দশম শ্রেণির ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর এবং সাজেশন ২০২৩ |
উওরঃ- অ্যালুমিনার তড়িৎ বিশ্লেষণের সময় অ্যালুমিনিয়াম ধাতুর সঙ্গে ক্রায়োলাইট ও ফ্লুওস্পার মেশানোর কারণ হলো বিশুদ্ধ অ্যালুমিনার উচ্চ গলনাংঙ্কের । বিশুদ্ধ অ্যালুমিনার গলনাঙ্ক প্রায় 2050 ডিগ্রি সেলসিয়াস। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের সময় এত উচ্চ পরিমাণে উষ্ণতা সৃষ্টির জন্য যে পরিমান বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয়, তা অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়ে সেই কারণে অ্যালুমিনিয়াম ধাতুর উৎপাদন খরচও অনেকটাই বেড়ে যায়। এছাড়াও এত উচ্চ পরিমাণ তাপমাত্রা সৃষ্টির জন্য অ্যালুমিনিয়ামের কিছুটা অংশ বাষ্প অবস্থায় পরিণত হয়ে বিক্রিয়া পাত্র থেকে নির্গত হয়। এর ফলে অনেকটাই অ্যালুমিনিয়ামের অপচয় ঘটে। এই অপচয় বাঁচানোর জন্য এবং অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন এর খরচ কমানো জন্য ২০ শতাংশ অ্যালুমিনার সাথে ৬০℅ ক্রায়োলাইট ও ২০ ফ্লুওস্পার শতাংশ মিশিয়ে তড়িৎ বিশ্লেষণ করা হয়। এর ফলে তখন অ্যালুমিনিয়ামের গলনাঙ্ক 950 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। এরফলে ২০৫০°C তাপমাত্রার জন্য বিদ্যুৎ শক্তি খরচ হয় না এবং অ্যালুমিনিয়ামের অপচয় হয়না। এই কারনেই অ্যালুমিনিয়াম তড়িৎ বিশ্লেষণে অ্যালুমিনিয়াম ধাতুর নিষ্কাশন এর সময় ক্রায়োলাইট ও ফ্লুওস্পার মেশানো হয়।।।