দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর |
আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় অতীত স্মরণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বা বিষয় 'পৌরাণিক কাহিনী কাকে বলে?পৌরাণিক কাহিনী বিভিন্ন বৈশিষ্ট্য গুলি আলোচনা করো' এর উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। এবং পরবর্তীতে আমরা উচ্চ মাধ্যমিকের ইতিহাস সহ আরও অন্যান্য বিষয়ের সমস্ত নোটস + অনলাইন মকটেস্ট তোমাদের সঙ্গে শেয়ার করবো।।
পৌরাণিক কাহিনী কাকে বলে?পৌরাণিক কাহিনী বিভিন্ন বৈশিষ্ট্য গুলি আলোচনা করো
উওরঃ- যে যুগের কোনো লিখিত উপাদান নেই বা পাওয়া যায় না,তাকে বলে প্রাগৈতিহাসিক যুগ। এবং মূলত প্রাগৈতিহাসিক যুগের বিভিন্ন কাহিনী বা ঘটনা সাহিত্য আকারে প্রকাশিত হয়, তাই হল পৌরাণিক কাহিনী। পৌরাণিক কাহিনী সম্পূর্ণরূপে একটি মৌখিক ইতিহাস এবং এটিই হলো সাহিত্যের প্রথম রুপ। বিভিন্ন দেশে বিভিন্ন পৌরাণিক কাহিনী প্রচলিত থাকে। তেমনই ভারতের একটি প্রচলিত পৌরাণিক কাহিনী বিষ্ণু পুরাণের কাহিনী।।
আমাদের গ্রুপে জয়েন করতে ক্লিক করো
পৌরাণিক কাহিনীর বিভিন্ন বৈশিষ্ট্যঃ-
জে.এফ.বিয়ারলেইন পৃথিবীর বিভিন্ন পৌরাণিক কাহিনীর মধ্যে সাধারণ ছয়টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। এবং এই কয়েকটি বৈশিষ্ট্য প্রায় সকল পৌরাণিক কাহিনী গুলোর মধ্যেই লক্ষ্য করা যায়। যেমন-
উত্তরাধিকার সূত্রে প্রাপ্তঃ-
পৌরাণিক কাহিনী গুলির অন্যতম বৈশিষ্ট্য হলো এই যে,পৌরাণিক কাহিনী গুলি মূলত বংশ-পরম্পরায় এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয়। পৌরাণিক কাহিনীগুলি অতীতের সময় থেকে উত্তরাধিকারসূত্রে বর্তমান মানবসমাজে প্রচলিত হয়। এবং এই ধারা চলতে থাকে।।
প্রাগৈতিহাসিক যুগের বিবরণঃ-
পৌরাণিক কাহিনী গুলির আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো,পৌরাণিক কাহিনীর গুলি হল গুলোতে প্রাগৈতিহাসিক যুগের বিভিন্ন ঘটনার বিবরণ। প্রাগৈতিহাসিক যুগের কোনো লিখিত উপাদান না থাকায় পৌরাণিক কাহিনী গুলিতে সত্য, মিথ্যা, অনুমান ইত্যাদি নির্ভর হয়ে পড়ে। পৌরাণিক কাহিনী গুলিকে মানব সভ্যতার উন্মেষের আগে মানুষ কেমন ছিল তার বিভিন্ন খন্ড চিত্র লক্ষ্য করা যায়।।
আমাদের গ্রুপে জয়েন করতে ক্লিক করো
পৌরাণিক কাহিনীর বিষয়বস্তুঃ-
পৌরাণিক কাহিনীর মূল বৈশিষ্ট্য হলো পৌরাণিক কাহিনী গুলি এমন কিছু ঘটনা বা বিষয়কে কেন্দ্র করে রচিত হয়, যে ঘটনাগুলি সাধারণ মানুষের চিন্তা বা বোঝার বাইরে। অর্থাৎ পৌরাণিক কাহিনী গুলি বেশিরভাগ ক্ষেত্রেই অতীন্দ্রিয় বা অলৌকিক জগতের বিষয়কে কেন্দ্র করে তৈরি হয়। অলৌকিক বিষয়গুলি মানুষের জানার বাইরে হলেও পৌরাণিক কাহিনী গুলি যে ভাষায় রচিত হয় তার মাধ্যমে আমরা সেই অতীন্দ্রিয় বিষয়গুলোও বুঝতে পারি।।
পরিচয়ের ভিত্তিঃ-
পৌরাণিক কাহিনিগুলি হল কোনো সমাজ এবং সম্প্রদায়ের পরিচয়ের মূলভিত্তি। কোনো সমাজ বা সম্প্রদায়ের অতীত পরিচয় কী ছিল তা পৌরাণিক কাহিনিগুলি থেকে অনেকটা জানা সম্ভব। পৌরাণিক কাহিনী গুলি তৈরি হয় অতীতের কোনো অতীন্দ্রিয় বা অলৌকিক ঘটনাকে কেন্দ্র করে এবং সেই ঘটনাগুলি বংশ-পরম্পরা বা উত্তরাধিকারসূত্রে পরবর্তী মানব সমাজে প্রচলিত হয় বলে তার মাধ্যমে আমরা বর্তমান সময় থেকে পৌরাণিক গুলির মাধ্যমে অতীতের সমাজ বা সম্প্রদায়ের কথা জানতে পারি।।
বিধিনিয়মের স্বীকৃতিঃ-
পৌরাণিক কাহিনি সমাজের প্রচলিত ধর্ম ও বিধিনিয়মগুলিকে স্বীকৃতি দেয়। এর ফলে সামাজিক বিধিনিয়মগুলি সুদৃঢ় হওয়ার পথ প্রশস্ত হয়।
জীবনের অর্থবহতাঃ-
পৌরাণিক কাহিনীগুলি প্রাগৈতিহাসিক যুগের ইতিহাস হওয়ার কারণে পৌরাণিক কাহিনীর সবটাই মানুষের বিশ্বাসের উপর নির্ভর করে। প্রাগৈতিহাসিক যুগের কোনো লিখিত উপাদান পাওয়া যায় না এবং পৌরাণিক অতীত থেকে শুরু করে উত্তরাধিকার সূত্রে বর্তমান সমাজে প্রচলিত হয়েছে। অতীত থেকে বর্তমান সমাজে আসার পথে পৌরাণিক কাহিনী গুলির মধ্যে অনেক সময়ই অনুমান, ধারণা, মিথ্যা ইত্যাদি যুক্ত হয়েছে কিন্তু তারপরও পৌরাণিক কাহিনী গুরুত্বপূর্ণ। কারণ পৌরাণিক কাহিনি হল এক ধরনের বিশ্বাস যা জীবনকে অর্থবহ করে তোলে।
আমাদের গ্রুপে জয়েন করতে ক্লিক করো
আশাকরি, দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় অতীত স্মরণ অধ্যায়ের যে 'পৌরাণিক কাহিনী কাকে বলে?পৌরাণিক কাহিনী বিভিন্ন বৈশিষ্ট্য গুলি আলোচনা' সম্পর্কে নোট দেওয়া হয়েছে, তা তোমাদের কাজে আসবে।।
Tags :
দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর 2024| উচ্চমাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় বড় প্রশ্ন উওর 2024 | দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় অতীত স্মরণ অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর ২০২৪ | wb class 12 history question answer 2024