একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর 2023 || WB Class 11 Political Science Question Answer & Suggestion 2023

0

 

একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর 2023 || WB Class 11 Political Science Question Answer & Suggestion 2023
একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর 2023

আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায় জাতি, জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতা ( WBBSE Class 11 Political Science Question Answer Chapter 3 In Bengali )  থেকে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। 

আজকের বিষয়ঃ- 

• জাতি কাকে বলে?
• জনসমাজ কাকে বলে?
• জাতীয় জনসমাজ কাকে বলে?
• জাতীয়তাবাদ কাকে বলে বা জাতীয়তাবাদ বলতে কী বোঝায়?
• আন্তর্জাতিকতা বলতে কী বোঝায় বা অন্তর্জাতিক কথা কাকে বলে?
• জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কী বোঝায় অথবা জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার কাকে বলে?

একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর 2023 || WB Class 11 Political Science Question Answer & Suggestion 2023

প্রশ্নঃ- জনসমাজ কাকে বলে? 

উওরঃ- কোনো একটি নির্দিষ্ট ভূখন্ড স্থায়ীভাবে বসবাসকারী জনগোষ্ঠীর মধ্যে যখন উদ্ভবগত, ভাষাগত* ধর্মগত সাহিত্যগত, ইতিহাসগত, আচার-আচরণ গত,অধিকার এবং অভিযোগ গত ক্ষেত্রে যখন ঐক্য পরিলক্ষিত হয়,,তখন সেই জনসমষ্টিকে জনসমাজ বলা হয়।।

• জনসমাজের সংজ্ঞা নিরূপণ করতে গিয়ে বার্জেস বলেছেন, জনসমাজ হল সেই জনসমষ্টি, যারা একই ভূখণ্ডে বসবাস করে এবং যাদের ভাষা, সাহিত্য, ইতিহাস, আচার-আচরণ একই ধরনের হয় এবং যাদের মধ্যে অধিকারবোধ ও অভাব-অভিযোগের ক্ষেত্রে ঐক্যের সন্ধান পাওয়া যায়। 

প্রশ্নঃ-জাতীয় জনসমাজ কাকে বলে? বা জাতীয় জনসমাজ বলতে কী বোঝোয়?

উওরঃ- যখন কোনো একটি জনসমাজের সঙ্গে রাজনৈতিক চেতনা যুক্ত হয় তখন তাকে জাতীয় জনসমাজ বলে অভিহিত করা হয়। জাতীয় জনসমাজ বলতে, যখন কোনো নির্দিষ্ট ভূখন্ড বসবাসকারী এমন এক জনসমষ্টিকে বোঝায়, যাদের মধ্যে বংশগত, উদ্ভবগত, ভাষাগত, ধর্মগত,কৃষ্টিগত প্রভৃতি ক্ষেত্রে ঐক্যের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে রাজনৈতিক চেতনার বিকাশও লক্ষ্য করা যায়, তখন সেই জনসমষ্টিকে জাতীয় জনসমাজ বলে অভিহিত করা হয়।।

প্রশ্নঃ- জাতি কাকে বলে? বা জাতি বলতে কী বোঝায়?

উওরঃ- জনসমাজ এবং জাতীয় জনসমাজ এক হলেও জাতি এদের থেকে একটু আলাদা। জাতি বলতে বোঝায় ঐতিহাসিক ভাবে বিকশিত এমন একটি স্থায়ী,জনসমাজ যাদের ভাষা এক, বাসভূমি এক,অর্থনৈতিক জীবন এক মানসিক গঠন এক এবং তাদের সেই মানসিক গঠন যখন একটি সাধারণ সংস্কৃতির মধ্য দিয়ে প্রকাশিত হয়, তখন তাকে জাতি বলা হয়।। জাতি সম্পর্কে স্তালিন যে সংজ্ঞা প্রদান করেছেনন তাতে জাতিকে ঐতিহাসিক ভাবে বিকশিত একটি স্থায়ী জনসমাজ বলে বর্ণনা করা হয়েছে।।

প্রশ্নঃ- জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার কাকে বলে বা কী বোঝায়?

উওরঃ যখন কোনো আত্মসচেতন জাতীয় জনসমাজ নিজের পৃথক সত্তা ও জাতীয় বৈশিষ্ট্য রক্ষার জন্য একটি নিজস্ব রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে নিয়ে নিজেদের রাজনৈতিক ভাগ্যকে নিয়ন্ত্রণ করার জন্য দাবি জানায়,তখন তাকে আত্মনিয়ন্ত্রণের অধিকার বলে অভিহিত করা হয়। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের মূল স্লোগানটি হলো "এক জাতি এক রাষ্ট্র"। 

আসলে যেসব জাতি তাদের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত তারা তাদের জাতীয় ঐতিহ্যকে রক্ষা করার জন্যই আত্মনিয়ন্ত্রণের অধিকার দাবী করে এবং এর মাধ্যমে তারা নিজেদের ধর্ম,ভাষা,সংস্কৃতি, রাজনীতি অর্থনীতি প্রভৃতি ক্ষেত্রে অগ্রগতির চেষ্টা করে।।

প্রশ্নঃ জাতীয়তাবাদ কাকে বলে? জাতীয়তাবাদ বলতে কী বোঝায়? 

উওরঃ- আসলে জাতীয়তাবাদ বলতে একটি ভাবগত ধারণাকে বোঝায়। জাতীয়তাবাদ হল বংশ,ধর্ম, ভাষা, সাহিত্য,সংস্কৃতি প্রভৃতি ক্ষেত্রে যেকোনো একটি বা একাধিক কারণে যখন কোনো এটি জনসমাজে মধ্যে গভীর একাত্ববোধের সৃষ্টি হয় এবং সেই একাত্ববোধের জন্য যখন সেই জনসমাজের প্রত্যেকেই একে অপরকে সমান সুখ-দুঃখ ভাগীদার বলে ভাবতে শুরু করে,তখন তাদের সেই একাত্ববোধের সঙ্গে দেশপ্রেম মিলিত হয়েছে যে একটি রাজনৈতিক আদর্শ গড়ে ওঠে, তাকে জাতীয়তাবাদ বলে।।

প্রশ্নঃ-আন্তর্জাতিকতা কাকে বলে বা আন্তর্জাতিকতা বলতে কী বোঝায়?

উওরঃ- আন্তর্জাতিকতা হলো একটি মানসিক অনুভূতি। আন্তর্জাতিকতা বলতে এমন এক মানসিক অনুভূতিকে বোঝায় যা, একজন ব্যক্তিকে অথবা একটি রাষ্ট্রের নাগরিক বা শুধুমাত্র তার নিজের রাষ্ট্রের সদস্য হিসেবে ভাবতে শেখায় না, বরং সেই ব্যক্তিকে এই বিশ্বের একজন নাগরিক হিসেবে ভাবতে শেখায়। এবং সেই মানসিকতাকেই আন্তর্জাতিকতা বলে।।

আশাকরি, একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায় জাতি, জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতা ( WBBSE Class 11 Political Science Question Answer Chapter 3 In Bengali) থেকে যে প্রশ্নোওর গুলো শেয়ার করা হয়েছে, তা তোমাদের কাজে লাগবে।।

Tags : 

একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর |wb class 11 political science question answer  | wbbse class 11 political science chapter 3 question answer in Bengali 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top