ভাইমার বা উইমার প্রজাতন্ত্র কাকে বলে? || নবম শ্রেণির ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন উওর
নবম শ্রেণির ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন উওর |
উওরঃ প্রথম বিশ্বযুদ্ধের শেষপর্বে রাশিয়ায় সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। ইতালিতে গণতন্ত্র বিরোধী, একনায়কতন্ত্র রাষ্ট্র গঠনের প্রয়াস শুরু হয়। জার্মানীর আত্মসমর্পণের অব্যবহিত করে কাইজার দ্বিতীয় উইলিয়াম পদত্যাগ করেন। জার্মান জনগণের অসন্তোষের বহিঃপ্রকাশ ঘটে একটি প্রজাতান্ত্রিক বিপ্লবের মধ্য দিয়ে। কাইজার সপরিবারে হল্যান্ডে পালিয়ে যান এবং বিপ্লবীরা জার্মানীকে একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র বলে ঘোষণা করে (১৯১৮ খ্রিঃ)। বার্লিনের সন্নিকটে ভাইমার (Weimar) নামক স্থানে গণপরিষদের নির্বাচিত প্রতিনিধিরা মিলিত হয়ে প্রজাতন্ত্রী জার্মানীর জন্য একটি সংবিধান রচনা করেছিল (১৯১৯ খ্রিঃ)। এজন্য স্থানের নাম অনুসারে সংবিধানের নাম হয় 'ভাইমার সংবিধান' এবং এই প্রজাতান্ত্রিক সরকার পরিচিত হয় ‘ভাইমার প্রজাতন্ত্র’ নামে। ১৯১৮-১৯৩৩ খ্রিঃ পর্যন্ত জার্মানীতে প্রজাতন্ত্র টিকে ছিল, যদিও শেষপর্যন্ত তা ব্যর্থ হয়েছিল।