আজকের এই পোস্টের মাধ্যমে নবম শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ (WBBSE Class 9 History Question Answer & Notes in Bengali ) অধ্যায়ের 28 টি অত্যন্ত গুরুত্বপূর্ণ MCQ Question Answer (WBBSE Class 9 Question Answer & Suggestion 2023 ) তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমরা প্রতিদিন তোমাদের জন্য নোটস শেয়ার করে যাবো। তাই তোমরা আমাদের ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করতে থাকো।।
নবম শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায়ের MCQ প্রশ্ন উওর || ক্লাস 9 ইতিহাসের অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
1- শিল্পবিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন—
• অগাস্ত ব্ল্যাঙ্কি
• কার্ল মার্কস
• জন মিল
• জন স্টুয়ার্ট মিল
• উওর : অগাস্ত ব্ল্যাঙ্কি
2- উড়ন্ত মাকু’ আবিষ্কার করেন—
• জেমস্ হারগ্রিভস্থ
• জন.কে
• আর্করাইট
• কুম্পটন
• উওর : জন.কে
3- ‘সেফটি ল্যাম্প' আবিষ্কার করেন-
• জেমস ওয়াট
• জন, কে
• জেমস্ হারগ্রিভস্
• হামফ্রি ডেভি
• উওর : হামফ্রি ডেভি
4- জার্মানির শিল্পবিপ্লবের সময়কাল ছিল-
• ১৭৬০-১৮০০ খ্রিস্টাব্দ
• ১৮৪০-১৮৭৩ খ্রিস্টাব্দ
• ১৮৫০-১৮৭৩ খ্রিস্টাব্দ
• ১৮৫০- ১৯০০ খ্রিস্টাব্দ
• উওর : ১৮৫০-১৮৭৩ খ্রিস্টাব্দ
5- রাশিয়ার শিল্পবিপ্লবের সময়কাল ছিল—
• ১৮৫০-১৮৭৩ খ্রিস্টাব্দ
• ১৮৬০-১৮৭৩ খ্রিস্টাব্দ
• ১৮৬০-১৮৮০ খ্রিস্টাব্দ
• ১৮৬০-১৯০৫ খ্রিস্টাব্দ
• উওর : ১৮৬০-১৯০৫ খ্রিস্টাব্দ
6- ফ্রান্সে রেলপথ নির্মাণের ক্ষেত্রে প্রথম যে সম্রাট বিশেষ ভূমিকা গ্রহণ করেন তা হল -
• নেপোলিয়ন বোনাপার্ট
• লুই ফিলিপ
• তৃতীয় নেপোলিয়ন
• অ্যাডলফ থিয়ার্স
• উওর : তৃতীয় নেপোলিয়ন
7- ফ্রান্সে 'ক্রেডিট ফাঁসিয়ার' নামক মূলধন ‘সরবরাহকারী ব্যাঙ্ক’-টি গঠন করেছিলেন—
• ষোড়শ লুই
• নেপোলিয়ন
• দশম চার্লস
• তৃতীয় নেপোলিয়ন
• উওর : তৃতীয় নেপোলিয়ন
8- যে দেশের শিল্পায়ন ছিল ধারাবাহিক-
• ফ্রান্স
• ইংল্যান্ড
• জার্মানি
• রাশিয়া
• উওর : ইংল্যান্ড
9- শিল্প সমাজের উল্লেখযোগ্য দিক হল—
• অভিজাত শ্রেণি
• বুদ্ধিজীবী শ্রেণি
• কৃষক শ্রেণি
• শ্রমিক শ্রেণি
• উওর : শ্রমিক শ্রেণি
10- এঁদের মধ্যে যিনি কাল্পনিক সমাজতন্ত্রী ছিলেন—
• শার্ল ফুরিয়েরথ
• কার্ল মার্কস
• ফ্রেডরিক এঙ্গেলস
• লিয়ন ট্রটস্কি
• উওর : শার্ল ফুরিয়েরথ
11- 'দুনিয়ার শ্রমিক এক হও'–এরূপ আহ্বান জানান-
• ফ্রেডারিক এঙ্গেলস
• কার্ল মার্কস
• সাঁ-সিমোঁ
• অগাস্ত ব্ল্যাঙ্কি
• উওর : কার্ল মার্কস
12- কমিউনিস্ট ম্যানিফেস্টো' প্রকাশিত হয়েছিল—
• ১৮৪০ খ্রিস্টাব্দে
• ১৮৪৭ খ্রিস্টাব্দে
• ১৮৪৮ খ্রিস্টাব্দে
• ১৮৫০ খ্রিস্টাব্দে
• উওর : ১৮৪৮ খ্রিস্টাব্দে
13- প্যারি কমিউন প্রতিষ্ঠিত হয়েছিল- • ১৮৪৮ খ্রিস্টাব্দে
• ১৮৭১ খ্রিস্টাব্দে
• ১৮৭২ খ্রিস্টাব্দে
• ১৮৭০ খ্রিস্টাব্দে
• উওর : ১৮৭২ খ্রিস্টাব্দে
14-জার্মানির জোল ভারোইন গড়ে উঠেছিল—
• ১৮৩৬ খ্রিস্টাব্দে
• ১৮৩৪ খ্রিস্টাব্দে
• ১৮৪০ খ্রিস্টাব্দে
• ১৮৪২ খ্রিস্টাব্দে
• উওর : ১৮৩৪ খ্রিস্টাব্দে
15- কানাডা অ্যাক্ট প্রবর্তিত হয়েছিল—
• ১৭৯১ খ্রিস্টাব্দে
• ১৭৯৫ খ্রিস্টাব্দে
• ১৮০৮ খ্রিস্টাব্দে
• ১৮৩০ খ্রিস্টাব্দে
• উওর : ১৭৯১ খ্রিস্টাব্দে
16- 'কঙ্গো-ফ্রি-স্টেট' গঠনের ক্ষেত্রে প্রধান উদ্যোগী দেশটি হল-
• পোর্তুগাল
• হল্যান্ড
• স্পেন
• ইংল্যান্ড
• উওর : স্পেন
17- উনিশ শতকে ‘অন্ধকারাচ্ছন্ন মহাদেশ' নামে যে দেশটি পরিচিত ছিল-
• এশিয়া
• আফ্রিকা
• ইউরোপ
• আমেরিকা
• উওর : আফ্রিকা
18- কত খ্রিষ্টাব্দে রাশিয়ায় রেলপথ স্থাপিত হয়েছিল?
• ১৮৩২ খ্রিস্টাব্দে
• ১৮৩৪ খ্রিস্টাব্দে
• ১৮৩৮ খ্রিস্টাব্দে
• ১৮৩০ খ্রিস্টাব্দে
• উওর : ১৮৩৮ খ্রিস্টাব্দে
19-সুয়েজ খালের খনন কার্য শুরু হয়—
• ১৮৫০ খ্রিস্টাব্দে
• ১৮৫৬ খ্রিস্টাব্দে
• ১৮৫৯ খ্রিস্টাব্দে
• ১৮৬০ খ্রিস্টাব্দে
• উওর : ১৮৫৯ খ্রিস্টাব্দে
20- যে দেশটি ‘ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন' নামে পরিচিত, সেটি হলো—
• ভারত
• কানাডা
• চিন
• নাটাল
• উওর : ভারত
21- চিন সম্পর্কে ‘মুক্তদ্বার নীতি’ ঘোষণা করেছিল—
• জার্মানি
• মার্কিন যুক্তরাষ্ট্র
• ইংল্যান্ড
• ফ্রান্স
• উওর : মার্কিন যুক্তরাষ্ট্র
22- ‘ওয়েল্ট পলিটিক’ নীতি গ্রহণ করেছিল—
• অটোভন বিসমার্ক
• কাইজার দ্বিতীয় উইলিয়াম
• ক্লিমেশোঁ
• ফ্রেডারিক হিবার্ট
• উওর : কাইজার দ্বিতীয় উইলিয়াম
•
23- কত খ্রিষ্টাব্দে “ত্রিশক্তি চুক্তি’ গড়ে উঠেছিল—
• ১৮৮০ খ্রিস্টাব্দে
• ১৮৮১ খ্রিস্টাব্দে
• ১৮৮২ খ্রিস্টাব্দে
• ১৮৯০ খ্রিস্টাব্দে
• উওর : ১৮৮২ খ্রিস্টাব্দে
24- কত খ্রিষ্টাব্দে দ্বিতীয় বল্কান যুদ্ধ হয়েছিল?
• ১৯০৭ খ্রিস্টাব্দে
• ১৯১৩ খ্রিস্টাব্দে
• ১৯১৪ খ্রিস্টাব্দে
• ১৯১২ খ্রিস্টাব্দে
• উওর : ১৯১২ খ্রিস্টাব্দে
25- প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল—
• ফ্রান্স-জার্মানি সংঘাত
• ইংল্যান্ড- জার্মান
• অস্ট্রিয়া-ফ্রান্স সংঘাত
• সেরাজেভো হত্যাকাণ্ড
• উওর : সেরাজেভো হত্যাকাণ্ড
26- শ্লাভজাতিকে আততায়ীয় জাতি বলে অভিহিত করেছিল—
• ফ্রান্সের সরকার
• জার্মানির সরকার
• অস্ট্রিয়ার সরকার
• ইংল্যান্ডের সরকার
• উওর : অস্ট্রিয়ার সরকার
27- 'ব্যাক হাউন্ড' বা ইউনিয়ন অব ডেথ' ছিল—
• একটি রাজনৈতিক সংস্থা
• একটি অর্থনৈতিক সংস্থা
• একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান
• একটি সন্ত্রাসবাদী দল
• উওর : একটি সন্ত্রাসবাদী দল
28- প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল-
• ১৯১৪ খ্রিস্টাব্দে
• ১৯১৬ খ্রিস্টাব্দে
• ১৯১৭ খ্রিস্টাব্দে
• ১৯১৫ খ্রিস্টাব্দে
• উওর : ১৯১৪ খ্রিস্টাব্দে
Tags :