দে বামপন্থী দলগুলি ঐক্যবদ্ধ হয়ে ‘পপুলার ফ্রন্ট’ নামক মোর্চ গঠন করে নির্বাচনে জয় লাভ করে এবং অজানার প্রধানমন্ত্রিত্বে এক সরকার গঠন করে।

• কিন্তু স্পেনের বিত্তশালী মানুষরা স্পেনের নবগঠিত প্রজাতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ফ্যাসিবাদীদের সঙ্গে জোটবদ্ধ হয়ে রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি করে। এই পরিস্থিতিতে সেনাবাহিনী প্রধান জেনারেল ফ্রাঙ্কো স্পেনের প্রজাতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলে ফ্রান্সে শুরু হয় গৃহযুদ্ধ।

প্রসারঃ- স্পেনের গৃহযুদ্ধে জেনারেল ফ্রাঙ্কো রাজনৈতিক ও সামরিক কারণে ফ্যাসিবাদী ইটালি ও নাৎসিবাদী জার্মানির কাছ থেকে প্রত্যক্ষ সাহায্য লাভ করে। অন্যদিকে সোভিয়েত রাশিয়া প্রজাতান্ত্রিক সরকারকে সাহায্য করেছিল। তবে ইংল্যান্ড ও ফ্রান্স নিরপেক্ষতা নীতি অনুসরণ করেছিল।

ফ্রাঙ্কোর নেতৃত্বে সরকার প্রতিষ্ঠাঃ-

১৯৩৭ খ্রিস্টাব্দে লিগ অফ নেশনস্ স্পেন থেকে সমস্ত বিদেশি সৈন্য অপসারণের জন্য এক প্রস্তাব নেয়। কিন্তু জার্মানি ও ইটালি এ দুজনের কেউই লিগের সভ্য ছিল না, তাই তারা লিগের প্রস্তাব উপেক্ষ করে ফ্রাঙ্কোকে পুরোদমে সাহায্য করেছিল। অবশেষে ১৯৩৮ খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে ফ্রাঙ্কোর সেনাবাহিনী জয়লারে সমর্থ হয়। অবশেষে স্পেনের রাজধানী মাদ্রিদের পতন হলে প্রজাতান্ত্রিক সরকার ক্ষমতাচ্যুত হয় ও ফ্রাঙ্কোর নেতৃত্বে একটি একনায়কতন্ত্রী সরকার ক্ষমতাসীন হয়।

স্পেনের গৃহযুদ্ধে গুরুত্বপূর্ণ কিছু ফলাফল-

স্পেনে ফ্যাসিস্ট সরকার গঠনঃ- ফ্রাঙ্কোর অধিনায়কত্বে স্পেনে ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়। আন্তর্জাতিক ক্ষেত্রে টলার মুসোলিনি শক্তিজোটের প্রভাব-প্রতিপত্তি যথেষ্ট বৃদ্ধি পায়।

গণতান্ত্রিক দেশগুলির কূটনৈতিক পরাজয়ঃ- 

স্পেনের গৃহযুদ্ধের ফলে যেমন ব্রিটেন, ফ্রান্স, ও অন্যান্য গণতান্ত্রিক শগুলির রাজনৈতিক ও কূটনৈতিক পরাজয় ঘটেছিল।

জার্মানি ও ইটালির উপকারঃ-

জার্মানি ও ইটালি বিশেষত জার্মানি নানাভাবে উপকৃত হয়েছিল। এই গৃহযুদ্ধে অংশ য়ে হিটলার তাঁর বিমানবাহিনীর দক্ষতা ও বিভিন্ন মারণাস্ত্রের ক্ষমতা পরীক্ষা করার সুযোগ পেয়েছিলেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়াঃ-

ব্রিটেন ও ফ্রান্সের কূটনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে হিটলার বিস্তারনীতি অনুসরণ করতে চেষ্ট হন। এইসব বিবেচনা করে এই গৃহযুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি মহড়া (Stage reherasal of the Second World War) বলে আখ্যা দেওয়া অযৌক্তিক নয়।

আশাকরি আজকের এই ব্লগে নবম শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায় বিংশ শতকের ইউরোপের একটি বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন 'স্পেনের গৃহযুদ্ধের কারণ ও তার ফলাফল সম্পর্কে আলোচনা'র উত্তরটি তোমাদের ভালো লাগবে।।

Tags : 

নবম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উওর | ক্লাস 9 ইতিহাস বিশ শতকের ইউরোপ অধ্যায়ের প্রশ্ন উওর | ক্লাস 9 ইতিহাস পঞ্চম অধ্যায় বিশ শতকের ইউরোপের SAQ প্রশ্ন উওর | wbbse class 9 history question answer 2023 | wb class 10 history question answer | wb class 9 history suggestion 2023 | History question answer 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top