মার্শাল পরিকল্পনা কী? মার্শাল পরিকল্পনার লক্ষ্য বা উদ্দেশ্য কী ছিল? |
আজকের ব্লগের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় অথবা উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় মার্শাল পরিকল্পনা কী? মার্শাল পরিকল্পনা কবে গৃহীত হয়েছিল এবং কবে কার্যকর হয়েছিল এবং মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য বা লক্ষ্য কী ছিল সেই সম্পর্কে আলোচনা করবো।
মার্শাল পরিকল্পনা কী? মার্শাল পরিকল্পনার লক্ষ্য বা উদ্দেশ্য কী ছিল?
উওরঃ- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ঠান্ডা যুদ্ধ চলাকালীন মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ মার্শাল 1947 সালে পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশ গুলির মধ্যে আর্থিক সাহায্য প্রদান করে সেসব দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে পুনরায় মজবুত করার জন্য যে নীতি ঘোষণা করেছিল,তাই মার্শাল পরিকল্পনা নামে পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মিত্রশক্তির পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সবচাইতে পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করেছিল যার ফলে অন্যান্য দেশের তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থিক ক্ষয়ক্ষতি খুবই কম হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র এর সবচাইতে ভালো ব্যবহার করেছিল মার্শাল পরিকল্পনার মাধ্যমে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়নের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন কারণে ঠান্ডা যুদ্ধ শুরু হয়ে যায়। এই সময় মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপের বিভিন্ন দেশ গুলির মধ্যে আর্থিক সাহায্য করে সেই দেশের অর্থনীতি ব্যবস্থাকে পূনরায় শক্তিশালী করে তোলার পরিকল্পনা গ্রহন করে।।
মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ মার্শাল 1947 সালের 5 ই জুন হার্ভাড বিশ্ববিদ্যালয়ের একটি সভায় ইউরোপের অর্থনৈতিক পুনরুজ্জীবন ঘটনার জন্য একটি বক্তৃতা দিয়েছিলেন এবং সেখানে তিনি এটা বলেছিলন যে, মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপের বিভিন্ন দেশ গুলিকে আর্থিক সাহায্য প্রদান করবে এবং তার মাধ্যমে তারা ইউরোপের অর্থনীতি ব্যবস্থাকে পুনরায় শক্তিশালী করে তুলবে।।
মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্যঃ-
1947 খ্রিস্টাব্দে গৃহীত জর্জ মার্শালের মার্শাল পরিকল্পনার একাধিক উদ্দেশ্য ছিল। যেমন-
প্রথমতঃ মার্শাল পরিকল্পনার প্রধান উদ্দেশ্য ছিল বিশ্বব্যাপী সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন বা কমিউনিস্ট পার্টির প্রভাব রোধ করা।
দ্বিতীয়তঃ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব মার্শাল তার মার্শাল পরিকল্পনার মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশ গুলিকে আর্থিক সাহায্য প্রদান করে সেখানে নিজের আধিপত্য বিস্তার করতে চেয়েছিল। সহজভাবে বলা যায় তাদের আর্থিক সাহায্য প্রদান করে সেই সমস্ত দেশ গুলিকে মার্কিন যুক্তরাষ্ট্র নিজের অনুগত দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিল।
তৃতীয়তঃ এছাড়াও সেই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র সমস্ত দেশ গুলিকে আর্থিক সাহায্য প্রদান করে তাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বা বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করে মূলত একটি বিশ্ববাজারের প্রতিষ্ঠা করতে চেয়েছিল।।
মূলত উপরোক্ত উদ্দেশ্য করে নিয়ে 1947 সালের 5 ই জুন জর্জ মার্শাল হারভার্ড বিশ্ববিদ্যালয়ের তার মার্শাল পরিকল্পনা ঘোষণা করেন। এই পরিকল্পনা ঘোষণা করার পর 1948 সালে মার্শাল পরিকল্পনা কার্যকর হয়েছিল।
আশাকরি, দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় অথবা উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় মার্শাল পরিকল্পনা কী? মার্শাল পরিকল্পনা কবে গৃহীত হয়েছিল এবং কবে কার্যকর হয়েছিল এবং মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য বা লক্ষ্য কী ছিল? সম্পর্কে যে আলোচনা করা হয়েছে তা তোমাদের কাজে লাগবে।।
Tags : দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উওর | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উওর | দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক অধ্যায়ের প্রশ্ন উওর | hs political science question answer | class 12 political science question answer