কৃত্রিম হরমোন কাকে বলে? কৃত্রিম হরমোনের গুরুত্ব আলোচনা করো || জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের প্রশ্ন উত্তর 2023

0

 

কৃত্রিম হরমোন কাকে বলে? কৃত্রিম হরমোনের গুরুত্ব আলোচনা করো || জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের প্রশ্ন উত্তর 2023

উওরঃ- গবেষণা করে প্রস্তুত করা যেসব রাসায়নিক পদার্থ প্রাকৃতিক হরমোন এর মতই উদ্ভিদের বৃদ্ধি ও পরিস্ফুটনে সাহায্য করে,তাদের কৃত্রিম হরমোন বলা হয়।

যথা -  ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ইন্ডোল প্রোপানয়িক অ্যাসিড, ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড।

কৃত্রিম হরমোন এর গুরুত্বঃ- 

বর্তমানে উদ্ভিদের ক্ষেত্রে প্রাকৃতিক হরমোন গুলো যেমন গুরুত্বপূর্ণ। ঠিক সেরকম ভাবেই বর্তমানে কৃত্রিম হরমোন গুলিও উদ্ভিদের ক্ষেত্রে সমানভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন - 

• কৃত্রিম হরমোন উদ্ভিদের শাখা কলম থেকে নতুন উদ্ভিদের চারাগাছ সৃষ্টিতে সাহায্য করে।

• কৃএিম হরমোন 2,4-D আগাছা দমনে সাহায্যে করে।

• IBA বা 2, 4-D  নামক কৃত্রিম হরমোন প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির ফলের আয়তন বৃদ্ধি ও পরিপক্কতা নিয়ন্ত্রণ করা হয় ।

• চা, পাতাবাহার, আপেল, ন্যাসপাতি, ইত্যাদি গাছের ডাল ছাঁটার পর বেশি ঘনত্বের কৃত্রিম অক্সিন অর্থাৎ IAA (1%) দ্রবণ ছিটিয়ে ওই সমস্ত ক্ষতস্থান মেরামত করা হয় । এর ফলে ক্ষতস্থান রোগসৃষ্টিকারী জীবাণুর দ্বারা সংক্রমিত হতে পারে না ।

• কৃত্রিম হরমোনের (2, 4-D, NAA) দ্রবণ ছিটিয়ে উদ্ভিদের নানান অপরিণত অঙ্গের (যেমন: পাতা, মুকুল, ফুল, ফল ইত্যাদি ) অকালমোচন রোধ করা হয় ।

• আনারস, লেবু, আপেল, ইত্যাদি গাছের কৃত্রিম হরমোন ছিটিয়ে গাছের ফল ধারণ ক্ষমতাকে ত্বরান্বিত করা হয়।।

Tags : মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর | দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর | বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ অধ্যায়ের প্রশ্ন উওর | wbbse class 10 life science question answer 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top