একাদশ শ্রেণির বাংলা সাহিত্যের ইতিহাসের SAQ প্রশ্ন উত্তর ||WB Class 11 Bengali Short Question Answer 2023

0

 

একাদশ শ্রেণির বাংলা সাহিত্যের ইতিহাসের SAQ প্রশ্ন উত্তর ||WB Class 11 Bengali Short Question Answer 2023

আজকের এই ব্লগের মাধ্যমে আমরা একাদশ শ্রেণির সাহিত্যের ইতিহাসের (WB Class 11 Bengali Question Answer 2023) বিশ্বের ভাষা ও ভাষাপরিবার থেকে থেকে যে সমস্ত প্রশ্ন উত্তর তোমাদের পরিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো।।

একাদশ শ্রেণির বাংলা সাহিত্যের ইতিহাসের SAQ প্রশ্ন উত্তর ||WB Class 11 Bengali Short Question Answer 2023

1 • ইরানীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন হল জরথুস্ত্রীয়দের ধর্মগ্রন্থ জেন্দাবেস্তা। যেটি আবেস্তীয় ভাষায় রচিত। 

2 • প্রাচীন ফরাসি ভাষার জন্ম হয়েছে- প্রাচীন পারসিক ভাষা থেকে পহ্লবী ভাষা এবং সেই পহ্লবী ভাষা থাকে ফরাসি ভাষার জন্ম হয়েছে।

3 • পুশতু ভাষা কোথায় প্রচলিত আছে? 

উওর : আফগানিস্থানে।

4 • সেমীয়- হামিও ভাষা পরিবারের

দুটি প্রধান ভাষা গুলি কী কী? 

উওর : হিব্রু ও আরবি।

5 • বাইবেলের ওল্ড টেস্টামেন্ট কোন ভাষায় রচিত? 

উওর : হিব্রু ভাষায়।

6 • বর্তমানে ইজরাইলের সরকারী ভাষা কোনটি? 

উওর:  আধুনিক হিব্রু ভাষা। 

7• মিশরীয় ভাষা কোন ভাষা বংশের অন্তর্গত? 

উওর : সেমীয় -হামীয় ভাষা বংশ। 

8• আফ্রিকার ভাষা গুলি কোন ভাষা বংশের অন্তর্গত? 

উওর :  বান্টু ভাষা বংশের অন্তর্গত। 

9• উড়াল বা ফিনোউগ্রীয় ভাষা বংশের প্রধান ভাষা গুলি কী কী? 

উওর : মজর, ফিনিস, অব, উগ্রিক ইত্যাদি।

10 • কোন দেশে মজর ভাষা প্রচলিত আছে? 

উওর : হাঙ্গেরিতে।

11 - মায়া সভ্যতা ও আজতেক সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? 

উওর : উওর আমেরিকায়।

12 - আজতেক সভ্যতার ভাষা কী ছিল? 

উওর : উটো। 

13 - ইনকা সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? 

উওর : দক্ষিণ আমেরিকায়।

14 - ইনকা সভ্যতার প্রধান ভাষা কী ছিল? 

উওর : কিচুয়া ভাষা। 

15 - দক্ষিণ আমেরিকার একটি ভাষা বংশের নাম লেখো। 

উওর : আরাওয়াক।

16- ভারতীয় আর্যভাষা উপশাখার প্রাচীনতম ভাষা কি?

উওর : ভারতীয় আর্যভাষা উপশাখার প্রাচীনতম ভাষা হলো বৈদিক।

17- ইন্দো-ইরানীয় শাখা যে দুটি শাখায় বিভক্ত হয়েছিল,সেই শাখা দুটির নাম কী?

উওর : ইন্দো-ইরানীয় শাখাটি যে দুটি শাখায় বিভক্ত হয়েছিল, সেটা হলো ইরানি আর্যভাষা উপশাখা এবং ভারতীয় আর্য উপশাখা।।

18- সেমীয়-হামীয় ভাষাবংশের দুটি উল্লেখযোগ্য ভাষা কী কী লেখো

উত্তর : সেমীয়-হামীয় ভাষাবংশের দুটি উল্লেখযোগ্য ভাষা হল আরবি এবং হিব্রু।

19- এসপেরাত্তো কী?

উত্তর : যে কৃত্রিম লেখ্য ও কথ্য ভাষা সমগ্র পৃথিবীতে ব্যবহারযোগ্য বলে

স্বীকৃত হয়েছে, সেই আন্তর্জাতিক কৃত্রিম ভাষাই হল এসপেরান্তো 

20- ওল্ড টেস্টামেন্ট কোন্ ভাষায় রচিত? 

উত্তর : ওল্ড টেস্টামেন্ট হিব্রু (প্রাচীন) ভাষায় রচিত। 

21- সেমীয়-হামীয় ভাষাবংশের হামীয় শাখার ভাষাটির নাম কী? 

উত্তর: সেমীয়-হামীয় ভাষাবংশের হামীয় শাখার ভাষাটির নাম মিসরীয়

(আধুনালুপ্ত)।

22- সর্বাধিক জনপ্রিয় ও সার্থক মিশ্রভাষার নাম কী? এর পরিকল্পনা কে করেন?

উত্তর : সর্বাধিক জনপ্রিয় ও সার্থক মিশ্রভাষার নাম হল এসপেরান্তো।

পোলান্ডের চক্ষুচিকিৎসক এল এল জামেনহফ এই ভাষার পরিকল্পনা করেন। 

23- ঋগ্‌বেদ কোন্ ভাষায় রচিত? উত্তর : ঋগ্‌বেদ লেখ্য বৈদিক বা ছান্দস ভাষায় রচিত।

24- সতম্ বর্গের দুটি শাখার নাম লেখো।

উত্তর : সতম্ বর্গের দুটি শাখার নাম হল ইন্দো-ইরানীয় ও আলবেনীয়।

25- কেন্তুম্ বর্গের দুটি শাখার নাম লেখো 

উত্তর : কেন্তুম্ বর্গের দুটি শাখার নাম হল গ্রিক এবং ইতালীয়


আশাকরি, একাদশ শ্রেণির সাহিত্যের ইতিহাসের বিশ্বের ভাষা ও ভাষাপরিবার থেকে ( WB Class 11 Bengali Question Answer 2023) যে সমস্ত প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করা হয়েছে, তা তোমাদের কাজে লাগবে।।

Tags : একাদশ শ্রেণির সাহিত্যের ইতিহাসের প্রশ্ন উওর  | ক্লাস 11 সাহিত্যের ইতিহাসের প্রশ্ন উওর | একাদশ শ্রেণির সাহিত্যের ইতিহাসের saq | একাদশ শ্রেণির সাহিত্যের ইতিহাসের বিশ্বের ভাষা ও ভাষাপরিবারের প্রশ্ন উওর

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top