উচ্চমাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় বড় প্রশ্ন উওর |
আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় অতীত স্মরণ (West Bengal Board Class 12 History Question Answer & Suggestion 2023 ) একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বা বিষয় 'কিংবদন্তি কাকে বলে? কিংবদন্তি বিভিন্ন বৈশিষ্ট্য ও উদাহরণ গুলি সম্পর্কে আলোচনা'র উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। এবং পরবর্তীতে আমরা উচ্চ মাধ্যমিকের ইতিহাস সহ আরও অন্যান্য বিষয়ের সমস্ত নোটস + অনলাইন মকটেস্ট তোমাদের সঙ্গে শেয়ার করবো।।
কিংবদন্তি কাকে বলে? কিংবদন্তি বিভিন্ন বৈশিষ্ট্য ও উদাহরণ গুলি সম্পর্কে আলোচনা করো
উওরঃ- কিংবদন্তি হল এমন এক ধরনের সাহিত্য যার মাধ্যমে অতীতের কোনো ঘটনা বা ব্যক্তিকে বিশেষ ভাবে সাহিত্যের মাধ্যমে তুলে ধরা হয়।। আসলে কিংবদন্তি হল এমন এক ধরনের সাহিত্য যার মাধ্যমে অতীতের কোনো ঘটনাকে বিশেষ ভাবে বা অতীতে অস্তিত্বশীল কোনো ব্যক্তিকে অতি মানব রূপে প্রকাশ করা হয়। সাধারণত কিংবদন্তি সাহিত্যগুলোতে যাকে নিয়ে কাহিনী রচিত হয় তার কাছে বিশেষ কিছু ক্ষমতা বা শক্তি থাকে এবং সেই সমস্ত শক্তি বা ক্ষমতা কিংবদন্তি চরিত্রের কাহিনী সম্পূর্ণ ভাবেই মানুষের বিশ্বাস-অবিশ্বাসের উপর নির্ভর করে।।
কিংবদন্তির বিভিন্ন বৈশিষ্ট্যঃ-
জনশ্রুতির অন্যান্য বিভাগের মতো কিংবদন্তি বিভাগটিরও বিশেষ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন-
কিংবদন্তি চরিত্রঃ-
প্রতিটি কিংবদন্তিতে একজন কেন্দ্রীয় চরিত্র থাকেন এবং তাকে ঘিরেই সম্পূর্ণ কাহিনী রচিত হয়। কিংবদন্তির মূল চরিত্রের সঙ্গে কিংবদন্তির বিষয়বস্তু, যেমন -প্রেম কাহিনী, বিরহের কাহিনী, ইতিহাসের বিভিন্ন ঘটনা, বিভিন্ন অলৌকিক, ভূত-প্রেতের ঘটনা ইত্যাদি সম্পর্কিত থাকে।। কিংবদন্তির মূল চরিত্রের প্রধান বৈশিষ্ট্য হল - কিংবদন্তি চরিত্রটি সবসময়ই সাধারণ মানুষের থেকে একটু আলাদা হয়। অর্থাৎ তাদের কাছে সবসময় বিশেষ কিছু ক্ষমতা বা শক্তি থাকে যা তাদের সাধারণের তুলনায় আলাদা করে। কিংবদন্তি চরিত্র সম্পর্কে এটা মেনে নেওয়া হয়ে যে তাদের অস্তিত্ব একসময় ছিল। যদিও তাদের অস্তিত্ব নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেন কিন্তু অনেক ঐতিহাসিকরাই তাদের অস্তিত্ব স্বীকার করে নেন।।
কিংবদন্তির বিষয়বস্তুঃ-
কিংবদন্তি কাহিনীগুলি বিষয়বস্তুর বিভিন্ন ধরনের হতে পারে। কিংবদন্তি গুলি মূলত ইতিহাসের কাহিনী,প্রেম, বিরহের কাহিনী, ভুত-প্রেত,আধ্যাত্মিক ঘটনা, সন্ন্যাসী ফকির দরবেশ বা তাদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ঘটনা নিয়ে হতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে কিংবদন্তি কাহিনী এর বাইরেও হতে পারে।।
কিংবদন্তি চরিত্রের বাস্তব অস্তিত্বঃ-
কিংবদন্তি ঘটনাগুলি কাহিনীগুলি যে সমস্ত ঘটনা বা চরিত্রকে কেন্দ্র করে তৈরি হয় তার সম্পূর্ণ বাস্তব অস্তিত্ব না থাকলেও অনেকেই স্বীকার করে নিয়েছেন যে কিংবদন্তি চরিত্র গুলি অতীতকালে একসময় জীবিত ছিলেন। যেমন রামচন্দ্র,হারকিউলিস, প্রমিথিউস প্রমুখ কিংবদন্তি চরিত্র সম্পর্কে ঐতিহাসিকগন স্বীকার করেছেন যে, তারা যে সাধারণ মানুষের চেয়েও অনেকবেশী ক্ষমতাবান ছিলেন, সে কথা বলতে কোনো বাধা নেই। কিংবদন্তি চরিত্র গুলি একসময় সাধারণের থেকে একটু আলাদা হলেও সময় যত পেরিয়েছে সেই সব চরিত্রের সঙ্গে বিভিন্ন অতি মানবীয় বা অলৌকিক কথা-কাহিনি যুক্ত হয়ে গেছে যার ফলে কিংবদন্তি চরিত্র গুলি সাধারণ থেকে অসাধারণ চরিত্রে পরিনত হয়েছে। যার ফলে অনেক সময় এসব কাহিনীর চরিত্র সম্পর্কে অনেকেই সন্দেহ প্রকাশ করেন। কিন্তু সন্দেহ থাকার পরেও এটা মেনে নিতে হয় যে সেসব কিংবদন্তি চরিত্র একসময় ছিল।
কিংবদন্তির অতিরঞ্জনঃ-
কিংবদন্তি ঘটনার বিবরণে সর্বদাই অতিরঞ্জন বিষয়টি লক্ষ্য করা যায়। কিংবদন্তি হল এমন কিছু চরিত্র বা ঘটনার কাহিনী যা সময়ের সঙ্গে সঙ্গে অতীত থেকে বর্তমানে প্রবেশ করে এবং এই অতীত থেকে বর্তমান সময়ে প্রবেশ করার যাত্রাপথে কিংবদন্তি চরিত্র গুলির সঙ্গে বিভিন্ন সত্য-মিথ্যা মিশে গিয়ে কিংবদন্তি কাহিনীগুলি একসময় এমন এক পর্যায়ে পৌঁছায় যা মানুষের বিশ্বাসের বাইরে চলে যায়। কিংবদন্তি চরিত্রর অতিমানবীয়, অবিশ্বাস্য ও অতিরঞ্জিত ঘটনা যুক্ত হয়ে পড়ে। সেই কারণেই কিংবদন্তি কাহিনীগুলি অনেক সময়ই ভিত্তিহীন হয়ে পড়ে।।
বিস্ময় এবং কল্পনার আধিক্যঃ-
কিংবদন্তির প্রধান বৈশিষ্ট্য হলো বিস্ময় এবং কল্পনার আধিক্য। প্রাথমিক ক্ষেত্রে বিভিন্ন কিংবদন্তীতে ঐতিহাসিক ঘটনার সূত্র নীহিত থাকলেও তার মধ্যে এত পরিমান বিস্ময় এবং কল্পনার আধিক্য দেখা যায় যে, তার মধ্যে প্রকৃত ইতিহাসের উপাদান গুলি লোপ পেতে থাকে। এজন্য কিংবদন্তিকে ইতিহাসের অপক্ক ফসল বলা হয়।।
বিভিন্ন কিংবদন্তির উদাহরণগুলো লক্ষ্য করলে আমরা কিংবদন্তি সম্পর্কে আরো সুস্পষ্ট ধারণা পেতে পারি। যেমন -
ভারতীয় কিংবদন্তি রামচন্দ্রঃ-
প্রাচীন ভারতের অন্যতম মহাকাব্য রামায়ণের উল্লেখিত একটি অন্যতম কিংবদন্তি চরিত্র হলো রামচন্দ্র। রাজা দশরথের পুত্র রামচন্দ্র সম্পর্কে যে কাহিনীগুলি প্রচলিত রয়েছে সেগুলি তাকে একটি কিংবদন্তি চরিত্র পরিনিত করে। রামচন্দ্রের কাছে এমন কিছু অতি মানবীয় শক্তি বা ক্ষমতা ছিল যা কখনোই কোনো সাধারণ মানুষের মধ্যে থাকতে পারে না। এবং সে সমস্ত শক্তি গুলিই রামচন্দ্রকে একটি কিংবদন্তি চরিত্র করে। রামচন্দ্রের সেই সমস্ত অতি মানবীয় কাহিনীর জন্য অনেকেই তার অস্তিত্ব সম্পর্কে সন্দেহ পোষণ করলেও অনেকেই এটা মেনে নেয় যে, অযোধ্যায় সত্যিই একসময় রামচন্দ্র নামে কোনো এক রাজা ছিলেন।
প্রাচীন গ্রিসের কিংবদন্তি হারকিউলিসঃ-
হারকিউলিস ছিলেন প্রাচীন গ্রিসের একজন উল্লেখযোগ্য কিংবদন্তী। হারকিউলিস এতোটাই শক্তিশালী ছিলেন যে, তিনি ছোটবেলাতেই দুটো দানবীয় সাপকে হত্যা করেছিলেন। এরপর তিনি যত বড় হতে থাকেন তার বীরত্বের কথা ততোই শোনা যেতে থাকে।।
প্রাচীন গ্রিসের কিংবদন্তি প্রমিথিটসঃ-
প্রমিথিউস হলেন প্রাচীন গ্রিসের অপর উল্লেখযোগ্য কিংবদন্তি চরিত্র। কথিত আছে যে, অন্যান্য জীবদের তুলনায় মানুষকে শ্রেষ্ঠতর করে তোলার জন্য প্রমিথিউস মানুষকে সোজা হয়ে হাঁটতে শেখালেন এবং অন্যান্য জীবের চেয়ে মানুষকে মহত্তর বলে ঘোষণা করলেন। তিনি স্বর্গে গিয়ে সূর্যের কাছ থেকে আগুন এনে মানুষকে উপহার দিলেন। এই উপহার দানে ক্ষুদ্ধ হয়ে গ্রিক দেবতা জিউস প্রমিথিউসকে পাহাড়ের সঙ্গে শেকল দিয়ে বেঁধে তাঁর ওপর বর্বর অত্যাচার চালান। প্রতিদিন একটি ইগল এসে প্রমিথিউসের কলিজা খেয়ে যেত এবং নতুন আর একটি কলিজার জন্ম হত। এভাবে প্রমিথিউসকে জিউস শাস্তি দেন।
গোপাল ভাঁড়ের কাহিনিঃ-
বাংলায় কৃচন্দ্র রাজার রাজসভার হাস্যরসিক গোপাল ভাঁড় সম্পর্কে বিভিন্ন কাহিনি বাংলায় প্রচলিত রয়েছে। বিভিন্ন কাহিনিতে গোপাল ভাঁড়ের অসামান্য বুদ্ধিমত্তা, রাজা এবং রাজপরিবারের সভাসদদের বারংবার বুদ্ধিতে পরাজিত করা, হাস্যরস সৃষ্টি প্রভৃতি ফুটে উঠেছে। নদীয়া জেলার কৃষ্ণনগরের ঘূর্ণীর বাসিন্দা হিসেবে পরিচিত গোপাল ভাঁড়ের বিভিন্ন কাহিনিতে কিছু কিছু যথার্থ ঐতিহাসিক তথ্য পাওয়া যায়। নদীয়া জেলার একজন বাসিন্দা হিসেবে গোপাল ভাঁড় রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় কাজ করতেন। দীর্ঘকাল ধরে কৃষ্ণচন্দ্রের রাজসভায় কাজ করার পর শেষ জীবনে গোপাল ভাঁড়ের কি পরিণতি হয়েছিল সেই সম্পর্কের কোনো সঠিক তথ্য নেই। এজন্য অনেকেই গোপাল ভাঁড়ের অস্তিত্ব নিয়ে সন্দেহ পোষণ করে থাকেন।।
আশাকরি, দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় অতীত স্মরণ (West Bengal Board Class 12 History Question Answer & Suggestion 2023 ) থেকে যে 'কিংবদন্তি কাকে বলে? কিংবদন্তি বিভিন্ন বৈশিষ্ট্য ও উদাহরণ গুলি সম্পর্কে আলোচনা' সম্পর্কে নোট দেওয়া হয়েছে, তা তোমাদের কাজে আসবে।।
Tags :
দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর | উচ্চমাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় বড় প্রশ্ন উওর | দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় অতীত স্মরণ অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর | wb class 12 History question answer | wb class xii History question answer | hs History question answer & suggestion 2023