নবম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায়ের MCQ প্রশ্ন উওর || ক্লাস 9 ইতিহাস পঞ্চম অধ্যায়ের অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

0

 

নবম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায়ের MCQ প্রশ্ন উওর || ক্লাস 9 ইতিহাস পঞ্চম অধ্যায়ের অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
নবম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায়ের MCQ প্রশ্ন উওর

আজকের এই পোস্টের মাধ্যমে নবম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায়ে বিশ শতকের ইউরোপ ( WBBSE Class 9 History MCQ Question Answer & Notes in Bengali ) অধ্যায়ের 32 টি অত্যন্ত গুরুত্বপূর্ণ MCQ Question Answer ( WBBSE Class 9 Question Answer & Suggestion 2023 ) তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমরা প্রতিদিন তোমাদের জন্য নোটস শেয়ার করে যাবো। তাই তোমরা আমাদের ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করতে থাকো।।

নবম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায়ের MCQ প্রশ্ন উওর || ক্লাস 9 ইতিহাস পঞ্চম অধ্যায়ের অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

1- রক্তাক্ত রবিবার সংঘটিত হয়—
• ১৯০৩ খ্রিস্টাব্দে
• ১৯০৪ খ্রিস্টাব্দে
• ১৯০৫ খ্রিস্টাব্দে
• ১৯০৬ খ্রিস্টাব্দে
• উওর : ১৯০৫ খ্রিস্টাব্দে
2- রুশ-জাপান যুদ্ধ শুরু হয়েছিল-   ১৯০৩ খ্রিস্টাব্দে
• ১৯০৪ খ্রিস্টাব্দে
• ১৯০৫ খ্রিস্টাব্দে
• ১৯০৬ খ্রিস্টাব্দে
• উওর : ১৯০৪ খ্রিস্টাব্দে
3- কত খ্রিষ্টাব্দের রাশিয়া ত্রিশক্তি আঁতাত-এর অন্তর্ভুক্তি হয়েছিল?—
• ১৯০৪ খ্রিস্টাব্দে
• ১৯০৫ খ্রিস্টাব্দে
• ১৯০৭
• ১৯০৬ খ্রিস্টাব্দে
• উওর : ১৯০৭ খ্রিস্টাব্দে
4- ১৯১৭ খ্রিষ্টাব্দে বলশেভিক বিপ্লব হয়েছিল—
• ফ্রান্সে
• রাশিয়ায়
• জার্মানিতে
• ইংল্যান্ডে
• উওর : রাশিয়ায়
5- রুশ সমাজে সর্বোচ্চে ছিল-
• অভিজাত শ্রেণি
• পুঁজিপতি শ্রেণি
• শ্রমিক শ্রেণি
• কৃষক শ্রেণি
• উওর : অভিজাত শ্রেণি
6- 'মির' ছিল-
• সরকারি প্রশাসনের সর্বোচ্চ দপ্তর
• ধর্মীয় প্রতিষ্ঠান
• গ্রাম্য সমিতি
• জেলা দপ্তর
• উওর : গ্রাম্য সমিতি
7- রাশিয়ার সোশ্যাল ডেমোক্রেটিক দল বলশেভিক ও মেনশেভিক নামক দুটি গোষ্ঠীতে বিভক্ত হয়-
• ১৯০৩ খ্রিস্টাব্দে
• ১৯০৫ খ্রিস্টাব্দে
• ১৯০৭
• ১৯০৬ খ্রিস্টাব্দে
• উওর : ১৯০৩ খ্রিস্টাব্দে
8- “প্রাভদা” পত্রিকা প্রকাশিত হয়েছিল-
• ১৯১২ খ্রিস্টাব্দে
• ১৯১৩ খ্রিস্টাব্দে
• ১৯১৪ খ্রিস্টাব্দে
• ১৯১৫ খ্রিস্টাব্দে
• উওর : ১৯১২ খ্রিস্টাব্দে
9- রাশিয়ায় জারতন্ত্রের অবসান ঘটেছিল—
• ১৯০৫ খ্রিস্টাব্দের বিপ্লবে
• ১৯১৭ খ্রিস্টাব্দের মার্চ বিপ্লবে
• ১৯১৭ খ্রিস্টাব্দের নভেম্বর বিপ্লবে
• কোনোটিই নয়
• উওর : ১৯১৭ খ্রিস্টাব্দের মার্চ বিপ্লবে
10- ১৯১৭ খ্রিস্টাব্দে রাশিয়ায় বিপ্লব হয়েছিল-
• একটি
• দুটি
• তিনটি
• চারটি
• উওর : দুটি
11- নভেম্বর বিপ্লব (১৯১৭ খ্রি.)-এ রাশিয়ায় সশস্ত্র বিপ্লবে লেনিনের সহযোগী ছিলেন—
• ট্রটস্কি
• জিনোভিয়েভ
• স্ট্যালিন
• কোনোটিই নয়
• উওর : ট্রটস্কি
12- এপ্রিল থিসিস ঘোষণা করেছিলেম • ট্রটস্কি
• লেনিন
• স্ট্যালিন
• কেরেনস্কি
• উওর : লেনিন
13- বলশেভিক দলের নেতৃত্বে সমাজতান্ত্রিক বিপ্লব সম্পন্ন হয়—
• ১৯১৭ খ্রি. জুলাই মাসে
• ১৯১৭ খ্রি. অক্টোবরে
• ১৯১৭ খ্রিস্টাব্দের নভেম্বরে
• ১৯১৭ খ্রি. মার্চে
• উওর : ১৯১৭ খ্রিস্টাব্দের নভেম্বরে
14-  “নতুন অর্থনৈতিক নীতি” প্রবর্তিত হয়—
• ১৯২১ খ্রিস্টাব্দে
• ১৯২৪ খ্রিস্টাব্দে
• ১৯২৩ খ্রিস্টাব্দে
• ১৯২৫ খ্রিস্টাব্দে
• উওর : ১৯২১ খ্রিস্টাব্দে
15- “তৃতীয় আন্তর্জাতিক” বা কমিন্টার্ন মস্কোয় অনুষ্ঠিত হয়—
• ১৯১৭ খ্রিস্টাব্দে
• ১৯১৮ খ্রিস্টাব্দে
• ১৯১৯ খ্রিস্টাব্দে
• ১৯২০ খ্রিস্টাব্দে
• উওর : ১৯২০ খ্রিস্টাব্দে
16- প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় -
• ১৯১৪ খ্রিস্টাব্দে
• ১৯১৬ খ্রিস্টাব্দে
• ১৯১৭ খ্রিস্টাব্দে
• ১৯১৮ খ্রিস্টাব্দে
• উওর : ১৯১৪ খ্রিস্টাব্দে
17- আমেরিকা যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধকালে মিত্রপক্ষে যোগ দেয়-
• ১৯১৪ খ্রিস্টাব্দে
• ১৯১৬ খ্রিস্টাব্দে
• ১৯১৭ খ্রিস্টাব্দে
• ১৯১৮ খ্রিস্টাব্দে
• উওর : ১৯১৭ খ্রিস্টাব্দে
18- যে দেশ প্রথম বিশ্বযুদ্ধের জন্য ‘শ্লাইফেন পরিকল্পনা করেছিল, তা হল-
• অস্ট্রিয়া
• সার্বিয়া
• জার্মানি
• রাশিয়া
• উওর : জার্মানি
19- প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তি জোট-এ ইটালি যোগদান করেছিল—
• ১৯১৪ খ্রিস্টাব্দে
• ১৯১৫ খ্রিস্টাব্দে
• ১৯১৭ খ্রিস্টাব্দে
• ১৯১৮ খ্রিস্টাব্দে
• উওর : ১৯১৫ খ্রিস্টাব্দে
20- ১৯১৮ খ্রিস্টাব্দে
জার্মানি যুদ্ধ বিরতি স্বাক্ষর করেছিল -
• ১৭ মার্চ
• ২০ আগস্ট
• ১১ নভেম্বর
• ১৭ নভেম্বর
• উওর : ১১ নভেম্বর
21- চোদ্দো দফা নীতি ঘোষণা করেছিলেন—
• উড্রো উইলসন
• লয়েড লর্জ
• ক্লিমেশোঁ
• ভিত্তোরিও অর্লান্ডো
• উওর : উড্রো উইলসন
22- উড্রো উইলসন চোদ্দো দফা নীতি ঘোষণা করেছিলেন—
• ১৯১৭ খ্রিস্টাব্দে
• ১৯১৮ খ্রিস্টাব্দে
• ১৯১৯ খ্রিস্টাব্দে
• ১৯২০ খ্রিস্টাব্দে
• উওর : ১৯১৮ খ্রিস্টাব্দে
23- মিত্র শক্তির সঙ্গে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল-
• অস্ট্রিয়ার
• ইটালির
• তুরস্কের
• জার্মানির
• উওর : জার্মানির
24- ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল -
• ১৯১৮ খ্রিস্টাব্দের ২৮ জানুয়ারি
• ১৯১৮ খ্রিস্টাব্দের ২৮ মার্চ
• ১৯১৮ খ্রিস্টাব্দের ২৮ জুন
• ১৯১৮ খ্রিস্টাব্দের ২৮ আগস্ট
• উওর : ১৯১৮ খ্রিস্টাব্দের ২৮ জুন
25- জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল -
• ১৯২১ খ্রিস্টাব্দে
• ১৯২০ খ্রিস্টাব্দে
• ১৯২০ খ্রিস্টাব্দে
• ১৯৪৫ খ্রিস্টাব্দে
• উওর : ১৯২০ খ্রিস্টাব্দে
26- জাতিসংঘের প্রথম অধিবেশন বসেছিল -
• ১৯১৯ খ্রিস্টাব্দে
• ১৯৩৭ খ্রিস্টাব্দে
• ১৯২০ খ্রিস্টাব্দে
• ১৯৩১ খ্রিস্টাব্দে
• উওর : ১৯২০ খ্রিস্টাব্দে
27- ‘দুচে' উপাধিতে ভূষিত হন—
• মুসোলিনি
• হিটলার
• গিওলিট্রি
• নিট্টি
• উওর : মুসোলিনি
28- হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থটি প্রকাশিত হয়েছিল-
• ১৯২০ খ্রিস্টাব্দে
• ১৯২২ খ্রিস্টাব্দে
• ১৯২৩ খ্রিস্টাব্দে
• ১৯২৫ খ্রিস্টাব্দে
• উওর : ১৯২৫ খ্রিস্টাব্দে
29- যিনি জার্মানিতে ফুহেরার নামে পরিচিত ছিলেন, তিনি হলেন
• হিল্ডেনবার্গ
• গোয়েবলস
• হেনরিখ ব্রুনিং
• হিটলার
• উওর : হিটলার
30-  হিটলারকে ইতিহাসের “শ্রেষ্ঠ রাজনৈতিক বক্তা" বলে অভিহিত করেছেন-
• এ. জে. পি. টেলর
• ই. এইচ. কার
• ডেভিড টমসন
• অ্যালান বুলক
• উওর : অ্যালান বুলক
31- স্পেনের গৃহযুদ্ধ হয়েছিল—
• ১৯৩৫ খ্রিস্টাব্দে
• ১৯৩৬ খ্রিস্টাব্দে
• ১৯৩৭ খ্রিস্টাব্দে
• ১৯৩৮ খ্রিস্টাব্দে
• উওর : ১৯৩৬ খ্রিস্টাব্দে
32- ফ্রান্সে 'পপুলার ফ্রন্ট' গঠিত হয়েছিল -
• ১৯৩৫ খ্রিস্টাব্দে
• ১৯৩৬ খ্রিস্টাব্দে
• ১৯৩৭ খ্রিস্টাব্দে
• ১৯৩৮ খ্রিস্টাব্দে
• উওর : ১৯৩৬ খ্রিস্টাব্দে

আশাকরি, নবম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায়ের বিশ শতকের ইউরোপ (WBBSE Class 9 History Question Answer & Notes in Bengali ) থেকে যে 32 টি অত্যন্ত গুরুত্বপূর্ণ MCQ Question Answer  তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে, তা তোমাদের কাজে আসবে।।
Tags :
নবম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উওর | ক্লাস 9 ইতিহাস বিশ শতকের ইউরোপ অধ্যায়ের ছোট প্রশ্ন উওর | ক্লাস 9 ইতিহাস পঞ্চম অধ্যায়ের ছোটো প্রশ্ন উওর | wb class 9 history question answer | wb class 9 history suggestion 2023 | History question answer

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top