দশম শ্রেণির ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর এবং সাজেশন ২০২৩ |
উওরঃ- একটি আলোকরশ্মি যখন এক স্বচ্ছ ও সমসত্ত্ব মাধ্যমে থেকে অন্য মাধ্যমের বিভেদতলে তীর্যকভাবে আপতিত হয়, তখন সেই আলোকরশ্মি দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করার পর আলোকরশ্মির গতির অভিমুখের যে পরিবর্তন ঘটে,সেই গতির অভিমুখে পরিবর্তনের ঘটনাকে আলোর প্রতিসরণ বলে।।
আলোর প্রতিসরণের ক্ষেত্রে মূলত দুটি সূত্র রয়েছে। যথা-
আলোর প্রতিসরণের প্রথম সূত্রঃ-
আলোর প্রতিসরণের ক্ষেত্রে প্রথম সূত্রটি হল- আপতিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মি এবং দুই মাধ্যমের বিভেদতলে আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকে।।
আলোর প্রতিসরণের ক্ষেত্রে স্নেলের সূত্রঃ-
দুটি নির্দিষ্ট মাধ্যমে এবং নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মি প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। এই ধ্রুবককে মিউ (u) চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। আপতন কোণ i এবং প্রতিসরণ কোণ r হলে, sin i / sin r = ধ্রুবক। এই ধ্রুবককে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলে। আলোর প্রতিসরণের ক্ষেত্রে দ্বিতীয় সূত্রটি স্নেলের সূত্র নামেও পরিচিত।।
আপেক্ষিক প্রতিসরাঙ্ক এবং পরম প্রতিসরণাঙ্ক কাকে বলে?
উওরঃ- কোনো একটি মাধ্যম সাপেক্ষে অপর কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যম এর আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলা হয়। এবং শূন্য মাধ্যম সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে মাধ্যমটির পরম প্রতিসরণাঙ্ক বলা হয়।।
Tags : wbbse class 10 physical science question answer & suggestion 2023 | মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর এবং সাজেশন ২০২৩ | ক্লাস 10 ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর | দশম শ্রেণির ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর এবং সাজেশন ২০২৩