![]() |
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উওর |
ট্রুম্যান নীতি কী? ট্রুম্যান নীতির লক্ষ্য ও ফলাফল আলোচনা করো।
ভূমিকাঃ- 1945 থেকে 1991 সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে না যুদ্ধ না শান্তি পরিস্থিতি অর্থাৎ ঠান্ডা লড়াই হয়েছিল, সেই ঠান্ডা লড়াইয়ের আরও ব্যাপক ভাবে বৃদ্ধি পাওয়ার পেছনে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের ট্রুম্যান নীতি বা ট্রুম্যান ডকট্রিনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।।
ট্রুম্যান নীতি কি বা কাকে বলে?
উওরঃ- 1947 খ্রিস্টাব্দে মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান সংসদে বিশ্বব্যাপী সোভিয়েত ইউনিয়নের অথবা কমিউনিস্টের প্রভাব-প্রতিপত্তি রোধ করার জন্য তিনি যে বিভিন্ন ঘোষণা করেছিলেন,তাই ট্রুম্যান নীতি বা ট্রুম্যান ডকট্রিন নামে পরিচিত।। ট্রুম্যান নীতির মাধ্যমে হ্যারি ট্রুম্যান সামগ্রিকভাবে সোভিয়েত ইউনিয়নের চূড়ান্ত প্রভাব খর্ব করার জন্য এবং কমিউনিজমের প্রভাবকে রোধ করার জন্য কিছু বক্তব্য রেখেছিলেন। তিনি সেই বক্তব্য বলেছিলেন, সমগ্র বিশ্বে কমিউনিজমকে সম্প্রসারণ রোধের জন্য তার বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু করা অত্যন্ত জরুরী হয়ে পড়েছে। তাছাড়া যেসব স্বাধীন মানুষ নিজ নিজ দেশের অভ্যন্তরীণ সশস্ত্র,সংখ্যালঘু ও বাহ্যিক শক্তির চাপ প্রতিহত করার জন্য মার্কিন সাহায্য প্রত্যাশী, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেবে। এভাবে ট্রুম্যান নীতির মাধ্যমে আরও যে কয়টি ঘোষণা করা হয়েছিল,তা সোভিয়েত ইউনিয়নের মোটেও ভালো লাগেনি এবং এই ঘোষণার ফলেই সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে ঠান্ডা লড়াই ছিল,তা আরও কিছুটা বৃদ্ধি পায়।।
ট্রুম্যান নীতি কয়েকটি ঘোষণা-
ট্রুম্যান নীতির মাধ্যমে হ্যারি ট্রুম্যান বেশ কয়েকটি বড় ঘোষণা করেছিলেন।কিন্তু তার এই ঘোষণা মোটেও সোভিয়েত ইউনিয়নের পক্ষে ভাল ছিল না। যেমন -
প্রথমতঃ- বিশ্বের যে-কোনো অংশে প্রত্যক্ষ বা পরোক্ষ আগ্রাসনের ফলে শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত হলে তা প্রতিরোধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র অগ্রণী ভূমিকা পালন করবে। এইভাবে তিনি বাস্তবে সোভিয়েত ইউনিয়নের প্রভাবমুক্ত এলাকা প্রতিষ্ঠার জন্য সামরিক সক্রিয়তার নীতি ঘোষণা করেন।
দ্বিতীয়তঃ কেবল গ্রিস ও তুরস্কে নয়, ফ্রান্স, গ্রেট ব্রিটেন, ইটালি, জার্মানি প্রভৃতি রাষ্ট্রের আর্থিক ও সামরিক দুর্বলতার জন্য ইউরোপের যে-কোনো অঞ্চলে শূন্যতার সৃষ্টি হলে সেই শূন্যতা পূরণের দায়িত্ব মার্কিন প্রশাসন গ্রহণ করবে।
তৃতীয়তঃ মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো মূল্যে সোভিয়েত ইউনিয়নের প্রভাব বিস্তার প্রতিরোধে বদ্ধপরিকর।
চতুর্থতঃ- মার্কিন প্রশাসন নিজেকে বিশ্বের স্বনির্বাচিত অভিভাবকের ভূমিকায় প্রতিষ্ঠা করতে গিয়ে সম্মিলিত জাতিপুঞ্জের ওপর আস্থা স্থাপন করতে পারেনি। তাই যেখানে সম্মিলিত জাতিপুঞ্জ কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে ব্যর্থ হবে, সেখানেই মার্কিন যুক্তরাষ্ট্র তার একক সিদ্ধান্তকে কার্যকর করবে।
পঞ্চমতঃ- এছাড়া ট্রুম্যান নীতির আরো একটি বড় ঘোষণা ছিল - গ্রিস এবং তুরস্কে কমিউনিস্টের প্রভাব এবং ওই দুটি দেশে সামগ্রিক ভাবে সোভিয়েত ইউনিয়নের চূড়ান্ত প্রভাব খর্ব করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং ওই দুটি দেশকে 400 মিলিয়ন ডলার আর্থিক সাহায্য প্রদান করা ছাড়াও,প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্র গ্রিস এবং তুরস্ককে সামরিক শক্তি দিয়েও সাহায্য করবে।।
ট্রুম্যান মূলত তার এই সমস্ত ঘোষণার মাধ্যমে পৃথিবীব্যাপী কমিউনিস্টদের বা সোভিয়েত ইউনিয়নের যে প্রভাব ছিল, তা সম্পূর্ণ ভাবে রোধ করতে চেয়েছিল। এবং সোভিয়েত ইউনিয়ন সেই জিনিসটা বুঝতে পেরেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি যথেষ্ট পরিমাণে ক্ষুব্ধ হয়েছিল।।।
ট্রুম্যান নীতি লক্ষ্যঃ-
হ্যারি ট্রুম্যান তার যে ট্রুম্যান ডকট্রিন ঘোষণা করেছিলেন, তার মাধ্যমে এটা পরিস্কার ছিল যে, মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীব্যাপি সোভিয়েত ইউনিয়ন বা কমিউনিস্টদের প্রভাব খর্ব করতে চাইছে। এবং সারা পৃথিবী জুড়ে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র একা একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে আধিপত্য বিস্তার করতে চায়। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র নিজের সুবিধার্থে মধ্যপ্রাচ্যের তৈল সম্পদের উপর একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং নিজের শিল্পজাত দ্রব্য ও রপ্তানি কাঁচামাল আমদানির জন্য সারা পৃথিবী জুড়ে এমন একটি বিশ্ব বাজার গড়ে তুলতে চেয়েছিল, যেখানে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকবে এবং এভাবে বিশ্ববাজার গড়ে তোলার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ধীরে ধীরে আরো শক্তিশালী হয়ে উঠবে।।
ট্রুম্যান নীতির ফলাফলঃ-
হ্যারি ট্রুম্যান তার যে ঘোষণা করেছিলেন, তার মাধ্যমে এটা স্পষ্ট ছিল যে, মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীজুড়ে নিজের একাধিপত্য প্রতিষ্ঠা করতে চায় এবং সেইসঙ্গে যেখানে সোভিয়েত ইউনিয়ন এবং কমিউনিস্টদের প্রভাব রয়েছে, সেই প্রভাব খর্ব ও রোধ করতে যায়। এভাবে হ্যারি ট্রুম্যানের নীতি সোভিয়েত ইউনিয়নের কাছে স্পষ্ট হয়ে উঠলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি সোভিয়েত ইউনিয়নের ক্ষোভ আরও বৃদ্ধি পায় এবং তাদের ক্ষোভ থেকেই ঠান্ডা লড়াইয়ের প্রভাব ধীরে ধীরে আরও বৃদ্ধি পেতে থাকে।।
Tags :
দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের MCQ প্রশ্ন উওর 2023 | WB Political science Question and Answer in bengali class 12 | দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় বা উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক SAQ প্রশ্ন উত্তর