একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর |
আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায় গণতন্ত্র ও একনায়কতন্ত্র থেকে ( wb class 11 political science ) এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বা প্রশ্ন
' একনায়কতন্ত্র কাকে বলে? একনায়কতন্ত্র কত প্রকার এবং কি কি বা দলগত একনায়কতন্ত্র কাকে বলে, সামরিক একনায়কতন্ত্র কাকে বলে এবং ব্যক্তিগত একনায়কতন্ত্র কাকে বলে?'ইত্যাদি প্রশ্নগুলির উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো।
একনায়কতন্ত্র কাকে বলে? একনায়কতন্ত্র কত প্রকার এবং কী কী?
উওরঃ- যখন কোন একটি দেশ বা রাষ্ট্রের শাসন ব্যবস্থার সঙ্গে সেই দেশের জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকে,তথা জনগণ যখন নিজেদের মাধ্যমে নিজেদের শাসন করে, তখন তাকে বলা যায় গনতন্ত্র। অপরদিকে যখন কোনো দেশের শাসন ব্যবস্থা সেই দেশের জনগণের মাধ্যমে নিয়ন্ত্রিত না হয়ে কোনো একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি বা যখন কোনো সামরিক দলের দ্বারা সেই দেশের যাবতীয় শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হয়, তখন তাকে বলে একনায়কতন্ত্র।।
দেশের বা রাষ্ট্রের শাসনব্যবস্থা কার মাধ্যমে বা কাদের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে সেই ভিত্তিতে একনায়কতন্ত্রকে তিন ভাগে ভাগ করা হয়। যথা দলগত একনায়কতন্ত্র,সামরিক একনায়কতন্ত্র এবং ব্যক্তিগত একনায়কতন্ত্র।।
দলগত একনায়কতন্ত্রঃ-
যখন কোন একটি দেশের বা রাষ্ট্রের শাসন ক্ষমতা শুধুমাত্র একটি দলের হাতে থাকে এবং সেই দলের মাধ্যমেই দেশের সমস্ত শাসন ব্যবস্থার নিয়ন্ত্রিত হয়,তখন তাকে দলগত একনায়কতন্ত্র বলা হয়।। এরূপ শাসন ব্যবস্থায় যে দলটি দেশের শাসনব্যবস্থা নিয়ন্ত্রণ করে,মূলত সেই দলের কয়েকজন বা একজন প্রধান কর্মকর্তা নেতৃত্বেই তাদের বা তার দল সমস্ত শাসনব্যবস্থা পরিচালনা করে।
ক্ষমতা দখলের পর সংশ্লিষ্ট দলটি নিজের একচ্ছত্র রাজনৈতিক আধিপত্য ও কর্তৃত্ব বজায় রাখার জন্য প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও কর্মীদের ভীতি প্রদর্শন, মিথ্যা অভিযোগে গ্রেপ্তার, বিচারের নামে প্রহসন, সীমাহীন দমন-পীড়ন, এমনকি গুপ্তহত্যা প্রভৃতির আশ্রয় গ্রহণ করতে বিন্দুমাত্র দ্বিধা করে না। ক্ষমতাসীন দলের সর্বোচ্চ নেতা বা নেত্রীর নির্দেশেই দলীয় নেতা ও কর্মীরা এইসব কার্য সম্পাদন করে। এইভাবে দলগত একনায়কতন্ত্র কার্যক্ষেত্রে ব্যক্তিগত বা ব্যক্তিকেন্দ্রিক একনায়কতন্ত্রে পর্যবসিত হয় বলে অনেকে মনে করেন। উদাহরণ হিসেবে বলা যায়, হিটলার ও মুসোলিনি যথাক্রমে নাৎসি ও ফ্যাসিস্ট দলের একনায়কত্বের ছত্রছায়ায় কার্যত ব্যক্তিগত একনায়কতন্ত্র চালিয়েছিলেন।
সামরিক একনায়কতন্ত্রঃ-
যখন কোনো একটি দেশের বা রাষ্ট্রের সমস্ত শাসন ক্ষমতা যদি কোনো একটি সামরিক দল বা সামরিক বাহিনী অথবা সামরিক বাহিনীর নেতার দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন সেই প্রকার একনায়কতন্ত্রকে সামরিক একনায়কতন্ত্র বলা হয়।। এরূপ ক্ষেত্রে সামরিক বাহিনী এবং কিছুটা পরিমাণে হলেও অসামরিক ব্যক্তিবর্গের ওপর নির্ভর করা ছাড়া ওই সমরনায়কের পক্ষে রাজনৈতিক ক্ষমতা ধরে রাখা সম্ভব নয়। উদাহরণ হিসেবে পাকিস্তানের সেনানায়ক আয়ুব খান, মিশরের কর্নেল নাসের, ইন্দোনেশিয়ার জেনারেল সুহার্তো প্রমুখ কর্তৃক সামরিক একনায়কতন্ত্র প্রতিষ্ঠার কথা উল্লেখ করা যেতে পারে। এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে অ্যালান বল (Alan R. Ball) তাঁর মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট (Modern Politics and Government) নামক পুস্তকে এই মন্তব্য করেছেন যে, ১৯৪৫ সালের পরবর্তী সময়ে মধ্য ও দক্ষিণ আমেরিকায়, মধ্যপ্রাচ্যে, আফ্রিকার নতুন রাষ্ট্রগুলিতে, এশিয়া ও ইউরোপের বহু দেশে সামরিক বাহিনীর সফল ও অসফল প্রত্যক্ষ হস্তক্ষেপের ঘটনা ঘটেছে। এইসব ঘটনা থেকে এরূপ ধারণা সৃষ্টি হয় যে, সামরিক বাহিনী কর্তৃক রাজনৈতিক নিয়ন্ত্রণ ক্ষমতা দখল (seizure of political control by the armed forces) কিংবা একটি অসামরিক সরকারের পরিবর্তে অন্য একটি অসামরিক সরকারকে ক্ষমতায় অধিষ্ঠিত করার ঘটনা আধুনিক রাজনৈতিক ব্যবস্থার একটি রীতি (norm) হয়ে দাঁড়িয়েছে।
ব্যক্তিগত একনায়কতন্ত্রঃ-
যখন কোনো একটি দেশের সমস্ত শাসনক্ষমতা শুধুমাত্র একজন ব্যক্তির হাতে থাকে অথবা ব্যক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়,তখন সেই প্রকার একনায়কতন্ত্রকে ব্যক্তিগত একনায়কতন্ত্র বলে। এই প্রকার একনায়কতন্ত্রে একজন ব্যক্তি দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এবং তার হাতেই রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা কেন্দ্রীভূত থাকে। এবং যেকোনো অবস্থায় তিনিই হলেন শেষ কথা বলার অধিকারী।।
সাধারণত সংবিধান-বহির্ভূতভাবে ক্ষমতা দখল ক'রে এরূপ একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এইভাবে ক্ষমতা দখল করতে হলে সামরিক বাহিনী এবং দেশের প্রবর শ্রেণির সমর্থন ও সাহায্য বিশেষভাবে প্রয়োজন। অবশ্য অনেক সময় আইনানুমোদিত পদ্ধতিতে রাষ্ট্রক্ষমতা অধিকার ক’রে একনায়ক সম্পূর্ণ স্বৈরাচারী শাসন প্রবর্তন করতে পারেন। রোমে জুলিয়াস সিজারের কিংবা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করার পর আফ্রিকা মহাদেশের ঘানায় ন'কুমার শাসনব্যবস্থা হল ব্যক্তিগত একনায়কতন্ত্রের প্রকৃষ্ট উদাহরণ। একইভাবে জার্মানিতে হিটলার এবং ইটালিতে মুসোলিনি আইনানুমোদিত পদ্ধতিতে ক্ষমতা লাভ করার পর স্বৈরাচারী ব্যক্তিগত একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।
আশাকরি যে, আজকের এই একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায় "গণতন্ত্র ও একনায়কতন্ত্র" এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বা বিষয় এককনায়কতন্ত্র কাকে বলে? একনায়কতন্ত্র কত প্রকার এবং কী কী? সম্পর্কে উওর পেয়ে গেছো। যদি এই পোস্টটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোস্ট গুলো পড়ে দেখো।
Tags :
একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর | ক্লাস 11 গণতন্ত্র ও একনায়কতন্ত্র বড় প্রশ্ন উওর | একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান গণতন্ত্র ও একনায়কতন্ত্র বড় প্রশ্ন উত্তর | 11 রাষ্ট্রবিজ্ঞান বড় প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উওর এবং সাজেশন 2023 | একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর | wb class 11 political science question answer | wb class 11 political science short question answer |