নাৎসিবাদ ও ফ্যাসিবাদ কাকে বলে?? || নবম শ্রেণির ইতিহাস প্রশ্ন উওর

0

 

নাৎসিবাদ ও ফ্যাসিবাদ কাকে বলে?? || নবম শ্রেণির ইতিহাস প্রশ্ন উওর
নবম শ্রেণির ইতিহাস প্রশ্ন উওর 


প্রশ্নঃ ফ্যাসিবাদ কী?

উওরঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে ইতালিতে মুসোলিনির নেতৃত্বে রাজনৈতিক মতাদর্শ হল ফ্যাসিবাদ। এই মতবাদ বলপ্রয়োগ নীতিতে বিশ্বাসী। বলপ্রয়োগ করে রাষ্ট্রের সর্বাত্মক কর্তৃত্ব প্রতিষ্ঠা করা ফ্যাসিবাদের চরম লক্ষ্য। উল্লেখ্য, ১৯১৯ খ্রিঃ মুসোলিনি ইতালিতে ফ্যাসিস্ট দল গড়ে তোলেন, যার প্রতীক ছিল 'ফ্যাসিস' বা দড়িবাঁধা কাষ্ঠদণ্ড। এই দলের সদস্যরা কালো পোশাক পরত বলে এদের 'ব্ল্যাক সাট' বলা হয়। এই দলের ধারণার ভিত্তি ছিল— রাষ্ট্রই সকল শক্তির আধার ও উৎস, রাষ্ট্রের বাইরে কিছু নেই এবং রাষ্ট্রের বিরুদ্ধেও কিছু নেই (Everything in the state, nothing outside the state and nothing against tho state)। এই মতানুযায়ী রাষ্ট্রই সব, ব্যক্তির কোনো মূল্য নেই। ফ্যাসিস্টদের কাছে অবশ্য রাষ্ট্র বলতে দল ও তার সর্বোচ্চ নেতৃত্ব ছিল সমার্থক। সুতরাং একনায়কতন্ত্র হল ফ্যাসিবাদের অন্যতম মূল বৈশিষ্ট্য। ফ্যাসিবাদ গণতন্ত্র বিরোধী। ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল রাষ্ট্রের মর্যাদা বৃদ্ধি করা, ইতালিকে বিশ্বে পূর্ণ মর্যাদায় প্রতিষ্ঠিতকরণ ও তার জন্য বলিষ্ঠ বিদেশ নীতি গ্রহণ করা, দেশকে সাম্যবাদের প্রভাব থেকে মুক্ত রাখা এবং ব্যক্তিগত ধনসম্পত্তি রক্ষা করা।

প্রশ্নঃ নাৎসিবাদ কী?

উওরঃ জাতি বৈরিতার উপর প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক মতবাদ হল নাৎসিবাদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে জার্মানীতে হিটলারের নেতৃত্বে নাৎসিবাদের উত্থান ঘটে। হিটলারের আত্মজীবনী ‘সেই ক্যাম্প’ থেকে এই নাৎসিবাদের উদ্দেশ্য ও আদর্শ সম্পর্কে বিস্তৃত আলোচনা পাওয়া যায়। নাৎসি মতানুসারে দলনেতা বা ফ্যুয়েরার হলেন অভ্রান্ত। তার প্রতি অন্ধ আনুগত্য ও বিনা প্রশ্নে তার নির্দেশ পালনই হল দলের নীতি। দুর্থাৎ একমাত্র নাৎসি মতবাদই সঠিক আর সব মতবাদ ভ্রান্ত। দলনেতার ইচ্ছা বা মতামত বিরোধী যে কোনো চিন্তাধারাই জাতীয় স্বার্থের পরিপন্থী। অর্থাৎ এই মতবাদ রাষ্ট্রের সর্বময় কর্তৃত্বের পক্ষপাতি এবং গণতন্ত্র বিরোধী একনায়কতন্ত্রী তথা ব্যক্তি পূজায় বিশ্বাসী। এই মতবাদ জার্মান জাতির সর্বশ্রেষ্ঠত্বের তত্ত্ব প্রচার করে। নাৎসীবাদ অনুযায়ী, বিশ্বের সকল জাতির মধ্যে শ্বেতাঙ্গরা শ্রেষ্ঠ। আবার খেতাবাদের মধ্যে জার্মান জাতি শ্রেষ্ঠ, কারণ তারাই একমাত্র বিশুদ্ধ আর্য রক্ত বহন করে। এই মতবাদ আন্তর্জাতিক ক্ষেত্রে

শাস্তি নীতির বিরোধী এবং বলপ্রয়োগের মাধ্যমে সমস্ত সমস্যার সমাধানে বিশ্বাসী। সাম্রাজ্যবাদ নাৎসিবাদের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top