মোঘল সাম্রাজ্যের পতনের বা অবনতির কারণ সম্পর্কে আলোচনা করো || একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উত্তর এবং সাজেশন 2023

0

 

মোঘল সাম্রাজ্যের পতনের বা অবনতির কারণ সম্পর্কে আলোচনা করো || একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উত্তর এবং সাজেশন 2023
একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন উওর এবং সাজেশন 2023 

আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায়ের ( West Bengal Board Class 11 history chapter 3 questions and answers in bengali ) রাজনৈতিক বিবর্তন শাসনকার্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা অধ্যায়ের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 'মোঘল সাম্রাজ্যের পতনের বা অবনতির কারণ সম্পর্কে আলোচনা করো। বা মোগল সাম্রাজ্যের পতন ঘটেছিল কেন?' এর উত্তর ( Class 11 history chapter 3 questions and answers ) তোমাদের সঙ্গে শেয়ার করবো।।

মোঘল সাম্রাজ্যের পতনের বা অবনতির কারণ সম্পর্কে আলোচনা করো। || মোগল সাম্রাজ্যের পতন ঘটেছিল কেন?

ভূমিকাঃ- জহিরুদ্দিন মোহাম্মদ বাবর 1526 খ্রিস্টাব্দে ভারতের লেদি বংশের শাসনকালের রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে ভারত আক্রমণ করেন। এবং তিনি প্রথম পানিপথের যুদ্ধে দিল্লির সুলতানকে পরাজিত করে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। দীর্ঘ সময় পর্যন্ত ভারতে মোগল সাম্রাজ্যের শাসন থাকলেও সম্রাট ঔরঙ্গজেবের পর থেকে মোগল সাম্রাজ্যের পতন হতে শুরু করে। মোগল সাম্রাজ্যের এই পতনের পেছনে যে মূল কারণ গুলি ছিল,তা হল-

মোগল সাম্রাজ্যের পতনের কারণ হিসেবে সাম্রাজ্যের বিশালতাঃ- 

সম্রাট আকবর তার সম্রাজ্যেকালে সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করে মোগল সাম্রাজ্যের সীমানা বহুদূর পর্যন্ত বিস্তৃত করেছিলেন। এরপর সম্রাট ঔরঙ্গজেবের পর্যায়ে মোগল সাম্রাজ্যের চূড়ান্ত বিস্তার ঘটেছিল। এত বিশাল পরিমাণ সাম্রাজ্য প্রতিষ্ঠিত হওয়ায় সুদূর দিল্লি থেকে মোগল সাম্রাজ্যের দূরবর্তী প্রান্তগুলোতে সঠিক শাসন বজায় রাখা মোগল সাম্রাজ্যের পক্ষে সম্ভব হয়নি। ফলে বিভিন্ন প্রাদেশিক বিদ্রোহ,প্রাদেশিক শাসনকর্তাদেশ কারচুপি ইত্যাদি মোগল সাম্রাজ্যের পতনের একটি উল্লেখযোগ্য কারণ হয়ে দাড়িয়েছিল।

অর্থনৈতিক দুর্বলতাঃ-

মোগল সম্রাট আকবরের পরবর্তী সময়ে মোগল সাম্রাজ্যের অর্থনীতি খুবই দুর্বল হয়ে পড়েছিল সেই সময়ে সম্রাটদের সীমাহীন জাঁকজমক, বিলাসিতা,বিশাল সেনাবাহিনীর প্রতিষ্ঠা, তাদের বেতন,অস্ত্র সংগ্রহ ইত্যাদি ক্ষেত্রে মোঘল সাম্রাজ্যের প্রচুর পরিমাণ অর্থ ক্ষয় হতো। দ্বিতীয়ত মুঘল সম্রাট শাহজাহানের আমলে একের পর এক নির্মল পরিকল্পনা গৃহীত হলে, সেসব পূরণ করতে রাজকোষের বিপুল পরিমাণ অর্থ হয় হয়ে যায়। তাছাড়া তিনি কয়েকটি ব্যর্থ অভিযানে কোশাগারের বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছিলেন। এর ফলে মুঘল সাম্রাজ্যে চরম অর্থ সংকট দেখা যায়। এছাড়াও ঔরঙ্গজেবের আমলে বিভিন্ন যুদ্ধ এবং বিদ্রোহ দমন করতে গিয়ে রাজকোশে যে বিপুল পরিমাণ অর্থ ক্ষয় হয়েছিল,তা অনেক ক্ষেত্রেই মোগল সাম্রাজ্যের পতনকে ডেকে এনেছিল।।

মুঘল সাম্রাজ্যের পতনের কারণ হিসেবে জায়গিরদারী সংকটঃ- 

মোগল প্রশাসনে বহু মনসবদারকে নগদ বেতনের পরিবর্তে জায়গির দেওয়া শুরু হলে প্রশাসনে নানা সমস্যা দেখা দেয়। জাহাঙ্গীরের আমলে জায়গিরদারি ব্যবস্থায় সংকট দেখা দেয় এবং ঔরঙ্গজেবের আমলে তা প্রকট হয়। অশান্ত দাক্ষিণাত্য থেকে ভালো রাজস্ব আদায় হত না বলে বহু জায়গিরদার উত্তর থেকে দাক্ষিণাত্যে বদলি হতে চাইত না। ফলে উত্তরের জায়গির পাওয়ার জন্য প্রশাসনে নানা চক্রান্ত, ষড়যন্ত্র, দুর্নীতি প্রভৃতি শুরু হয়।

শাসকদের অযোগ্যতাঃ-

মোগল সাম্রাজ্যের অস্তিত্ব সম্পূর্ণভাবেই মোগল সম্রাটদের ব্যক্তিত্ব এবং যোগ্যতার উপর নির্ভরশীল ছিল। সেই সঙ্গে ছিল শক্তিশালী সামরিক বাহিনীর ওপর নির্ভশীলতা। মোগল সম্রাট ঔরঙ্গজেবের পরবর্তীকালে একের পর এক অযোগ্য শাসক মোঘল সাম্রাজ্যের সিংহাসনে বসলে,তাদের ভুলভাল সিদ্ধান্ত এবং নানা ভুল পদক্ষেপ মোগল সাম্রাজ্যের পতন ডেকে আনে।।

মোঘল সাম্রাজ্যের পতনের ক্ষেত্রে আঞ্চলিক বিদ্রোহঃ- 

মোঘল সাম্রাজ্যের পতনের ক্ষেত্রে আঞ্চলিক বিদ্রোহও তাৎপর্যপূর্ণ ছিল। বিভিন্ন আঞ্চলিক বিদ্রোহের কারণে মোগল সম্রাটগণ তাদের সাম্রাজ্যের অখন্ডতাকে ধরে রাখতে পারেনি। বিভিন্ন অঞ্চলের জমিদার ও কৃষকদের বিদ্রোহ মুঘল সাম্রাজ্যের পতনের অন্যতম প্রধান কারণ ছিল। মুঘল যুগে জমির উপর জায়গিরদারদের অধিকার স্থায়ী ছিল না। জায়গিরদারদের বিভিন্ন জায়গায় বদলি করা হত। ফলে জায়গিরদাররা কৃষকদের কাছ থেকে অত্যধিক হারে রাজস্ব আদায় করত। এতে কৃষকদের উপর  শোষন ও অত্যাচার বাড়ত। মুঘল যুগের উল্লেখযোগ্য কৃষক বিদ্রোহগুলি হল জাঠ, শিখ ও সৎনামী বিদ্ৰোহ। এসমস্ত কৃষক বিদ্রোহের ফলে বারবার তাদের বিদ্রোহ দমন করতে গিয়ে মুঘল সাম্রাজ্যের সম্রাটদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতো। তার মধ্যে সবচাইতে বড় ছিল বিদ্রোহ দমনে আর্থিক ক্ষয়ক্ষতি এবং সম্রাটের প্রতি প্রজাদের অসমর্থন। সম্রাটের প্রতি প্রজাদের সমর্থন না থাকা যেকোনো সাম্রাজ্যেরর পতনের একটা বড় কারণ।। 

মোগল সাম্রাজ্যের পতনের ক্ষেত্রে বৈদেশিক আক্রমণঃ-

যখন একটি সাম্রাজ্য দুর্বল হয়ে পড়তে থাকে, তখনই বিভিন্ন বহিঃশত্রু সেই সম্রাজ্যকে আক্রমণ করে তা দখলের চেষ্টা করে। মুঘল সাম্রাজ্যের ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছিল। যখন মোঘল সাম্রাজ্য বিভিন্ন কারণে সংকটে জর্জরিত হয়ে পড়ে,ঠিক তখন নাদির শাহ এবং আহমদ শাহ আবদালির আক্রমণ মুঘল সাম্রাজ্যের চরম ক্ষতি সাধন করেছিল। তাদের আক্রমণ প্রতিহত করতে গিয়ে মোগল সাম্রাজ্যের সম্রাটদের বিপুল পরিমাণ আর্থিক এবং সামরিক ক্ষয়ক্ষতি হয়েছিল। 

মোগল সাম্রাজ্যের পতনের ক্ষেত্রে সামরিক ত্রুটিঃ- 

মোগল সাম্রাজ্যের পতনের কারণের ক্ষেত্রে আরেকটি উল্লেখযোগ্য কারণ ছিল মোঘল সাম্রাজ্যের সামরিক বাহিনীর মধ্যে কোনো ঐক্য না থাকা। সামরিক ত্রুটি মোগল সাম্রাজ্যের পতনের একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল। বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ নিয়ে গড়ে ওঠা মোগল বাহিনীতে কোনো ঐক্য ও সংহতি ছিল না। মনসবদাররা যুদ্ধের সময় সম্রাটকে যে সেনা সরবরাহ করত তাদের আনুগত্য থাকত মনসবদারদের প্রতি, সম্রাটের প্রতি নয়। বহু মনসবদার নির্দিষ্ট সেনা না রেখে সম্রাটকে ফাঁকি দিত। তা ছাড়া মোগল সেনাবাহিনীর গতি ছিল খুবই ধীর এবং অস্ত্রশস্ত্রের প্রযুক্তি ছিল খুবই পুরোনো ও নিম্নমানের।

উপসংহারঃ- সুতরাং দেখা যায় 1526 খ্রিস্টাব্দে জহিররদ্দিন মোহাম্মদ বাবরের প্রতিষ্ঠিতি মুঘল সাম্রাজ্যের পতনের পেছনে একাধিক কারণ ছিল।। মোগল সাম্রাজ্যের অস্তিত্ব ১৮৫৮ খ্রিস্টাব্দে সম্পূর্ণ লুপ্ত হলেও সাম্রাজ্যের পতন প্রকৃতপক্ষে শুরু হয়েছিল ১৭০৭ খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যুর পর থেকেই। ১৭০৭ খ্রিস্টাব্দের পরবর্তীকালে মোগল সাম্রাজ্যের ক্রমিক পতন এবং ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার একইসঙ্গে ঘটতে থাকে।


আশাকরি,একাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায়ের ( West Bengal Board Class 11 history chapter 3 questions and answers in bengali ) রাজনৈতিক বিবর্তন শাসনকার্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা অধ্যায় থেকে  'মোঘল সাম্রাজ্যের পতনের বা অবনতির কারণ সম্পর্কে আলোচনা করো। বা মোগল সাম্রাজ্যের পতন ঘটেছিল কেন?' সম্পর্কে যে নোট শেয়ার করা হয়েছে, তা তোমাদের কাজে আসবে।।

Tags : একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন উওর 2023 | একাদশ শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর | class 11 history question answer | class 11 history question and answer chapter 3 | class 11 history question answer & suggestion 2023

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top