আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা WBBSE Class 11 Bengali বা একাদশ শ্রেণির বাংলা প্রেমেন্দ্র মিত্র রচিত তেলেনাপোতা আবিষ্কার গল্পের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন '“মনে হবে তেলেনাপোতা বলে কোথায় কিছু সত্যি নেই।”—এ কথা কার মনে হবে? এই মনে হওয়ার কারণ কী?' এর উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো।।
“মনে হবে তেলেনাপোতা বলে কোথায় কিছু সত্যি নেই।”—এ কথা কার মনে হবে? এই মনে হওয়ার কারণ কী?
উওরঃ- আধুনিক কালের সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রের রচিত 'তেলেনাপোতা আবিষ্কার’ গল্প থেকে সংকলিত এই উদ্ধৃতিটিরে আমাদের গল্পের গল্পকথকের এইকথা মনে হবে যে “তেলেনাপোতা বলে কোথায় কিছু সত্যি নেই।”
তেলেনাপোতা থেকে ফিরে আসার পর গল্পকথকের একথা মনে হওয়ার পেছনে কারণ হলো-
কলকাতার বাবু সমাজের এক মধ্যবিত্ত নাম না অজানা একজন তেলেনাপোতা আবিষ্কার গল্পের প্রধান চরিত্র। সেই গল্পকথক দুই বন্ধু-সহ একরাতের জন্য তেলেনাপোতা নামক এক গ্রামে বেড়াতে যান। বেড়াতে যাওয়ার পর গল্পকথক জানতে পারেন সেই যামিনী আসলে তার বন্ধু মুণির ই এক দুঃসম্পর্কের বোন। গল্পকথক তার দুই বন্ধুদের সঙ্গে যামিনীদের বাড়িতে একদিন কাটানোর পর, খাবার শেষে একদিন এক অদ্ভুত ঘটনার পরিপ্রেক্ষিতে, গল্পকথক যামিনী এবং যামিনীর মায়ের অসহায় পরিস্থিতির কথা জানতে পারেন। গল্পকথক জানতে পারেন, যামিনীত মায়ের এক দুঃসম্পর্কের বন্ধু নিরঞ্জন যামিনীকে বিয়ের প্রস্তাব দিয়ে অনেকদিন আগেই পালিয়ে গেছে। কিন্তু যামিনীর মা তার মেয়েকে নিরঞ্জনের হাতে তুলে দেওয়ার আশায় এখনো এই মৃত্যুপুরীতে দীর্ঘদিন ধরে তার অপেক্ষায় রয়ে গেছেন। কিন্তু তিনি জানেন ই না যে নিরঞ্জন আর কখনোই ফিরে আসবে না। যামিনী এবং যামিনীর মায়ের অসহায় পরিস্থিতি দেখে গল্পকথক আবেগপ্রবণ হয়ে পড়েন এবং আবেগে ভেসে গিয়ে গ্রামের মেয়ে যামিনীকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে কলকাতায় ফিরে আসেন। ফিরে এসে বেশ কয়েকদিন পর পারিপার্শ্বিক এবং মানসিক সব বাধা দূর করে আবার তেলেনাপোতা যাওয়ার জন্য প্রস্তুত হন। কিন্তু সে-সময়েই তিনি তেলেনাপোতার মশাবাহিত ম্যালেরিয়ায় প্রচণ্ডভাবে আক্রান্ত হয়ে পড়েন। বহুদিন পর সেরে উঠে অতি দুর্বল দেহ নিয়ে কাঁপা পায়ে বাড়ির বাইরের আলো বাতাসে যখন কথক এসে বসলেন, তখন তিনি বুঝতে পারলেন, ইতিমধ্যেই তাঁর দেহমনে নিজের অজান্তেই অনেক ধোয়া-মোছা হয়ে গেছে। কলকাতা-ফেরার দিনটিতে যে তেলেনাপোতা তাঁর কাছে ছিল ঘনিষ্ঠ এক উজ্জ্বল নক্ষত্র, তাই বর্তমানে পরিণত হয়েছে নিভে আসা এক তারায়। সদ্য-ম্যালেরিয়া থেকে সেরে ওঠা কথক উপলব্ধি করেন যে, তেলেনাপোতা এখন ঝাপসা এক স্বপ্নে পরিণত হয়েছে। আর, যামিনী তাঁর কোনো এক দুর্বল মুহূর্তের অসম্ভব, কুয়াশাচ্ছন্ন এক কল্পনামাত্র | ভয়ংকর ম্যালেরিয়া কথককে ভেতরে বাইরে নাড়িয়ে দিয়েছিল বলেই এমনটা মনে হয়েছিল তাঁর।
আশাকরি যে, WBBSE Class 11 Bengali বা একাদশ শ্রেণির বাংলা প্রেমেন্দ্র মিত্রের রচিত তেলেনাপোতা আবিষ্কার গল্পের “মনে হবে তেলেনাপোতা বলে কোথায় কিছু সত্যি নেই।”—এ কথা কার মনে হবে? এই মনে হওয়ার কারণ কী?' এই প্রশ্নটির উওর তোমাদের ভালো লাগবে।।
tags : wb class 11 Bengali question answer & suggestion 2023 | একাদশ শ্রেণির বাংলা তেলেনাপোতা আবিষ্কার গল্পের প্রশ্নোত্তর | ক্লাস 11 তেলেনাপোতা আবিষ্কার গল্পের প্রশ্নোত্তর