১৮৩০ সালের জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল গুলি আলোচনা করো || নবম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর

0

 

১৮৩০ সালের জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল গুলি আলোচনা করো || নবম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর

আজকের এই পোস্টের মাধ্যমে নবম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায় উনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত ( WBBSE Class 9 History Question Answer & Notes in Bengali ) অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ 4 বা 8 মার্কের প্রশ্ন '১৮৩০ সালের জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল গুলি আলোচনা করো'র উওর ( WBBSE Class 9 Question Answer & Suggestion 2023 ) তোমাদের সঙ্গে শেয়ার করবো। নবম শ্রেণির ইতিহাস তৃতীয় উনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত অধ্যায় থেকে ১৮৩০ সালের জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল গুলি আলোচনা করো প্রশ্নটি তোমাদের পরিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এই প্রশ্নটি মন দিয়ে পড়ো।।

১৮৩০ সালের জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল গুলি আলোচনা করো

ভূমিকাঃ- ভিয়েনা কংগ্রেসের ব্যবস্থা অনুযায়ী ফ্রান্সে আবার বুরবোঁ রাজবংশের প্রতিষ্ঠা হয়। বুরবোঁ রাজবংশের প্রতিনিধি ছিলেন অষ্টাদশ লুই। তিনি ন্যাহ্য নীতি অনুযায়ী আবার ফ্রান্সের সিংহাসনে বসেন। কিন্তু তাঁর প্রাজত্বকালে নানারকম বিরোধী দলের সৃষ্টি হয়। তবে তিনি আপোষমুখী নীতি অনুসরণ করেন। যে সমস্ত রাজনৈতিক দল তাঁর সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল তাদের মধ্যে উগ্র রাজপন্থী, সংবিধানপন্থী, উদারপন্থী এবং চরমপন্থী দল নামে বিভিন্ন দলগুলি উল্লেখযোগ্য। ১৮১৫ সালের নির্বাচনে রাজতন্ত্রীরা সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল। অষ্টাদশ লুই আইনসভা ভেঙ্গে দেন। কারণ উগ্র রাজপন্থীরা তাদের প্রতিদ্বন্দ্বী উদারতন্ত্রীদের হত্যা শুরু করেছিলেন। ফ্রান্সের ইতিহাসে এই হত্যাকাল ‘শ্বেত সন্ত্রাস' নামে পরিচিত।

১৮৩০ সালের জুলাই বিপ্লবের কারণ-মধ্যমপন্থীরা ক্ষমতায় অধিষ্ঠিতঃ-

কিন্তু অচিরেই নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এবার মধ্যমপন্থীরা ক্ষমতায় নাসেন। তাঁদের প্রধানমন্ত্রী ছিলেন রিশেল্যু। তিনি বেশ কয়েকটি সংস্কার প্রবর্তন করে জনপ্রিয়তা অর্জনের চষ্টা করেন। কিন্তু তা সত্ত্বেও তিনি বেশিদিন টিকতে পারেন নি। এরপর মন্ত্রী হন দে কাজে। লোভেল নামক এক ব্যাক্তি ফ্রান্সের সিংহাসনের উত্তরাধিকারী ডিউক-ডি-বেরীকে হত্যা করে। ফলে আবার নির্বাচন হয় কি কাজের পতনের পর নির্বাচনে উগ্র রাজপন্থীদের জয়লাভ ঘটেছিল। তাদের নেতা ছিলেন ভিলীল। ডিনীর কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কার প্রবর্তন করেন। এগুলির মধ্যে সংবাদপত্রের স্বাধীনতা লোপ, ফ্রান্সে নিরপেক্ষ ব্যবস্থার অবসান,বিশ্ববিদ্যালয়ের সভাপতির পদে বিশপ নিয়োগের ব্যবস্থা হয়। বিত্তশালী ব্যক্তিদের আরোও বেশি ভোটের অধিকার দেওয়া হয়। ১৮২৪ খ্রীষ্টাব্দে অষ্টাদশ লুই-এর মৃত্যু হয়। পরবর্তী রাজা হন অষ্টাদশ লুই-এর ভ্রাতা ডিউক অব আর্টোয়িস। তিনি 'দশম চার্লস' উপাধি নিয়ে সিংহাসনে আরোহণ করেন। তখন ফ্রান্সের মন্ত্রীসভায় উগ্র রাজপন্থীদের প্রভাব ছিল। যাজক শ্রেণীও শক্তিশালী হয়ে উঠেছিল। দশম চার্লস ভিলীলের সাহায্যে দেশত্যাগী অভিজাতদের সন্তুষ্ট করতে চেষ্টা করেন। তাঁদের যে সমস্ত ভূ-সম্পত্তি বিপ্লবের সময় বাজেয়াপ্ত করা হয়েছিল তার জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়। প্রায় ১ লক্ষ ফ্রা বিলিয়ন ক্ষতিপূরণ দিয়েছিলেন। কিন্তু দশম চার্লস অচিরেই ভিলীল এবং তারপর ম্যার্তিগন্যাককে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়ে অবশেষে পলিগ ন্যাককে মন্ত্রিসভায় নিযুক্ত করেন।

উদারনীতির প্রবর্তনঃ- 

তিনি ধর্মযাজক ও অভিজাতদের হৃতগৌরব ও অধিকার পুনঃ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। পলিগ ন্যাকের প্রতিক্রিয়াশীল নীতির অচিরেই পতন ঘটে। কারণ দশম চার্লস জুলাই অর্ডিন্যান্সের দ্বারা প্রতিক্রিয়াশীল নীতির পুনঃ প্রবর্তন করতে চেয়েছিলেন। জুলাই অর্ডিন্যান্স দ্বারা আইনসভা ভেঙ্গে দেওয়া হয়। বিত্তবানদের ভোটের অধিকার বৃদ্ধি করা হয়। বুর্জোয়াদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়। নুতন নির্বাচনের দিন ঘোষণা করা হয়। জুলাই অর্ডিন্যান্সের বিরুদ্ধে প্রজাতন্ত্রী এবং উদারপন্থীরা প্রতিবাদ জানাতে শুরু করে। প্যারিস শহরে বিদ্রোহ শুরু হয়। শেষ পর্যন্ত দশম চার্লসের পতন হয় এবং অর্লিয়েন্স বংশের লুই ফিলিপ ফ্রান্সের সিংহাসনে বসেন। দশম চার্লস ইংল্যাণ্ডে আশ্রয় গ্রহণ করেণ। দ্বিকক্ষ যুক্ত আইনসভাও গঠিত হল— উর্দ্ধকক্ষের নাম হল 'চেম্বার অব পীয়ারস' এবং নিম্নকক্ষের নাম 'চেম্বার অব ডেপুটিজ'। ফ্রান্সে এই ভাবেই জুলাই বিপ্লব শুরু হয়।

1830 খ্রিস্টাব্দের জুলাই বিপ্লবের গুরুত্ব ও ফলাফলঃ-  

বিপ্লবের প্রকৃতি যাইহোক, জুলাই বিপ্লব ফ্রান্স তথা ইউরোপের ক্ষেত্রে সুদূরপ্রসারী প্রতিক্রিয়া সৃষ্টি করে। কোন কোন ঐতিহাসিক এই বিপ্লবকে প্রকৃত বিপ্লব বলে মনে করেন না। আবার এই বিপ্লবকে অনেকে রক্ষণশীল বিপ্লব বলে মনে করেছেন। জুলাই বিপ্লবের ফলে কোন মৌলিক পরিবর্তন হয় নি। এজন্য ১৮৪৮ সালের ফেব্রুয়ারীতে ফ্রান্সে আবার বিপ্লব ঘটেছিল। তবে জুলাই বিপ্লব একেবারে নিরর্থক ছিল না। কারণ এই বিপ্লব কোন কোন ক্ষেত্রে পরিবর্তনের সূচনা করেছিল।

প্রথমত, রাজার ক্ষমতা লোপঃ- এই বিপ্লবের ফলে লুই ফিলিপ রাজা হন। তিনি সংবিধান মেনে শাসন করবার প্রতিশ্রুতি দেন। লুই ফিলিপ ছিলেন অর্লিয়েন্স বংশের লোক। এজন্য তিনি পার্লামেন্ট এবং সংসদের দ্বারা সিংহাসনে বসেন এবং সম্পূর্ণভাবে সংসদের নিয়ন্ত্রণে চলে যান। রাজার বিশেষ ক্ষমতাও লোপ করা হয়।

দ্বিতীয়ত, স্বৈরাচারের ধ্বংসঃ- 

জুলাই বিপ্লব উগ্র রাজপন্থীদের পতন ঘটায়। যাজক শ্রেণীর প্রাধান্য পুনঃ স্থাপনের চেষ্টা ব্যর্থ হয়। সামন্ত প্রথাও বিদায় নিয়েছিল। অর্থাৎ সংক্ষেপে দশম চার্লসের স্বৈরাচারী শাসন পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টা ব্যর্থ হয়। গর্ডন ক্রেইম-এর ভাষায় দশম চার্লসের স্বৈরাচার পুনঃস্থাপনের প্রচেষ্টাকে জুলাই বিপ্লব ধ্বংস করে দেয়।

তৃতীয়ত, জাতীয়তাবাদে জয়ঃ- 

এই বিপ্লবের ফলে জাতীয়তাবাদী ও উদারনৈতিক চিন্তাধারার ক্রমবিকাশ ঘটে। ইংল্যান্ড, হল্যান্ড, সুইজারল্যান্ড প্রভৃতি অঞ্চলে উদারনীতি শাসনতন্ত্রে প্রভাব ফেলেছিল। হল্যান্ড থেকে বেলজিয়াম বেরিয়ে আসে এবং তার ফলে জাতীয়তাবাদী আদর্শের জয়লাভ হয়। তবে ১৮৪৮ সালে এই আদর্শের প্রকোপ অনেক বেশী ছিল।

উপসংহার সবশেষে একথা বলা যায় যে জুলাই বিপ্লব প্রকৃত পক্ষে ধনী বুর্জোয়াদের হাতে ক্ষমতা তুলে দিয়েছিল। এজন্য অচিরেই ফ্রান্সের শিল্পের অগ্রগতি লক্ষ্য করা যায়। সাধারণ লোকের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায়। হাটে মাঠে সর্বত্র সাধারণ লোকে যে ক্রমশঃ সচেতন হয়ে উঠেছিল তার প্রমাণ পাওয়া যায়। এই সময় সমাজতান্ত্রিক চিন্তাধারার প্রসার লক্ষ্য করা যায় এবং সেন্ট সাইমনের মতবাদ ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছিল।

আশাকরি যে, নবম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায় উনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত ( WBBSE Class 9 History Question Answer & Notes in Bengali ) অধ্যায় থেকে যে '১৮৩০ সালের জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল গুলি আলোচনা করো' সম্পর্কে নোট শেয়ার করা হয়েছে, তা তোমাদের কাজে লাগবে।।

Tags : 

নবম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উওর | ক্লাস 9 ইতিহাস উনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত অধ্যায়ের বড় প্রশ্ন উওর | ক্লাস 9 ইতিহাস তৃতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উওর | class 9 history first chapter notes |  wb class 10 history question answer | wb class 9 history suggestion 2023 | History question answer 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top