উওরঃ- স্নায়ু কোশ বা নিউরোগ্লিয়া দিয়ে গঠিত যে তন্ত্রের মাধ্যমে পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ, এবং সেই উদ্দীপনা অনুযায়ী সাড়া দিয়ে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা এবং দেহের বিভিন্ন অভ্যন্তরীণ এবং বাহ্যিক অঙ্গ ও তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করা হয়, তাকে স্নায়ুতন্ত্র বলে।
স্নায়ুতন্ত্রের কাজঃ-
• পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ, এবং সেই উদ্দীপনা অনুযায়ী সাড়া দিয়ে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করা।
• দেহের বিভিন্ন অভ্যন্তরীণ এবং বাহ্যিক অঙ্গ ও তন্ত্রের মধ্যে যোগাযোগ রক্ষা করে তাদের কাজের মধ্যে সমন্বয় সাধন করা হয়।
• দেহের বাহ্যিক ও অভ্যন্তরীণ উদ্দীপক গ্রহণ করা।
• বিভিন্ন পেশী সংকোচন ও বিভিন্ন গ্রন্থি নিঃসরণ নিয়ন্ত্রণ করা।
• মানুষের বুদ্ধি,চিন্তা,আবেগ, অনূভুতি ইত্যাদি নিয়ন্ত্রণ করা।
স্নায়তন্ত্র আমাদের দেহে ভৌত সমন্বয়ক সাধন করে থাকে। সে কারণেই স্নায়ুতন্ত্রকে ভৌত সমন্বয়ক বলা হয়।
স্নায়তন্ত্রের গঠনগত ও কার্যগত এককের নাম হলো নিউরন।