পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তি কাকে বলে? পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তির মধ্যে পার্থক্য লেখ || উচ্চমাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায়ের বড় প্রশ্ন উওর

0

পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তি কাকে বলে? পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তির মধ্যে পার্থক্য লেখ || উচ্চমাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায়ের বড় প্রশ্ন উওর
পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তির মধ্যে পার্থক্য


আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় বা উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় অতীত স্মরণের (West Bengal Board Class 12 History Question Answer & Suggestion 2023 ) একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বা বিষয় 'পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তি কাকে বলে? পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তির মধ্যে পার্থক্য' সম্পর্কে উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। এবং পরবর্তীতে আমরা উচ্চ মাধ্যমিকের ইতিহাস সহ আরও অন্যান্য বিষয়ের সমস্ত নোটস + অনলাইন মকটেস্ট তোমাদের সঙ্গে শেয়ার করবো।।

পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তি কাকে বলে? পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তির মধ্যে পার্থক্য লেখ।

ভূমিকাঃ- পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তি হলো উভয়ই হলো জনশ্রুতির দুটি আলাদা আলাদা ভাগ। তাই অনেক সময়ই পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তির মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় না। তবে সাধারণভাবে কিংবদন্তি এবং পৌরাণিক কাহিনীর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন- 

• সংজ্ঞাগত ক্ষেত্রে পার্থক্য- 

• পৌরাণিক কাহিনী বলতে প্রাগৈতিহাসিক যুগের বিভিন্ন অলৌকিক, অতি মানবীয় এবং অতীন্দ্রিয় জগতের বিভিন্ন ঘটনাবলিকে বোঝায় যা সাহিত্য আকারে প্রকাশ হয়। পৌরাণিক কাহিনী গুলি হল সাহিত্যের প্রথমরুপ।

• অপরদিকে কিংবদন্তী হল অতীতের কোনো ঘটনা বা ব্যক্তিকে কেন্দ্র করে গড়ে ওঠা এমন কিছু কাহিনী, যা সাধারণের থেকে আলাদা। কিংবদন্তি কাহিনীগুলি এমন কিছু চরিত্রকে কেন্দ্র করে তৈরি হয় যারা সবসময় সাধারণের থেকে অনেকটাই আলাদা হয়। 

• প্রধান চরিত্রগত ক্ষেত্রে পার্থক্যঃ-

• পৌরাণিক কাহিনী গুলির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই ঈশ্বর এবং ঈশ্বর এর বিভিন্ন কর্মকাণ্ড,তাদের শক্তি ইত্যাদি প্রধান চরিত্র হিসেবে গুরুত্ব লাভ করে। পৌরাণিক কাহিনীগুলোতে অলৌকিক জগতে ঈশের বিভিন্ন কর্মকাণ্ড, তাদের শক্তি এবং তাদের বিভিন্ন রুপ ই হলো প্রধান নায়ক নায়িকা। 

• অন্যদিকে কিংবদন্তির ক্ষেত্রে মানুষের বিভিন্ন কর্মকাণ্ড, মানুষের শক্তি তাদের বিভিন্ন ঘটনাবলীগুলি বেশি প্রাধান্য লাভ করে। মূলত মানুষ ই হলো কিংবদন্তি কাহিনীর মূল চরিত্র এবং তাদের বিভিন্ন কাজকর্ম নিয়ে কিংবদন্তি কাহিনি গড়ে ওঠে। কিংবদন্তি কাহিনী গুলোর ক্ষেত্রে যদিও অনেক সময় বিভিন্ন অতীন্দ্রিয়, অলৌকিক, ভূত-প্রেতের কথা যুক্ত থাকে তবুও সেক্ষেত্রে সেই সমস্ত অতীন্দ্রিয়, অলৌকিক, ভূত-প্রেতের কথা প্রাধান্য না পেয়ে ব্যক্তি চরিত্রই বেশি প্রাধান্য লাভ করে। তবে এক্ষেত্রে মনে রাখা দরকার যে,কিংবদন্তি চরিত্র গুলি এমন হবে যারা সবসময়ই সাধারণের থেকে একটু আলাদা হবে। অর্থাৎ কিংবদন্তি চরিত্র গুলির মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য থাকে যা তাকে অসাধারণ করে তুলে।

• প্রধান চরিত্রের বাস্তব অস্তিত্বগত পার্থক্যঃ- 

• পৌরাণিক কাহিনী গুলির ক্ষেত্রে সমস্ত প্রধান চরিত্র বা ঘটনা থাকে তাদের বাস্তব অস্তিত্ব সম্পর্কে যথেষ্ট পরিমাণে সন্দেহ রয়েছে। কারণ পৌরাণিক কাহিনী গুলি যে সমস্ত চরিত্র বা ঘটনাকর কেন্দ্র করে তৈরি হয় তার বাস্তব অস্তিত্বের ভীত অত্যন্ত দুর্বল। কারণ পৌরাণিক কাহিনী গুলির কাহিনীতে সাধারণ ঘটনার তুলনায় অতীন্দ্রিয়,অলৌকিক ইত্যাদি ঘটনাগুলি বেশি থাকে। 

• অপরদিকে কিংবদন্তি ঘটনাগুলির ক্ষেত্রে প্রধান চরিত্র বা ঘটনা গুলির অস্তিত্বের ভীত অত্যন্ত মজবুত। কিংবদন্তি কাহিনি গুলির ক্ষেত্রে প্রধান চরিত্র সাধারণের থেকে একটু আলাদা হলেও তার অস্তিত্ব সম্পর্কে অনেক ক্ষেত্রেই শক্ত প্রমাণ থাকে এবং অনেক ঐতিহাসিকরাই কিংবদন্তি চরিত্রগুলিত বাস্তব অস্তিত্ব স্বীকার করে নেন।। কিংবদন্তি কাহিনীগুলির ক্ষেত্রে অনেক সময় অতীন্দ্রিয় বা অলৌকিক ঘটনা যুক্ত থাকলেও তার সাধারণ ঘটনা বা মানুষের বিশ্বাসযোগ্য ঘটনাগুলোও অনেক বেশি পরিমাণে থাকে। ফলে তা মানুষের বিশ্বাস যোগ্য।।

• ভিত্তিগত পার্থক্যঃ- 

• অধিকাংশ ক্ষেত্রেই পৌরাণিক কাহিনী গুলি সাধারণত ধর্মভিত্তিক হয়ে থাকে পৃথিবীর সৃষ্টি কিভাবে হয়েছিল বা কিভাবে কোনো পৌরাণিক কথার সৃষ্টি হয়েছিল সেই ধরনের বিষয়গুলি পৌরাণিক কাহিনীতে আলোচিত হয়ে থাকে।

• অন্যদিকে অধিকাংশ ক্ষেত্রেই কিংবদন্তি চরিত্র গুলো কোনো সমাজ, সংস্কৃতি ব ধর্মকেন্দ্রিক হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই কোনো একটি সমাজ,সংস্কৃতি ও সভ্যতা ইত্যাদিকে কেন্দ্র করেই কিংবদন্তি চরিত্র গুলি গড়ে করতে দেখা যায়।।

• কালপঞ্জিগত পার্থক্যঃ -

• পৌরাণিক কাহিনী গুলি প্রাগৈতিহাসিক যুগের সাহিত্যিক উপাদান হওয়ায় পৌরাণিক কাহিনীগুলির ক্ষেত্রে কোনো ধারাবাহিক কালপঞ্জি থাকে না। তবে পৌরাণিক কাহিনী গুলির একটি নিজস্ব কালপঞ্জি থাকে।

• কিন্তু অপরদিকে কিংবদন্তি কাহিনীগুলির সম্পূর্ণ যথার্থ কালপঞ্জি না থাকলেও বর্তমান সময়ের ভিত্তিতে কিংবদন্তি ঘটনাগুলির একটি আনুমানিক কালপঞ্জি ধরা হয়ে থাকে।।

• বিষয়বস্তুগত পার্থক্যঃ- 

• প্রাকৃতিক জগতের বিবরণ দিতে গিয়ে উপমার ব্যবহারের ভিত্তিতে অতীতের বর্ণনা করা হয়। গল্পের প্রয়োজনের তাগিদে অতীতের সংস্কৃতির সঙ্গে ঈশ্বরকে যুক্ত করা হয়।

• কিংবদন্তিতে কোনো অতীত সংস্কৃতির এক অসামান্য ব্যক্তি চরিত্র থাকেন। তবে তার ঘটনার ভিত্তিকে বাস্তবতা দানের উদ্দেশ্যে নানা গল্পে কাল্পনিক চরিত্রের আগমন ঘটানো হয়।


আশাকরি, দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় বা উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় অতীত স্মরণ (West Bengal Board Class 12 History Question Answer & Suggestion 2023 ) থেকে যে 'পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তি কাকে বলে? পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তির মধ্যে পার্থক্য' সম্পর্কে নোট দেওয়া হয়েছে, তা তোমাদের কাজে আসবে।।

Tags : 

দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর | উচ্চমাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় বড় প্রশ্ন উওর | দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় অতীত স্মরণ অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর | wb class 12 History question answer  | wb class xii History question answer | hs History  question answer & suggestion 2023

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top