মাধ্যমিক বাংলা কোনি উপন্যাসের প্রশ্ন উওর |
আজকের এই ব্লগে আমরা মাধ্যমিক বাংলা কোনি উপন্যাস বা দশম শ্রেণীর বাংলা ( WBBSE Class 10 Bengali Question Answer & Suggestion 2023 ) কোনি উপন্যাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ''ক্ষিদ্দা এবার আমরা কী খাব?' বক্তা কে? এই উক্তির মাধ্যমে বক্তার কোন অসহায় পরিস্থিতি ফুটে উঠেছে?' এর উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করবো।
'ক্ষিদ্দা এবার আমরা কী খাব?' বক্তা কে? এই উক্তির মাধ্যমে বক্তার কোন অসহায় পরিস্থিতি ফুটে উঠেছে?
উওরঃ- মতি নন্দীর রচিত কোনি উপন্যাসের আলোচ্য উক্তিটির বক্তা হলো কোনি।
শ্যামপুকুর বস্তির বাসিন্দা কোনির পরিবারের প্রধান উপার্জনশীল ছিল তার দাদা কমল। মূলত কমলের রোজগারেই মূলত কোনিদের পরিবার চলতো। কমলের ছোটবেলায় একজন ভালো সাতারু হওয়ার স্বপ্ন ছিল কিন্তু ছোটবেলায় দারিদ্র্যের কারণে কমল তার স্বপ্ন পূরণ করতে পারেনি। ছোটবেলা থেকেই কমলের ওপর সংসারের দায়িত্ব এসে পড়ায় ছোটবেলা থেকেই উপার্জনের সন্ধানে রাজাবাজারের একটি মোটর গ্যারেজে কমল তার কর্মজীবন শুরু করে। সেখান থেকে কষ্ট করে কমল মাসে দেড়শো টাকা উপার্জন করতো এবং সেই টাকা দিয়েই খুবই কষ্টে, পরিবারের সবার মুখে দুবেলা-দুমুঠো খাবার জোগাড় করতো। পরবর্তীকালে পরিবারের স্বচ্ছলতা বৃদ্ধি করার জন্য তার ছোট ভাইকে মাসিক 15 টাকা বেতনে একটি চায়ের দোকানে কাজে ঢুকিয়ে দিয়েছিল।কিন্তু এর পরেও যখন পরিবারের আর্থিক স্বচ্ছতা বৃদ্ধি পায়নি তখন কমলের তার ছোটবোন কোনিকে মাসিক 60 টাকা মাইনে হিসেবে একটি সুতোর কারখানায় ঢোকানোর ইচ্ছে ছিল। কিন্তু ক্ষিতীশ সিংহ যখন কোনিলর বড় সাঁতারু করে তোলার কথা বলে, তখন কোনির মধ্যে দিয়ে কমল তার না পূরণ হওয়ার স্বপ্ন আবারও দেখতে শুরু করে এবং সেই কারণেই কমলের কোনিকে আর সেখানে আর কাজে ঢোকানো হয় না। এর ফলে সংসারে টানাটানি ই থেকেই যায়। কিন্তু অন্যদিকে কমলের ছিল ভয়ঙ্কর যক্ষ্মারোগ। একসময় টানাটানির সংসারে একমাত্র প্রধান উপার্জনক্ষম মানুষ কমল হঠাৎ করেই তার যক্ষা রোগে ভুগে মারা যায়। এবং এর ফলে কোনিদের সংসার যেন মাঝপথে ভেসে যেতে শুরু করে। কমল মারা যাওয়ায় পরিবারের বাকিদের অবস্থা আগের তুলনায় আরো সঙ্গীন হয়ে পড়ে। তাই কমলের মৃত্যু কষ্টের থেকেও সবার কাছে এই প্রশ্নটিই প্রাসঙ্গিকভাবে আঘাত করে যে, তাদের পরিবার এখন কিভাবে চলবে এবং তাদের দুবেলা দুমুঠো অন্ন-ই বা কে তুলে দেবে। সেই কথা চিন্তা করেই কোনি এই উক্তিটি করেছিল এবং এই উক্তিটির মাধ্যমে আমরা কোনি এবং তার পরিবারের বাকি সদস্যদের এক ভয়ানক অসহায় পরিস্থিতির কথা বুঝতে পারি।।
আশাকরি, আজকের ব্লগে মাধ্যমিক বাংলা কোনি উপন্যাস বা দশম শ্রেণীর বাংলা ( WBBSE Class 10 Bengali Question Answer & Suggestion 2023 ) কোনি উপন্যাস থেকে 'ক্ষিদ্দা এবার আমরা কী খাব?' বক্তা কে? এই উক্তির মাধ্যমে বক্তার কোন অসহায় পরিস্থিতি ফুটে উঠেছে? ' এর যে উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে তা তোমাদের ভালো লাগবে