দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর |
আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় বা উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় অতীত স্মরণ ( West Bengal Board Class 12 History Question Answer & Suggestion 2023 ) একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বা বিষয় 'জাদুঘর কাকে বলে? জাদুঘরের উদ্দেশ্য, কার্যাবলী এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা করো বা অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলােচনা'র উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো।
জাদুঘর কাকে বলে? জাদুঘরের উদ্দেশ্য, কার্যাবলী এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা করো || অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলােচনা করাে।
উওরঃ- বাংলা জাদুঘর শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো মিউজিয়াম মিউজিয়াম শব্দটি এসেছে প্রাচীন গ্রিক শব্দ মুসকান থেকে যার অর্থ হলো শিল্পকলার পৃষ্ঠপোষকদের বসার স্থান অথবা শিক্ষাদানের গৃহ।
খুব সাধারণভাবে বাংলায় জাদুঘর বলতে এমন এক প্রকার সংগ্রহশালাকে বোঝায় যেখানে বিভিন্ন ঐতিহাসিক উপাদান যেমন প্রাচীনকালের বিভিন্ন সাংস্কৃতিক, বৈজ্ঞানিক, প্রাকৃতিক, রাজনৈতিক-, অর্থনৈতিক ইত্যাদি ছাড়াও আরো অসংখ্য ধরনের ঐতিহাসিক উপাদান গুলিকে বিভিন্নভাবে সংরক্ষণ করে রাখা হয়। এবং পরবর্তীতে সেগুলোকে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হয়, সাধারণ অর্থে সেই প্রকার সংগ্রহশালাকেই জাদুঘর বলা হয়।।
জাদুঘর এর উদ্দেশ্য কার্যাবলী এবং গুরুত্ব অথবা অতীত পুনর্গঠনে জাদুঘরের গুরুত্বঃ
প্রাচীনকালে বিভিন্ন জাদুঘর বিভিন্ন উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হতো।প্রাচীনকালে সরকারি এবং বেসরকারি উভয় ভাবেই জাদুঘর গঠিত হতো। ফলে তাদের উদ্দেশ্য, কার্যাবলী এবং গুরুত্ব আলাদা আলাদা হতল। প্রাচীনকালের মতো বর্তমানকালেও যে সমস্ত জাদুঘর গড়ে ওঠে তাদের উদ্দেশ্য কার্যাবলী এবং গুরুত্ব বিভিন্ন প্রকার হতে পারে। কিন্তু সব জাদুঘরেরই কিছু উদ্দেশ্য কার্যাবলী এবং গুরুত্ব এক থাকে। যেমন -
বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন সংগ্রহঃ-
প্রত্যেকটি জাদুঘর প্রতিষ্ঠার প্রাথমিক কাজ ও উদ্দেশ্য হলো ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ঐতিহাসিক উপাদান গুলিকে খুজে বের করে সেই অতি মূল্যবান ঐতিহাসিক উপাদান গুলিকে যথাযথভাবে সংগ্রহ করে রাখা। এই সমস্ত ঐতিহাসিক উপাদান গুলিকে যথাযথভাবে সংগ্রহ করে রাখার ফলে বিভিন্ন ঐতিহাসিকের পরবর্তীকালে ইতিহাস রচনার ক্ষেত্রে সেই সমস্ত উপাদানগুলি যথেষ্ট পরিমাণে সাহায্য করতে পারে।।
বিভিন্ন ঐতিহাসিক উপাদান সংরক্ষণঃ-
প্রত্যেকটি জাদুঘরের একটি অন্যতম কাজ হল বিভিন্ন ঐতিহাসিক উপাদান গুলি সংগ্রহ করার পর সেগুলিকে যথাযথভাবে সংরক্ষণ করে রাখা। জাদুঘরে বিভিন্ন ধরনের ঐতিহাসিক উপাদান সংরক্ষিত হয়ে থাকে। যেমন বিভিন্ন প্রাচীন লিপি,প্রাচীন গ্রন্থ, দুষ্প্রাপ্য ও পুরাতাত্ত্বিক বস্ত্র, আশ্চর্যজনক বিভিন্ন বস্তু,বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার, বিভিন্ন ধরনের হাতিয়ার, অলংকার, প্রাচীনকালে ব্যবহৃত মানুষের বিভিন্ন ধরনের জিনিসপত্র ইত্যাদি।জিনিসগুলি বিভিন্ন জাদুঘরে দিনের-পর-দিন সংরক্ষিত রয়েছে। সেই সমস্ত উপাদানগুলিকে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখার জন্য জাদুঘরে বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করা হয়।।
প্রদর্শনঃ-
প্রতিটি জাদুঘরে বিভিন্ন ঐতিহাসিক উপাদান গুলিকে যথাযথভাবে সংরক্ষণ করে প্রাচীন ইতিহাসকে আবারো মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়। প্রতিটি জাদুঘরে বিভিন্ন ধরনের প্রাচীন এবং ঐতিহাসিক উপাদান সংরক্ষণ করে রাখার পর সেগুলিকে জনসাধারণের সামনে তুলে ধরার জন্য সেগুলোকে বিশেষভাবে প্রদর্শনের ব্যবস্থা করা হয়।জনসাধারণ জাদুঘরের নিয়ম-নীতি মেনে সেই সমস্ত প্রাচীন মানব সমাজ ও সভ্যতার বিভিন্ন উপাদান গুলিকে দেখার সুযোগ পায়। এরপরে মূলত একভাবে বর্তমান সমাজের সামনে প্রাচীনকালের বিভিন্ন রূপ ফুটে ওঠে।।
প্রতিকৃতি বা মডেল তৈরি করাঃ-
জাদুঘর গুলির আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো বিভিন্ন প্রাচীন এবং ঐতিহাসিক নিদর্শন এর প্রতিকৃতি বা মডেল তৈরি করে যে সেই সমস্ত নিদর্শনগুলির প্রদর্শনের ব্যবস্থা করা, যেই সমস্ত নিদর্শনগুলির সংগ্রহ জাদুঘরে নেই।। তাছাড়াও জাদুঘরে এমন কিছু দুষ্প্রাপ্য এবং অতি মূল্যবান জিনিস থাকে যেগুলো জনসাধারণের সামনে প্রদর্শনের ব্যবস্থা করলে সেগুলির চুরি হয়ে যাওয়া বা ক্ষতির সম্ভাবনা থাকে। সেকারনেই জাদুঘরসে সমস্ত নিদর্শনগুলি প্রতিকৃতি বা মডেল তৈরি করে সেগুলো দর্শকদের প্রদর্শন করে দর্শকদের কৌতূহল মেটানোর চেষ্টা করে।।
ঐতিহাসিক গবেষণাঃ-
জাদুঘরের সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা হল,জাদুকর দেশ-বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন এবং উপাদানগুলিকে খুঁজে বের করে সেগুলোকে যথাযথভাবে সংরক্ষণ করে রাখে। পরবর্তীকালে সেই সমস্ত প্রাচীন এবং ঐতিহাসিক নিদর্শন উপাদানগুলি সাহায্যে বিভিন্ন ঐতিহাসিক ইতিহাস চর্চার বিভিন্ন উপাদান খুঁজে বের করতে পারেন। অথবা সে সমস্ত প্রাচীন নিদর্শন গুলি বিভিন্ন ঐতিহাসিকদের গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।।
জনসাধারণকে আনন্দদানঃ-
জাদুঘর গুলির অন্যতম উদ্দেশ্য হলো বিভিন্ন ঐতিহাসিক এবং প্রাচীন নিদর্শনগুলি এবং দুষ্প্রাপ্য জিনিসগুলি প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে আনন্দ প্রদান করা। জাদুঘরে বেশির ভাগ জনগণই সেই সমস্ত প্রাচীন ঐতিহাসিক উপাদান গুলিকে দেখে উপভোগ করার দৃষ্টিভঙ্গি নিয়ে প্রবেশ করে। এবং এরুপ সাধারণ দর্শকদের কাছে জাদুঘর হলো হালকা জ্ঞান সংগ্রহের মাধ্যমে কিছু জ্ঞান অর্জনের স্থান।। তাই তাদের কাছে জাদুঘর হলো প্রদর্শনীর মাধ্যমে দর্শকদের আনন্দ দান করার একটি মাধ্যম।।
প্রকাশনাঃ-
জাদুঘরে সংরক্ষিত নানান ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে গবেষণালব্ধ নতুন তথ্য এবং সমসাময়িককালে আবিষ্কৃত বহুল আলােচিত বিষয় গুলি পত্রিকার মাধ্যমে প্রকাশ করা জাদুঘরের একটি অন্যতম কাজ।।নতুন কোন নিদর্শন জাদুঘরের সংগ্রহে যুক্ত হলে তাও সাধারণ দর্শকদের জন্য লিপিবদ্ধ করা উচিত। মূলত এভাবেই জাদুঘর অতীতের ঘটনা বা স্বৃতিকে নানাভাবে তুলে ধরে অতীত পুনর্গঠনে সাহায্য করে থাকে।।
আশাকরি, দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় বা উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় অতীত স্মরণ ( West Bengal Board Class 12 History Question Answer & Suggestion 2023 ) থেকে যে 'জাদুঘর কাকে বলে? জাদুঘরের উদ্দেশ্য, কার্যাবলী এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা করো বা অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলােচনা' সম্পর্কে যে নোট দেওয়া হয়েছে, তা তোমাদের কাজে আসবে।।
Tags :
দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর | উচ্চমাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় বড় প্রশ্ন উওর | দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় অতীত স্মরণ অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর | wb class 12 History question answer | wb class xii History question answer | hs History question answer & suggestion 2023