বলশেভিক ও মেনশেভিক কারা?
উওরঃ- সোস্যাল ডেমোক্র্যাট দলের অন্তর্বিরোধে ক্ষুব্ধ লেনিন নিজ মতাদর্শের অনুগামীদের সংঘবদ্ধ হতে নির্দেশ দেন। ফলে সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টির সদস্যরা ১৯০৩ খ্রিঃ নীতিগতভাবে দুটি উপদলে বিভক্ত হয়ে যায়। যথা— মেনশেভিক বা সংখ্যালঘিষ্ঠ ও বলশেভিক বা সংখ্যাগরিষ্ঠ। লেনিনের অনুগামীরা বলশেভিক নামে পরিচিত হন। মেনশেভিকরা ছিল নরমপন্থী সমাজতন্ত্রী, অন্যদিকে বলশেভিকরা ছিল উগ্রপন্থী সমাজতন্ত্রী। কিছু কিছু ক্ষেত্রে এরা যৌথ কর্মসূচী গ্রহণ করলেও এদের মধ্যে স্পষ্ট নীতিগত পার্থক্য ছিল। মেনশেভিকরা মনে করতেন যে, শ্রমিক-সর্বহারা বিপ্লবের আগে পুঁজিবাদী বিপ্লব সম্পূর্ণ করতে হবে এবং একাজে উদার ও মানবতাবাদী নৈতিকতা অনুসরণ করতে হবে। এদের লক্ষ্য ছিল প্রথম সংসদীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা এবং তারপর ধীরে ধীরে সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে সমাজতান্ত্রিক সমাজে উত্তরণ। কিন্তু বলশেভিক বুর্জোয়া পুঁজিবাদী বিপ্লবের জন্য অপেক্ষা করতে রাজী ছিল না। তারা প্রথম সুযোগেই বলপ্রয়োগের মাধ্যমে সমাজতান্ত্রিক বিপ্লবের প্রথম পদক্ষেপ হিসাবে শ্রমিকশ্রেণির একনায়কতন্ত্র স্থাপনে আগ্রহী ছিল।
Tags :
নবম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উওর | ক্লাস 9 ইতিহাস বিশ শতকের ইউরোপ অধ্যায়ের বড় প্রশ্ন উওর | ক্লাস 9 ইতিহাস পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উওর | wb class 9 history question answer | wb class 9 history suggestion 2023 | History question answer