চণ্ডীমঙ্গল কাব্যের বণিক খণ্ডের কাহিনিটি সংক্ষেপে লেখাে।
একাদশ শ্রেণির সাহিত্যের ইতিহাসের প্রশ্ন উওর |
উওরঃ- প্রতিটি মঙ্গল কাব্যের মূল বৈশিষ্ট্য হল প্রত্যেকটি মঙ্গল কাব্য রচিত হয় কোনো একজন দেব-দেবীর মাহাত্ম্য প্রচার করার উদ্দেশ্যে। যেমন- মনসামঙ্গল কাব্য রচিত হয়েছে দেবী মনসার মাহাত্মপ্রচারের উদ্দেশ্যে। ঠিক তেমনি চন্ডীমঙ্গল কাব্য রচিত হয়েছে দেবী চণ্ডীর মাহাত্ম্য প্রচারমূলক কাহিনী নিয়ে। চন্ডীমঙ্গল কাব্য রচিত হয়েছে দুটি খন্ড নিয়ে। এই দুটি খন্ডের মধ্যে মাধ্যমে দেবী চণ্ডীর মাহাত্ম্যপ্রচার এবং দেবী চণ্ডীর মর্তে প্রতিষ্ঠালাভে কাহিনী তুলে ধরা হয়েছে। চন্ডীমঙ্গল কাব্যের দুটি খন্ড রয়েছে। একটি হলো আখেটিক খন্ড এবং দ্বিতীয়টি হলো বণিক খন্ড। চণ্ডীমঙ্গল কাব্যের বণিক খণ্ডের কাহিনি অনুযায়ী উজানী নগরের নিঃসন্তান বণিক ধনপতি স্ত্রী লহনার সম্মতি আদায় করে খুল্লনাকে বিয়ে করেন। একদিন বনে ছাগলের খোঁজ করতে গিয়ে পঞ্চদেবকন্যার কাছে খুল্লনা চণ্ডীপূজা করতে শেখে। স্বামীর মঙ্গলকামনায় খুল্লনা চণ্ডীপূজা করলে শিবের উপাসক ধনপতি তা জানতে পেরে অত্যন্ত ক্ষুব্ধ হন। এবং এরপর তিনি দেবী চণ্ডীর পুজো বন্ধ করতে লাথি মেরে চণ্ডীর ঘট ভেঙে দেন। ধনপতির এই কাজে দেবী চণ্ডী অত্যন্ত ক্রুদ্ধ হন। এবং ধনপতির এই কাজের জন্য দেবী চণ্ডী এর প্রতিশােধ নেওয়ার জন্য সমুদ্রে প্রবল ঝড়ের সৃষ্টি করলে ধনপতির ছটি ডিঙা সমুদ্রে ডুবে যায়। এরপর কোনােরকমে একটি ডিঙা আশ্রয় করে ধনপতি কালীদহে পৌঁছেন। সেখানে দেবী চণ্ডী তাকে 'কমলে-কামিনী' মূর্তি দেখান। ধনপতি সিংহলে গিয়ে সেখানকার রাজাকে কমলে-কামিনী'র কথা বললে রাজা তা বিশ্বাস না করে তাকে কারাগারে বন্দি করেন। এদিকে খুল্লনার পুত্র শ্রীমন্ত বড়াে হয়ে পিতার সন্ধানে সিংহল যাত্রা করলে তিনিও পথে 'কমলে-কামিনী' মূর্তি দেখতে পান। সিংহলরাজাকে তিনিও কমলে কামিনী’র অস্তিত্বের প্রমাণ দিতে ব্যর্থ হলে শর্ত অনুযায়ী শিরশ্ছেদের জন্য তাঁকে বধ্যভূমিতে নিয়ে আসা হয়। কিন্তু চণ্ডীর কৃপায় অবশেষে সিংহলরাজ কমলে-কামিনী মূর্তি দেখতে পান। রাজা শ্ৰীমন্তকে অর্ধেক রাজত্ব দেন এবং কন্যা সুশীলার সঙ্গে তার বিয়ে দেন। কিছুকাল সিংহলবাসের পর পুত্র-পুত্রবধূসহ ধনপতি স্বদেশে ফিরে আসেন। এবং শুরু করেন চণ্ডীর পুজো। এবং এরকম ভাব্বই চন্ডীমঙ্গল কাব্যের দ্বিতীয় খণ্ড অর্থাৎ বণিক খন্ডটিও সমাপ্ত হয়।।
Tags : একাদশ শ্রেণির সাহিত্যের ইতিহাসের প্রশ্ন উওর | ক্লাস 11 সাহিত্যের ইতিহাসের প্রশ্ন উওর | একাদশ শ্রেণির সাহিত্যের ইতিহাসের saq | একাদশ শ্রেণির সাহিত্যের ইতিহাসের প্রাচীন যুগ, মধ্যে যুগের প্রশ্ন উত্তর