প্রশ্নঃ ইঞ্জিনিয়ারিং শিল্প বা পূর্ত শিল্প কাকে বলে?
উওরঃ বিভিন্ন প্রকার ধাতু বিশেষ করে ইস্পাত ব্যবহার করে বিভিন্ন প্রকার যন্ত্রপাতি, কলকবজা প্রভৃতি তৈরি করার শিল্পই হল ইঞ্জিনিয়ারিং শিল্প বা পূর্ত শিল্প।
ইঞ্জিনিয়ারিং শিল্প প্রধানত দুই প্রকার - হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প এবং ভারি ইঞ্জিনিয়ারিং শিল্প।
ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পঃ- যে প্রকার ইঞ্জিনিয়ারিং শিল্পের বৃহদাকার যন্ত্রাংশ ব্যবহার করে অনেক বড় ও জটিল যন্ত্রপাতি বা কোনো যন্ত্র তৈরি করা হয় তাকে ভারি ইঞ্জিনিয়ারিং শিল্প বলা হয়।
যেমন- গাড়ির অংশ, জাহাজ, বড়ো বড়ো যন্ত্রপাতি তৈরি হলো ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের উদাহরণ।।
হালকা ইঞ্জিনিয়ারিং শিল্পঃ- যে প্রকার ইঞ্জিনিয়ারিং শিল্পে অতি সূক্ষ্ম ও হালকা যন্ত্রপাতি ব্যবহার করে অতি সূক্ষ্ম ও জটিল যন্ত্রাংশ তৈরি করা হয় তাকে হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প বলা হয়।
যেমন- ঘড়ি নির্মাণ, মোবাইল তৈরি ইত্যাদি হলো হালকা ইঞ্জিনিয়ারিং শিল্পের উদাহরণ।।