উওরঃ- কয়েকটি স্নায়ুকোশের কোশদেহ গুলি মিলিত হয়ে যে গ্রন্থি সৃষ্টি করে, তাকে স্নায়ু গ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়ন বলে।
• কাজ : ১- স্নায়ু গ্রন্থি থেকে স্নায়ু উৎপন্ন হয়।
• ২ - নিউরো সিক্সেসন নামক রস ক্ষরণ করে স্নায়ুতন্ত্রকে সিক্ত রাখে।
প্রশ্নঃ- সাইন্যাপস ব স্নায়ু সন্নিধি বা প্রান্তসন্নিকর্ষ কাকে বলে?
উওরঃ- দুটো নিউরনের সংযোগস্থল, যেখানে একটি নিউরনের শেষ হয় এবং অপর নিউরনের শুরু হয়, তাকে সাইন্যাপস বা স্নায়ুসন্নিধি বা প্রান্তসন্নিকর্ষ বলা হয়।
সাইন্যাপসের কাজঃ- সাইন্যাপস স্নায়ুস্পন্দনকে এক নিউরোন থেকে অপর নিউরোনে প্রেরন করে।যখন এক নিউরোন থেকে স্নায়ুস্পন্দন অ্যাক্সনের শেষপ্রান্তে আসে, তখন অ্যাসিটাইল কোলিন নিঃসৃত হয়ে স্নায়ুস্পন্দনকে পরবর্তী নিউরোনের ডেনড্রনের মধ্যে প্রবাহিত করে।
Tags : মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর | দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর | জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের প্রশ্ন উওর | wbbse class 10 life science question answer