WBBSE Class 10 Physical Science Question Answer & Suggestion 2023 || মাধ্যমিক ভৌতবিজ্ঞান পঞ্চম অধ্যায়ের সাজেশন

0

WBBSE Class 10 Physical Science Question Answer & Suggestion 2023 || মাধ্যমিক ভৌতবিজ্ঞান পঞ্চম অধ্যায়ের সাজেশন 

WBBSE Class 10 Physical Science Question Answer & Suggestion 2023 || মাধ্যমিক ভৌতবিজ্ঞান পঞ্চম অধ্যায়ের সাজেশন
মাধ্যমিক ভৌতবিজ্ঞান পঞ্চম অধ্যায়ের সাজেশন ২০২৩


আজের এই পোস্টের মাধ্যমে দশম শ্রেণির ভৌতবিজ্ঞান পঞ্চম অধ্যায় ( wbbse class 10 physical science question answer & suggestion 2023 ) এর কিছু গুরুত্বপূর্ণ mcq question answer, saq question answer হিসেবে শেয়ার করবো। এবং ক্লাস 10 ভৌতবিজ্ঞান পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ 2 মার্ক এবং 3 মার্কের প্রশ্নগুলো WB Madhyamik Physical Science Suggestion 2023 হিসাবে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এবং এর বাকি গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর গুলো আমরা পরবর্তীতে তোমাদের সঙ্গে শেয়ার করবো।

WBBSE Class 10 Physical Science Question Answer & Suggestion 2023 || মাধ্যমিক ভৌতবিজ্ঞান পঞ্চম অধ্যায়ের সাজেশন


A. একটি বাক্যে উত্তর দাও:

1.অবতল দর্পণে বস্তুর কোন অবস্থানে বস্তুর সমান মাপের প্রতিবিম্ব পাওয়া যায়? 

উওর: অবতল দর্পণে বস্তুর বক্রতা কেন্দ্রে বস্তুর সমান মাপের প্রতিবিম্ব পাওয়া যায়।

2.গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহৃত হয়।

উওর : গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহৃত হয়।

3. মোটরগাড়ির ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়?

উওর: মোটরগাড়ির ভিউ ফাইন্ডারে উত্তল দর্পণ ব্যবহৃত হয়।

4. উত্তল দর্পণে সমান্তরাল আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলিত আলোকরশ্মিগুচ্ছ কীরুপ হবে? 

উওর : উত্তল দর্পণে সমান্তরাল আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলিত আলোকরশ্মিগুচ্ছ একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে।।

5. আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোন ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড়ো?

উওর : আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোন ও প্রতিসরণ কোণের মধ্যে আপতন কোণ বড়ো।


6. সমান্তরাল আলোকরশিণাক্ষকে অভিসারী আলোকরাখিগুচ্ছে পরিণত করতে কী ধরনের লেন্স ব্যবহার করা হয়?

উওর : সমান্তরাল আলোকরশিণাক্ষকে অভিসারী আলোকরাখিগুচ্ছে পরিণত করতে উত্তল লেন্স ব্যবহার করা হয়।

7. বিবর্ধক কাচের লেন্স উত্তল না অবতল?

উওর: বিবর্ধক কাচের লেন্স উত্তল।

অথবা, বিবর্ধক কাচ হিসেবে কোন প্রকারের লেন্স ব্যবহার করা হয়? 

উওর : বিবর্ধক কাচ হিসেবে উত্তল লেন্স ব্যবহার করা হয়।

8. একটি বস্তুকে একটি উত্তল লেন্সের ফোকাসে রাখা হলে, এই বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? 

উওর : একটি বস্তুকে একটি উত্তল লেন্সের ফোকাসে রাখা হলে, এই বস্তুটির প্রতিবিম্ব অসীমে গঠিত হবে। 

10.  উত্তল লেন্সকে বিবর্ধক কাচরূপে ব্যবহারের ক্ষেত্রে বস্তুর অবস্থান লেন্সের সাপেক্ষে কোথায় হবে?

উওর: উত্তল লেন্সকে বিবর্ধক কাচরূপে ব্যবহারের ক্ষেত্রে বস্তুর অবস্থান লেন্সের সাপেক্ষে সামনে হবে।


11. মায়োপিয়া বা হ্রস্বদৃষ্টি ত্রুটি দূর করতে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? 

উওর : মায়োপিয়া বা হ্রস্বদৃষ্টি ত্রুটি দূর করতে অবতল লেন্স ব্যবহার করা হয়।

12. কোন্ লেন্স সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছকে অপসারী আলোকরশ্মিগুচ্ছে পরিণত করে? 

উওর : অবতল লেন্স সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছকে অপসারী আলোকরশ্মিগুচ্ছে পরিণত করে।

13. উত্তল লেন্স দ্বারা গঠিত সূর্যের প্রতিবিম্ব লেন্সটির সাপেক্ষে কোথায় গঠিত হবে? 

উওর : উত্তল লেন্স দ্বারা গঠিত সূর্যের প্রতিবিম্ব লেন্সটির সাপেক্ষে ফোকাসে গঠিত হবে।

15. ক্যামেরার অভিলক্ষ্য হিসেবে কোন্ ধরনের লেন্স ব্যবহার করা হয়? 

উওর : ক্যামেরার অভিলক্ষ্য হিসেবে উত্তল লেন্স ব্যবহার করা হয়।।


16. সাদা আলোয় উপস্থিত বিভিন্ন বর্ণের মধ্যে কোন বর্ণের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি?

উওর: সাদা আলোয় উপস্থিত বিভিন্ন বর্ণের মধ্যে লাল বর্ণের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি।

17. বিপদ সংকেত হিসেবে আমরা কোন্ বর্ণের আলো ব্যবহার করি?

উওর : বিপদ সংকেত হিসেবে আমরা লাল বর্ণের আলো ব্যবহার করি।

18.  রংধনু শুদ্ধ না অশুদ্ধ বর্ণালি? 

উওর : রংধনু অশুদ্ধ বর্ণালি।।

মাধ্যমিক ভৌতবিজ্ঞান আলো অধ্যায়ের 2 মার্কের প্রশ্নের সাজেশন

1.আলোর প্রতিসরণ এবং বিচ্ছুরণের মধ্যে দুটি পার্থক্য লিখ।

2. একটি মাধ্যমের প্রতিসারঙ্ক কাকে বলে?

3. উত্তল লেন্স দ্বারা কোন ধরনের দৃষ্টি ত্রুটি নিরাময় করা হয়?

4. কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক ও কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?

5. আলোক তরঙ্গের গতিবেগ সাপেক্ষে একটি মাধ্যমের প্রতিসরাঙ্কের সংজ্ঞা দাও।

6.  লেন্সের প্রধান ফোকাসের সংজ্ঞা দাও।

7. স্নেলেএর সূত্রের সাহায্যে বিচ্ছুরণের কারণ ব্যাখ্যা করো।

8. সূর্যের আলোতে লাল ফুলকে লাল দেখালেও সবুজ আলোতে লাল ফুল কালো দেখায় কেন?

888

9. একটি লেন্সের আলো কেন্দ্র কাকে বলে?

10. গাড়ির হেডলাইটে কী ধরনের দপর্ন ব্যবহার করা হয় এবং কেন?

11  দিনের বেলাতে আকাশ নীল দেখায় কেন?

12. আলোর প্রতিসরণের দুটি সূত্র লেখ।

13. গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে কোন দপর্ন ব্যবহার করা হয় এবং কেন?

14. লেন্সের রৈখিক বিবর্ধন বলতে কী বোঝায়?

15. বস্তুর প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন 1.5বলতে কী বোঝায়?

16.  শুদ্ধ বর্ণালী ও অশুদ্ধ বর্ণালী কাকে বলে?

17.  একটি লেন্স উত্তল ও অবতল কিভাবে চিনব?

18. X- রশ্মির দুটি ব্যবহার অথবা X- রশ্মির দুটি ধর্মের উল্লেখ করো

মাধ্যমিক ভৌতবিজ্ঞান আলো অধ্যায়ের 3 মার্কের প্রশ্নের সাজেশন

8888

1. আলোর প্রতিসরণের জন্য দুটি সূত্র বলুন। দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটি লিখ।

2. অবতল বক্রতার ক্ষেত্রে ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক নির্ধারণ করুন।

3. কিভাবে উত্তল লেন্সের সাহায্যে একটি উত্তল এবং বিবর্ধিত চিত্র তৈরি করা যায়? কোন ধরনের লেন্স দীর্ঘ দৃষ্টি নিরাময় করতে পারে?

4. স্নেলের সূত্রটি লেখ এবং গাণিতিক ভাবে প্রকাশ করো।

5. কোনো মাধ্যমে আলোর বেগ 2×10⁸ m/s হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত?

6. বায়ুর সাপেক্ষে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক √2।  বায়ুতে আপতন কোণ 45° হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতি কোণ কত হবে নির্ণয় করো।

7. একটি আলোকরশ্মি প্রিজমের মধ্য দিয়ে যায়। দেখাও যে চ্যুতি কোণের মান S= i1 + i2 - A

888

8. অবতল দর্পন কীভাবে কোনো বিস্তৃত বস্তুর অসদ,বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে তা রেখাচিত্রের সাহায্যে দেখাও।

9.  দন্ত চিকিৎসকরা কী ধরণের দর্পণ ব্যবহার করেন? কাচ ফলকের প্রতিসরণের ফলে আলোকরশ্মির চ্যুতি হয় না কেন?

10. একটি উত্তল লেন্স থেকে ২০ সেমি দূরে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না। ওই লেন্সের ফোকাস দূরত্ব কত? বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক ১.৫ হলে কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত?

11.  একটি বস্তুর দৈর্ঘ্য ৫ সেমি। এটিকে উত্তল লেন্সের সামনে ২ সেমি দূরত্বে রেখে ১০ সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল? রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্ব কত?

12. উত্তল দর্পন কোনো বস্তুর প্রতিবিম্ব কীভাবে গঠন করে চিত্রের সাহায্যে দেখাও এবং প্রতিবিম্বের বৈশিষ্ট্য লেখো।

888

Tags :

মাধ্যমিক ভৌতবিজ্ঞান পঞ্চম অধ্যায়ের saq | আলো অধ্যায়ের প্রশ্ন উওর |  মাধ্যমিক দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর | মাধ্যমিক ভৌতবিজ্ঞান পঞ্চম অধ্যায়ের সাজেশন ২০২৩ | wbbse class 10 physical science suggestion 2023 | wb class x physical science question answer & suggestion 2023 | ক্লাস 10 ভৌতবিজ্ঞান পঞ্চম অধ্যায়ের সাজেশন 2023

888

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top