নবম শ্রেণির বাংলা নোঙ্গর কবিতা MCQ & SAQ প্রশ্ন উওর || WBBSE Class 9 Bengali MCQ Question Answer & Suggestion 2023

0

 

নবম শ্রেণির বাংলা নোঙ্গর কবিতা MCQ & SAQ প্রশ্ন উওর || WBBSE Class 9 Bengali MCQ Question Answer & Suggestion 2023
নোঙ্গর কবিতার ছোট প্রশ্ন উত্তর

আজকের এই ব্লগের মাধ্যমে আমরা নবম শ্রেণির বাংলা কবিতা ( WBBSE Class 9 Bengali Question Answer & Suggestion 2023 ) অজিত দত্তের লেখা নোঙ্গর কবিতা থেকে,অত্যন্ত গুরুত্বপূর্ণ 25 টি MCQ & 15 টি SAQ Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো।। পরবর্তীকালে ক্লাস 9 বাংলা নোঙ্গর কবিতা বড় প্রশ্ন উওর গুলো শেয়ার করবো।।

নবম শ্রেণির বাংলা নোঙ্গর কবিতার MCQ & SAQ প্রশ্ন উওর || WBBSE Class 9 Bengali MCQ Question Answer & Suggestion 2023 

1-‘নোঙর' কবিতাটির রচয়িতা হলেন- 

• সঞ্চয় ভট্টাচার্য 

• অজিত দত্ত 

• মানিক বন্দ্যোপাধ্যায় 

• অর্ঘকুসুম দত্ত গুপ্ত

• উওর : অজিত দত্ত 

 2-‘নোঙর' কবিতাটি যে-কাব্যগ্রন্থ থেকে গৃহীত, তা হল- 

• কুসুমের মান

• ছায়ার আলপনা

• নষ্টচাদ 

• শাদা মেঘ কালো পাহাড়

• উওর : শাদা মেঘ কালো পাহাড়-

3- ‘নোঙর' শব্দের অর্থ কী?

• বড়শি আকৃতির লৌহনির্মিত যন্ত্র 

• পাল

• দাঁড়

• কাছি

• উওর : বড়শি আকৃতির লৌহনির্মিত যন্ত্র 

4- কবি যা পার হচ্ছিলেন, তা হলো

• মহাকাশ 

• খাল 

• সিন্ধু 

• বিল 

• উওর : সিন্ধু

5- কবির যেখানে পাড়ি দিতে হবে,— 

• দূর দেশে

• বনাঞ্চলে 

• সিন্ধুপারে

• পদ্মাপারে 

• উওর : সিন্ধুপারে

6- কবির নোঙর যেখানে পড়ে গিয়েছে, তা হলো— 

• বালিয়াড়িতে 

• তটের কিনারে

• সমুদ্রের মাঝে

• সমুদ্রের গভীরে

• উওর : তটের কিনারে

7- কবির তাঁর দাঁড় টানাকে মনে করেছেন— 

• বাস্তব 

• কঠিন

• মিছে

• অহেতুক

• উওর : মিছে

8- কথক মিছে দাঁড় টানেন- 

• সারাদিন 

• সারারাত 

• দিনরাত

• সারাসকাল 

• উওর : সারারাত

9- ‘মিছে দাঁড় টার্নি’-র অন্তর্নিহিত অর্থ হল— 

• দাঁড় টানার ভান 

• নিষ্ফল প্রচেষ্টা

• স্রোতে দাঁড় টানা

• কোনোটিই নয়

• উওর : নিষ্ফল প্রচেষ্টা

10- ঢেউগুলি যেখানে মাথা ঠুকছে— 

• তটে 

• দাঁড়ে

• কাছিতে

• তরিতে 

• উওর : তরিতে

11- জোয়ারভাটায় যা বাঁধা আছে, তা হলো-

• বাণিজ্যতরি

• তরি 

• তট

• মান্ডুল

• উওর : বাণিজ্যতরি

12- ‘স্রোতের প্রবল প্রাণ করে আহরণ।'—এখানে যে-ভাবনাটি প্রকাশ পেয়েছে, তা হল-

• স্রোত কমে আসে

• ভাটার ফলে জল কমে যায় 

• জীবনীশক্তি কমে আসে 

• বিরুদ্ধ পরিস্থিতির চাপে জীবনীশক্তি হ্রাস পায়

• উওর : বিরুদ্ধ পরিস্থিতির চাপে জীবনীশক্তি হ্রাস পায়

13- জোয়ার-ভাঁটায় বাঁধা এ-তটের কাছে—এখানে 'জোয়ার-ভাঁটা' হল—

• জীবনের উত্থানপতনের প্রতীক

• জলের হ্রাসবৃদ্ধির প্রতীক

• সমুদ্রের ঢেউয়ের উচ্ছ্বাস 

• কোনোটিই নয় 

• উওর : জীবনের উত্থানপতনের প্রতীক

14- 'আমার বাণিজ্য-তরী বাঁধা পড়ে আছে।'- এখানে যে-ভাবনাটি প্রকাশ পেয়েছে, তা হল— 

• কবির বাণিজ্যতরি নোঙরে আটকে আছে 

• কবির কর্মক্ষমতা থমকে গেছে

• মানুষের জীবনের কোনো কিছুই সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণাধীন নয়

• কোনোটিই নয় 

• উওর : মানুষের জীবনের কোনো কিছুই সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণাধীন নয়।

15- আমার বাণিজ্য-তরী বাঁধা পড়ে আছে।'—কোথায় বাঁধা পরে আছে?- 

• তটের কাছে

• সমুদ্রের কাছে 

• নোঙরের কাছে 

• নদীর কাছে 

• উওর : তটের কাছে

16- 'নোঙরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল।'—'কাছি' বলতে বোঝানো হয়— 

• ধুতির কাছা 

• কচ্ছপ 

• কাছাকাছি থাকা 

• মোটা দড়ির গুচ্ছ 

• উওর : মোটা দড়ির গুচ্ছ 

17- নিস্তব্ধ মুহূর্তগুলি সাগরগর্জনে ওঠে কেঁপে. - এখানে 'সাগরগর্জন' আসলে জীবনের—

• বাহ্যিক ঘাত-প্রতিঘাতের প্রতীক

• স্বপ্নময়তার প্রতীক 

• শাস্তির প্রতীক

• সমুদ্রযাত্রার উথালপাতাল অবস্থার প্রতীক

• উওর : বাহ্যিক ঘাত-প্রতিঘাতের প্রতীক

18- দাঁড়ের নিক্ষেপ বলতে বোঝায়— 

• দাঁড় চালনা 

• দাঁড় রুদ্ধ করা

• দাঁড় ছুড়ে ফেল

• দাঁড়ে বসা

• উওর : দাঁড় চালনা 

19- যতই তারার দিকে চেয়ে করি'—এখানে 'তারা' শব্দটি ব্যবহারের অন্তর্নিহিত দ্যোতনাটি হল-

• উজ্জ্বলতাকে ব্যক্ত করা 

• অন্ধকারের মাঝে আলোকে বোঝানো

• সুদুরতার আহ্বানকে আহবানকে ব্যক্ত করা

• কোনোটিই নয়

• উওর : সুদুরতার আহ্বানকে আহবানকে ব্যক্ত করা

20- ততই বিরামহীন এই দাঁড় টানা।'—এই বিরামহীনতার কারণ কি?

• মাঝিদের ছুটি থাকে না

•  দাঁড় বন্ধ করার উপায় নেই 

•  পাল টাঙানো যায়নি

•  বন্ধনমুক্তির অনিঃশেষ আকুতি 

•  উওর : বন্ধনমুক্তির অনিঃশেষ আকুতি

21- তরী ভরা পণ্য' শব্দবন্ধটি প্রতীকায়িত করে— 

• ধনসম্পদকে 

• সওদাগরি নৌকাকে 

• জীবনের সঞ্চয়কে 

• বাণিজ্যিক মনোভাবকে 

• উওর : জীবনের সঞ্চয়কে 

22- দাঁড় টানার মূল কারণ হল—

• নৌকাকে স্থির রাখা 

• নৌকাকে ভাসিয়ে রাখা 

• নৌকার অগ্রগমন অব্যাহত রাখা

• নৌকার দিক পরিবর্তন করা

• উওর : নৌকার অগ্রগমন অব্যাহত 23- 'নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। এখানে নোঙর পড়ে গেছে কথকের -

• ঘুমের সময় 

• জ্ঞাতে 

• অজ্ঞাতে

• মধ্যরাতে

• উওর : অজ্ঞাতে

24-‘নোঙর' কবিতাটিতে নোঙর হল- 

• লোহার তৈরি যন্ত্র মাত্র

• নৌকার অবিচ্ছেদ্য অংশ

• কথকের প্রিয় বিষয় 

• মানবজীবনের অলঙ্ঘ্য বন্ধনের প্রতিভূ 

• উওর : মানবজীবনের অলঙ্ঘ্য বন্ধনের প্রতিভূ

25- সারারাত তবু দাঁড় টানি,'—এখানে 'সারারাত'-এর অর্থ- 

• দিনরাত 

• সন্ধে থেকে ভোর

• মধ্যরাত 

• সমগ্র জীবন 

• উওর : সমগ্র জীবন 

26- সারারাত তবু দাঁড় টানি।'—এখানে 'তবু’ অব্যয়ের সুচিস্তিত প্রয়োগ ঘটেছে—

• দাঁড় না-টানলে খাবার জুটবে না

• রাতে দাঁড় টানা বাধ্যতামূলক

• স্বপ্নপূরণের অনিঃশেষ প্রচেষ্টার ছবি ফুটিয়ে তুলতে 

• কোনোটিই নয়

• উওর : স্বপ্নপূরণের অনিঃশেষ প্রচেষ্টার ছবি ফুটিয়ে তুলতে।

নবম শ্রেণির বাংলা নোঙ্গর কবিতা MCQ & SAQ প্রশ্ন উওর || WBBSE Class 9 Bengali MCQ Question Answer & Suggestion 2023 

1- ‘নোঙর' কবিতাটি কার লেখা?

উত্তর : ‘নোঙর’ কবিতাটি কবি অজিত দত্তের লেখা।

2- ‘নোঙর’ কবিতাটি কোন্ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

উত্তর : ‘নোঙর’ কবিতাটি কবি অজিত দত্তের ‘শাদা মেঘ কালো পাহাড়’ নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

3- ‘নোঙর' শব্দের অর্থ কী?

উত্তর : বড়শি আকৃতির লোহার তৈরি যন্ত্র, যা নৌকাকে তটের কিনারে আটকে রাখে, তাকেই নোঙর বলে।

4- ‘নোঙর’ কবিতায় নোঙর কীসের রূপক?

উত্তর : ‘নোঙর’ কবিতায় নোঙর গণ্ডিবদ্ধ জীবনের আবদ্ধতার রূপক।

5- নোঙ্গর কবিতায় কথক কোথায় পাড়ি দিতে চেয়েছেন?

উওর : নোঙ্গর কবিতায় কথক সুদূর সিন্ধুপারে পাড়ি দিতে চেয়েছেন।

6- কবি সিন্ধুতীরে পাড়ি দিতে পারছেন না কেন?

উওর : কবির নোঙ্গর তটের কিনারে পড়ে যাওয়ায় কবি সিন্ধুতীরে পাড়ি দিতে পারছেন না।

7- কবি সিন্ধুতীরে সিন্ধুতীরে পাড়ি দিতে চান কেন?

উওর : কবি তার জীবনের সংকীর্ণতাকে ভাঙার জন্য বাণিজ্যতরী নিয়ে সিন্ধুতীরে পাড়ি দিতে চান।।

8- ‘সারারাত মিছে দাঁড় টানি।—সারারাত মিছে দাঁড় টেনেছেন কেন?

উত্তর : তটের কিনারে নৌকার নোঙর পড়ে গিয়েছে, তাই কবি সারারাত মিছে দাঁড় টেনেছেন।

9- কবিতার কথক কীভাবে দিকের নিশানা ঠিক করার চেষ্টা করেন?

উত্তর : কবিতার কথক আকাশের তারার পানে চেয়ে দিকের নিশানা ঠিক করার চেষ্টা করেন।

10- ‘নোঙর' কবিতায় কীসের বিরাম নেই?

উত্তর : নৌকাকে এগিয়ে নিয়ে যাওয়ার আশায় দাঁড় টানার বিরাম নেই।

11- ‘ততই বিরামহীন দাঁড় টানা'—দাঁড় টানা বিরামহীন কেন?

উত্তর : নৌকাকে নোঙরের কাছি থেকে মুক্ত করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশায় কথকের দাঁড় টানা বিরামহীন হয়।

12- কবি কীভাবে সপ্তসিন্ধুপারে পাড়ি দিতে চান?

উত্তর : কবি তরিভরা পণ্য নিয়ে সপ্তসিন্ধুপারে পাড়ি দিতে চান।

13- ‘নোঙর’কবিতায় ‘নোঙর’ ও ‘নৌকা’ কীসের প্রতীক? 

উত্তর : কবিতাটিতে নৌকা গতিশীল জীবন এবং নোঙর বন্ধন বা আবদ্ধতার প্রতীক।

14- নৌকায় দাঁড় ও পালের কার্যকারিতা কী?

উত্তর : পাল বাতাসের গতিকে কাজে লাগিয়ে আর দাঁড় জল কেটে নৌকাকে এগিয়ে নিয়ে চলে।

15- ‘নোঙর’ কবিতায় কবিতার কথকের কোন মূল মনোভাবটি ফুটে উঠেছে?

উত্তর : ‘নোঙর’ কবিতায় গণ্ডিবদ্ধ জীবনের আবদ্ধতার বিপরীতে মুক্তির আকাঙ্ক্ষার আকুতি প্রকাশিত হয়েছে।  

আশাকরি, নবম শ্রেণির বাংলা বাংলা কবিতা ( WBBSE Class 9 Bengali Question Answer & Suggestion 2023 ) নোঙ্গর কবিতার যে কয়েকটি গুরুত্বপূর্ণ MCQ & SAQ প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে, তা তোমাদের কাজে লাগবে।।

Tags : নোঙ্গর কবিতার MCQ & SAQ প্রশ্ন উত্তর | নোঙ্গর কবিতার ছোট প্রশ্ন উত্তর | নবম শ্রেণির বাংলা নোঙ্গর কবিতা MCQ প্রশ্ন উত্তর | ক্লাস 9 বাংলা নোঙ্গর কবিতা MCQ & SAQ প্রশ্ন উত্তর | wbbse class 9 Bengali question answer 2023 888

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top