মৌখিক ইতিহাস কাকে বলে? মৌখিক ইতিহাসের বিভিন্ন বৈশিষ্ট্য এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা করো || WB Class 12 History Question Answer & Suggestion 2023

0

 

মৌখিক ইতিহাস কাকে বলে? মৌখিক ইতিহাসের বিভিন্ন বৈশিষ্ট্য এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা করো || WB Class 12 History Question Answer & Suggestion 2023
দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর

আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় বা উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় অতীত স্মরণ ( West Bengal Board Class 12 History Question Answer & Suggestion 2023 ) একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বা বিষয় 'মৌখিক ইতিহাস কাকে বলে? মৌখিক ইতিহাসের বিভিন্ন বৈশিষ্ট্য এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা'র উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো।

প্রশ্নঃ মৌখিক ইতিহাস কাকে বলে? মৌখিক ইতিহাসের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো

উওরঃ- মৌখিক ইতিহাস বা মৌখিক ঐতিহ্য হল এমন এক ধরনের ইতিহাস যা মূলত লোকমুখে অথবা মানুষের মুখে মুখে বিভিন্ন গল্পকথা, গান প্রভৃতির মাধ্যমে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে প্রবাহিত হতে থাকে।।
মৌখিক ঐতিহ্য বা মৌখিক ইতিহাসের উদাহরণঃ-
মৌখিক ঐতিহ্য বা মৌখিক ইতিহাসের সবচাইতে উল্লেখযোগ্য কিছু উদাহরণ হলো - ১৮৫৬০ খ্রিষ্টাব্দের আগে বাংলায় যে নীল চাষ হতো, তখন নীলকর সাহেবরা নিজেদের উপর যে চরম অমানুষিক নির্মম অত্যাচার করতো তা ধীরে ধীরর মা মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। এবং পরবর্তীতে সেই সমস্ত মৌখিক ঐতিহ্য বা মৌখিক কাহিনীর উপর ভিত্তি করেই বিভিন্ন পত্র-পত্রিকায় লেখা হয়েছিল বা গ্রন্থ রচনা করা হয়েছিল। নীলদর্পণ নাটক হলো তার মধ্যে একটি উল্লেখযোগ্য উদাহরণ।

মৌখিক ঐতিহ্য বা ইতিহাসের ধারণা বিকাশ এবং এর অগ্রগতিঃ-

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অ্যালাভ নেভিনস  এবং তার সহযোগীদের উদ্যোগে 1940 দশকে মূলত মৌখিক ঐতিহ্য বা মৌখিক ইতিহাসের আধুনিক ধারণার বিকাশ ঘটেছিল। 1960 এবং 70 দশকে কথাবার্তা রেকর্ড করার জন্য টেপ রেকর্ডার সহজলভ্য হয়ে উঠল তখন থেকে মৌখিক ঐতিহ্য বা মৌখিক ইতিহাস বিশেষ জনপ্রিয় হয়ে উঠেছিল। এবং বিভিন্ন সময়ে ওরাল হিস্ট্রি অ্যাসোসিয়েশন, ওরাল হিস্ট্রি সোসাইটি ইত্যাদি বিভিন্ন সংস্থা গড়ে উঠেছিল মৌখিক ইতিহাস বা মৌখিক ঐতিহ্য চর্চা করার জন্য।
এরপর বিংশ শতকের শেষদিকে ইতিহাসচর্চার একটি গুরুত্বপূর্ণ শাখা হিসেবে মৌখিক ইতিহাসচর্চা বিভিন্ন দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মর্যাদা পেতে শুরু করে। ১৯৯৮-৯৯ খ্রি. নাগাদ ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের বিভিন্ন বেতার কেন্দ্র বিভিন্ন দেশ ও স্থানের বহু ব্যক্তির কাছ থেকে মৌখিক ইতিহাস রেকর্ড করে এবং রেকর্ড করা এই মৌখিক ইতিহাস The Century Speaks শিরোনামে ৬৪০টি পর্বে সম্প্রচার করে। এভাবে সাক্ষাৎকারভিত্তিক স্মৃতিকথা বা মৌখিক ইতিহাস বর্তমানকালে ঐতিহাসিকদের কাছে মূল্যবান হয়ে ওঠে।

মৌখিক ঐতিহ্য বা মৌখিক ইতিহাসের বিভিন্ন বৈশিষ্ট্যঃ-

জনশ্রুতির অন্যান্য চারটি ভাগের মতো এর একটি প্রধান ভাগ,মৌখিক ঐতিহ্য বা মৌখিক ইতিহাসেরও বেশকিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন-

মৌখিক ঐতিহ্য এর উপাদান সংগ্রহঃ- 

মৌখিক ঐতিহ্য বা মৌখিক ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য হলো,মৌখিক ইতিহাসের সমস্ত ঐতিহাসিক ঘটনার তথ্য সংগ্রহ করা হয় বিভিন্ন ব্যক্তির সাক্ষাৎকারের মাধ্যমে। এই ধরনের ইতিহাসের সঙ্গে যুক্ত ঐতিহাসিকরা তাদের ইতিহাস চর্চার সমস্ত তথ্য সংগ্রহ করে থাকেন বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত বিভিন্ন ব্যক্তির সাক্ষাৎকারের সঙ্গে। তথ্য সংগ্রহের জন্য ঐতিহাসিকরা যে ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন, তার কাছ থেকে সে মৌখিক ঐতিহাসিক উপাদান সংগ্রহ করার জন্য অডিও বস ভিডিও রেকর্ডার বা অন্য কোন যান্ত্রিক কৌশল ব্যবহার করে থাকেন। এবং তার মাধ্যমে সেই মৌখিক ঐতিহাসিক তার ইতিহাস রচনার উপাদান সংগ্রহ করে তার মাধ্যমে তারা ইতিহাস রচনা করেন।।

অলিখিত ইতিহাসঃ-

মৌখিক ইতিহাসের আরো একটি বৈশিষ্ট্য হলো,এই ধরনের ইতিহাস লিখিত আকারে পাওয়া যায়না। এই ধরনের ইতিহাস মানুষের মুখে মুখে বিভিন্ন গল্পকথা বা গান ইত্যাদির মাধ্যমে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে প্রবাহিত হয়। যার ফলে এগুলো কখনোই লিখিত আকারে প্রকাশ করা হয় না। কিন্তু বর্তমানে বিভিন্ন ঐতিহাসিকদের প্রচেষ্টার ফলে বিভিন্ন মৌখিক ইতিহাসের উপাদান গুলির করে সংগ্রহ করে সেগুলো বর্তমানে লিখিত আকারে প্রকাশ হচ্ছে বা প্রকাশিত হতে পারে।।

মৌখিক ঐতিহ্য বা মৌখিক ইতিহাসের প্রধান উৎসঃ-

অন্যান্য ইতিহাসের ক্ষেত্রে, ইতিহাস রচনার উৎস বা উপাদান বিভিন্ন ধরনের হয়। অন্যান্য ইতিহাসের ক্ষেত্রে ঐতিহাসিক তথ্য বা উপাদান বেশিরভাগ ক্ষেত্রেই জড়িত হয়ে থাকে যেমন বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ,পুথি,মুদ্রা, বিভিন্ন প্রাণী বা বস্তুর ধ্বংসাবশেষ ইত্যাদি। কিন্তু মৌখিক ঐতিহ্য বা মৌখিক ইতিহাস রচনার ক্ষেত্রে প্রধান উৎস হয় বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত কোনো জীবিত ব্যক্তি। সেই ব্যক্তি কোনো ঐতিহাসিক ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকে এবং তার কাছ থেকে পরবর্তীতে সাক্ষাৎকারের মাধ্যমে ঐতিহাসিকগণ ঐতিহাসিক উপাদান বা তথ্য সংগ্রহ করেন এবং তার উপর ভিত্তি করে ইতিহাস রচিত হয়।।

মৌখিক ঐতিহ্যের তথ্য সংরক্ষণঃ-

অতীতের কোনো ঘটনার বিবরণ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ঐতিহাসিকরা বিভিন্ন রেকর্ডারের মাধ্যমে সংরক্ষণ করে রাখেন। এবং পরবর্তীতে সেই সমস্ত তথ্য বা উপাদান থেকে যথার্থ ইতিহাস রচনার জন্য ঐতিহাসিকগণ সেই উপাদানগুলিকে মহাফেজ খানা,গ্রন্থাগার এবং বিশ্ববিদ্যালয় প্রভৃতি স্থানে সংরক্ষণ করে রাখেন।।

ইতিহাস রচনার ক্ষেত্রে মৌখিক ঐতিহ্য বা মৌখিক ইতিহাসের গুরুত্বঃ-

জনশ্রুতির পাঁচটি ভাগের মধ্যে মৌখিক ঐতিহ্য বা মৌখিক ইতিহাস হলো একটি অন্যতম ভাগ। অন্যান্য ভাগ গুলির মতো মৌখিক ঐতিহ্য বা মৌখিক ইতিহাসও যথেষ্ট গুরুত্বপূর্ণ। যেমন-
 

আদিম সমাজের কাহিনীর রক্ষাকর্তাঃ-

যখন মূলত ইতিহাস লেখা শুরু হয়নি  তখন যে সমস্ত ঐতিহাসিক ঘটনা ঘটে গিয়েছিল, সে সমস্ত ঐতিহাসিক ঘটনার সাক্ষী ছিল সাধারণ মানুষ। তখন তাদের মুখে মুখেই মূলত বিভিন্ন ইতিহাসের ঘটনাগুলি মৌখিক ইতিহাসের মাধ্যমে ঘোরাফেরা করতো। এবং সে সমস্ত ঐতিহাসিক ঘটনার কাহিনী গুলি গান বা গল্পকথা মাধ্যমে তারা এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে পৌঁছে দিয়েছে। এবং এর ফলে সেই সমস্ত ঐতিহাসিক ঘটনাগুলি অতীত থেকে বর্তমান সমাজে প্রবেশ করায়, আমরা অতীতকালের সেই সমস্ত দিনের কথাও জানতে পারছি, যেই সময়ের কোনো লিখিত ইতিহাস পাওয়া যায় না।
 

ইতিহাস রচনার ক্ষেত্রে নির্ভুল তথ্য প্রদানঃ-

মৌখিক ঐতিহ্য বা মৌখিক ইতিহাস রচনার ক্ষেত্রে যুক্ত ঐতিহাসিকরা যে ঘটনার ইতিহাস রচনা করতে চান, তারা সেই সমস্ত ঐতিহাসিক তথ্য বা উপাদান বিভিন্ন সাক্ষাৎকার থেকে সংগ্রহ করে থাকেন।।এবং তারা যে ব্যক্তির কাছ থেকে সেই সমস্ত ঐতিহাসিক তথ্যগুলো সংগ্রহ করেন, সেই ব্যক্তি অতীতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেই ঘটনার সঙ্গে যুক্ত ছিল। যার ফলে সেই সমস্ত ঘটনা বেশিরভাগ ক্ষেত্রেই নির্ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তবে সবসময়ই মৌখিক ঐতিহ্য বা মৌখিক ইতিহাসের সংগ্রহ করা উপাদান বা তথ্য যে নির্ভূল হবে তা নয়। কারন এমনও কিছু মৌখিক ঐতিহ্যের তথ্য বা কাহিনী রয়েছে যেগুলো বহুকাল আগে থেকে মানুষের মুখে মুখে প্রচুর ঘুরেফিরে বর্তমান সমাজে প্রবেশ করেছে।যার ফলে এই দীর্ঘ যাত্রাপথে সেই সমস্ত মৌখিক ঐতিহ্যের কাহিনীর মধ্যে বিভিন্ন ভুল বা মিথ্যা কাহিনী ঢুকে যেতে পারে।।

প্রাথমিক উপাদানঃ-

কোনো ঘটনার ইতিহাস যখন প্রথম লেখা হয়, তখন সেই ঐতিহাসিক ঘটনার প্রাথমিক উপাদান (Primary Sources) বিশেষ পাওয়া যায় না। সেক্ষেত্রে ঘটনাটির বিষয়ে ইতিহাস রচনার ক্ষেত্রে প্রাথমিক উপাদান হিসেবে মৌখিক ঐহিত্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

নিম্নবর্গের ইতিহাসঃ-

অনেক সময় সমাজের অবহেলিত নিম্নবর্গের মানুষদের কোনো লিখিত নথিপত্র বা দলিল দস্তাবেজ থাকে না। এসব মানুষের ইতিহাস জানতে গেলে মুখের কথা, কিংবদন্তি, প্রবাদ, স্মৃতিচারণ প্রভৃতির ওপর নির্ভর করতেই হয়।

যথার্থ তথ্য সরবরাহঃ-

বিভিন্ন সাম্রাজ্যবাদী ঐতিহাসিক যথার্থ ইতিহাসকে আড়াল করার উদ্দেশ্যে নিজেদের দৃষ্টিকোণ থেকে উপনিবেশের ইতিহাস রচনা করে থাকেন। দেশীয় পণ্ডিতদের ইতিহাস রচনার কাজে বাধার সৃষ্টি করেন। কিন্তু উপনিবেশের যথার্থ ইতিহাস মৌখিক ঐতিহ্যের মাধ্যমে সেদেশের জনসমাজে প্রচলিত থাকে। ঔপনিবেশিক শাসন অবসানের পরবর্তীকালে সে দেশের যথার্থ ইতিহাস রচনার কাজে মৌখিক ঐতিহ্য যথার্থ তথ্য সরবরাহ করতে পারে।

উপসংহারঃ-

আপাতদৃষ্টিতে মৌখিক ঐতিহ্য বা মৌখিক ইতিহাসকে গুরুত্বপূর্ণ বলে মনে হলেও মৌখিক ইতিহাস  সমালোচনার উর্ধে নয়। মৌখিক ঐতিহ্য বা মৌখিক ইতিহাসের সঙ্গে যুক্ত ঐতিহাসিকরা যে সমস্ত তথ্য বা উপাদান সংগ্রহ করে থাকেন,তা বেশিরভাগ ক্ষেত্রেই ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কেননা মৌখিক ঐতিহ্য বা মৌখিক ইতিহাসের কাহিনী গুলি সুদূর অতীত থেকে মুখে মুখে বর্তমান সমাজে প্রবেশ করে। যার ফলে সেই সমস্ত ঐতিহাসিক উপাদানের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই ভুলভাল তথ্য মিশে গিয়ে থাকে এবং সে সমস্ত তথ্যের ওপর নির্ভর করে সম্পূর্ণভাবে যথার্থ ইতিহাস রচনা করা সম্ভব নয়।।

আশাকরি, দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় বা উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় অতীত স্মরণ ( West Bengal Board Class 12 History Question Answer & Suggestion 2023 ) থেকে যে 'মৌখিক ইতিহাস কাকে বলে? মৌখিক ইতিহাসের বিভিন্ন বৈশিষ্ট্য এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা' সম্পর্কে যে নোট দেওয়া হয়েছে, তা তোমাদের কাজে আসবে।।
Tags :
দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর | উচ্চমাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় বড় প্রশ্ন উওর | দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় অতীত স্মরণ অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর | wb class 12 History question answer  | wb class xii History question answer | hs History  question answer & suggestion 2023

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top