আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায়ের ( Class 11 history chapter 3 questions and answers in bengali ) রাজনৈতিক বিবর্তন শাসনকার্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা অধ্যায়ের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 'গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ গুলি সম্পর্কে আলোচনা করো অথবা, গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটেছিল কেন?' এর উত্তর ( wb Class 11 history chapter 3 questions and answers ) তোমাদের সঙ্গে শেয়ার করবো।।
গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ গুলি সম্পর্কে আলোচনা করো || গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটেছিল কেন?
ভূমিকাঃ- ভারতের প্রাচীন সাম্রাজ্য গুলির মধ্যে শ্রীগুপ্তের প্রতিষ্ঠিত গুপ্ত সাম্রাজ্য ছিল অন্যতম। শ্রী গুপ্ত ভারতের মৌর্য সাম্রাজ্যের পতনের কিছুকাল পরে বাংলা এবং বিহারের বেশ কিছু অংশ নিয়ে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত গুপ্ত সাম্রাজ্যের অস্তিত্ব থাকার পর জীবিত গুপ্তের মৃত্যুর পর আনুমানিক ৫০০ খ্রীষ্টপূর্বাব্দে গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটেছিল। গুপ্ত সাম্রাজ্যের এই পতনের পেছনে মূলত একাধিক কারণ ছিল। যেমন -
অযোগ্য উওরাধিকারঃ-
যেকোনো সাম্রাজের পতনের পিছনে যোগ্য সম্রাট বা শাসনকর্তার অভাব বিশেষ লক্ষণীয়। গুপ্ত সাম্রাজ্যের ক্ষেত্রেও দুর্বল এবং অযোগ্য উত্তরাধিকার সাম্রাজ্যের পতনের পিছনে ভীষণভাবে দায়ী ছিল। গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাটদের মধ্যে স্কন্দগুপ্ত ছিলেন শেষ সম্রাট। তার পরবর্তী কালে যে সমস্ত সম্রাটরা গুপ্ত সাম্রাজ্যের হাল ধরেছিলেন,তারা মূলত কোনো দিক থেকেই সাম্রাজ্যের যোগ্য শাসক ছিলেন না। যার ফলে গুপ্ত সাম্রাজ্যের প্রাদেশিক বিচ্ছিন্নতা যখন মাথাচাড়া দিয়ে ওঠে, তখন তারা তা নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে সক্ষম ছিলেন ন। এছাড়াও বিভিন্ন বৈদেশিক আক্রমণও তারা প্রতিহিত করতে পারেননি।। ফলে এসব কারণে গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটেছিল।।
সঠিক ভূমিদান ব্যবস্থা না থাকাঃ-
গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ হিসেবে ভূল ভূমিদান ব্যবস্থাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুপ্ত সাম্রাজ্যের সম্রাটরা মূলত যে সমস্ত জমি কোনো ব্রাহ্মণ, পণ্ডিতকে বা কোনো মন্দিরকে অগ্রহার ব্যবস্থার মাধ্যমে জমি দান করতেন? তার উপর থেকে তাদের সমস্ত কর্তৃত্ব উঠে যেত। এছাড়াও যেসব প্রাদেশিক শাসনকর্তাকে জমি দান করা হতো, সেখানেও তারা নিজেদের কর্তৃত্ব স্থাপন করে। এভাবে সাম্রাজ্যের সম্পদের পরিমাণ কমতে থাকে এবং এটাও গুপ্ত সাম্রাজ্যের পতনের একটি কারণ হয়ে দাঁড়ায়।।
গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ হিসেবে আর্থিক সমস্যাঃ-
যেকোনো সাম্রাজ্যের পতনের কারণ হিসেবে সেই সাম্রাজ্যের আর্থিক সমস্যা যথেষ্ট গুরুত্বপূর্ণ। একটি সাম্রাজ্যকে সঠিকভাবে টিকিয়ে রাখার জন্য সাম্রাজ্যের আর্থিক ব্যবস্থা খুবই শক্তিশালী হওয়া প্রয়োজন। কিন্তু চতুর্থ এবং পঞ্চম শতাব্দীতে গুপ্ত সাম্রাজ্যের আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছিল যা এই সাম্রাজ্যের পতনকে ডেকে এনেছিল। সমুদ্রগুপ্তের পরবর্তীকালে শাসকের আমলে গুপ্ত সাম্রাজ্যের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন রাজারা নিয়মিত কর প্রদানে কারচুপি করতে শুরু করেছিল। এছাড়া বিভিন্ন রাজ্য গুলির পরবর্তীতে গুপ্ত সাম্রাজ্য থেকে আলাদা হয়ে যাওয়ায়, সে সমস্ত রাজ্য থেকে যেসব কর আদায় হতো, তার অভাবে রাজকোষ অনেকটাই শূন্য হয়ে যায়। এছাড়াও চতুর্দশ এবং পঞ্চম শতাব্দীতে গুপ্ত সাম্রাজ্যের সঙ্গে রোমের বাণিজ্য অনেকটাই কমে গিয়েছিল। এর ফলে গুপ্ত সাম্রাজ্যের বৈদেশিক বাণিজ্য ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।এবং বৈদেশিক বাণিজ্য থেকে যে সমস্ত মুদ্রা অর্জন হতো, তাও ধীরে কমতে শুরু করে।।
গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ হিসেবে বৈদেশিক হূন আক্রমণঃ-
অযোগ্য মন্ত্রীদের নিয়োগঃ-
গুপ্ত সাম্রাজ্যের শাসন ব্যবস্থায় মন্ত্রীদের একটি বিশেষ ভূমিকা ছিল। গুপ্ত সাম্রাজ্যের মন্ত্রী নিয়োগের প্রক্রিয়াটি ছোট বংশানুক্রমিক। অর্থাৎ মন্ত্রীর পূত্র মন্ত্রী পদেই নিয়োগ হবে। এই প্রথা প্রচলিত থাকায় গুপ্ত সাম্রাজ্যের রাজকার্যে বা সাম্রাজ্য পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত মন্ত্রী ছিলেন, পরবর্তীকালে তাদের অযোগ্য সন্তানরাও সেই একই পদে নিয়োগ হয়ে যেত।। এর ফলে অনেক সময়ই অযোগ্য ব্যক্তি বা মন্ত্রীদের ভূল সিদ্ধান্ত, পরামর্শ বা সাম্রাজ্যের প্রশাসনিক কাজে তাদের ভূল পদক্ষেপ গুপ্ত সাম্রাজ্যের পতনে সাহায্য করেছিল।।
উপসংহার, সুতরাং পরিশেষে সব দিক বিচার বিশ্লেষণ করে বলা যায়, শ্রীগুপ্তের প্রতিষ্ঠিত গুপ্ত সাম্রাজ্যের পতনের পিছনে একাধিক কারণ লুকিয়ে ছিলো। এবং সেই সমস্ত কারণগুলির মিলিত ফলেই গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটেছিল। উপরিক্ত কারণ গুলি ছাড়াও গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ হিসেবে গুপ্ত সাম্রাজ্যের সম্রাটদের অহিংস নীতি, তাদের বিলাসিতা, তাদের কর্মবিমুখ হয়ে পড়া ইত্যাদি কারণ গুলিও যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল।।
আশাকরি,একাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায়ের ( Class 11 history chapter 3 questions and answers in bengali ) রাজনৈতিক বিবর্তন শাসনকার্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা থেকে যে, 'গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ গুলি সম্পর্কে আলোচনা করো অথবা, গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটেছিল কেন?' সম্পর্কে নোট শেয়ার করা হয়েছে, তা তোমাদের কাজে আসবে।।
Tags : একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন উওর 2023 | একাদশ শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর | class 11 history question answer | class 11 history question and answer chapter 3 | class 11 history question answer & suggestion 2023