স্থিতিশীল উন্নয়ন ও ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝায়?? || মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উওর

1

 

স্থিতিশীল উন্নয়ন ও ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝায়?? || মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উওর

প্রশ্নঃ স্থিতিশীল উন্নয়ন বলতে কী বেঝাে?

উত্তরঃ যে উন্নয়ন ব্যবস্থার মাধ্যমে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রেখে,নষ্ট না করে দেশ ও জনগণের মঙ্গলসাধন করা যায়, তাকে ধারণযােগ্য বা স্থিতিশীল উন্নয়ন বলে। ভবিষ্যত প্রজন্মের প্রয়ােজন মেটানাের চেষ্টায় কোনাে বাধা সৃষ্টি না করে, বর্তমান প্রজন্মের সঠিক চাহিদা মেটানাের জন্য গৃহীত পরিকল্পনা হল স্থিতিশীল উন্নয়ন।

প্রশ্নঃ ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝো?? 

উওরঃ ধারণযোগ্য উন্নয়ন হল বর্তমান সভ্যতার অগ্রগতির সাথে সাথে সম্পদের এমন ভাবে ব্যবহার ও সংরক্ষণ  করতে হবে যে, সেই সম্পদ যাতে ভবিষ্যৎ প্রজন্ম একই ভাবে ব্যবহার করার সুযোগ পায়।। অর্থাৎ সম্পদের এমন ভাবে ব্যবহার যা বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর সঙ্গে সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটাতে সক্ষম হবে। এই পরিকল্পনাকে ধারণযোগ্য উন্নয়ন বা সাসটিনেবল ডেভলপমেন্ট বলে।

একটি মন্তব্য পোস্ট করুন

1মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
To Top