প্রশ্নঃ তথ্যপ্রযুক্তি শিল্প কাকে বলে?
উওরঃ যে প্রকার শিল্প মানব সম্পদ বা মানুষের মেধার ওপর ভিত্তি করে বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে গড়ে ওঠে সেটা হল তথ্যপ্রযুক্তি শিল্প।
আউটসোর্সিং ও আউটসোর্সিং কাকে বলে?
উওরঃ আউটসোর্সিং ও অফসোর্সিং কথাটি তথ্যপ্রযুক্তি শিল্পের সঙ্গে জড়িত।। যখন কোনো একটি সংস্থা বাইরের অন্য কোনো সংস্থার মাধ্যমে তার কাজ করিয়ে নেয় তখন সেটা হল আউটসোর্সিং। এবং সেই একই কাজ যখন অন্য কোনো দেশ থেকে করিয়ে নেওয়া হয়, তখন তাকে অফসোর্সিং বলা হয়।