গঙ্গা নদীর বিভিন্ন গতি সম্পর্কে আলোচনা। গঙ্গাকে আদর্শ নদী বলা হয় কেন? গঙ্গা অ্যাকশন প্ল্যান কি? || গঙ্গা নদী সম্পর্কে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা

0

wbbse class 10 geography chapter 5 question answer || ভারতের প্রাকৃতিক ও  অর্থনৈতিক পরিবেশ অধ্যায়ের প্রশ্ন উওর

wbbse class 10 geography chapter 5 question answer || ভারতের প্রাকৃতিক ও  অর্থনৈতিক পরিবেশ অধ্যায়ের প্রশ্ন উওর
মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উওর ও সাজেশন 2023

গঙ্গা নদীর বিভিন্ন গতি সম্পর্কে আলোচনা। গঙ্গাকে আদর্শ নদী বলা হয় কেন? গঙ্গা অ্যাকশন প্ল্যান কি? || গঙ্গা নদী সম্পর্কে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা 


ভূমিকাঃ  গঙ্গা হলো ভারতের জাতীয় নদী। এছাড়াও এটি ভারত ও বাংলাদেশে প্রবাহিত একটি আন্তর্জাতিক নদী। এই গঙ্গার সর্বমোট দৈর্ঘ্য ২,৬০০ কিমি এবং এর নিষ্কাশন অঞ্চলের আয়তন ১০,৮৭,৪০০ বর্গ কিমি যার মাত্র ৪৬,৩০০ বর্গ কিমি এলাকা বাংলাদেশ ভূখন্ডের অন্তর্ভুক্ত।।

গঙ্গা নদীর উৎসঃ গঙ্গা কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে ভাগীরথী নামে উৎপন্ন হয়ে, দেবপ্রয়াগ এ অলকানন্দা সঙ্গে মিলিত হয়ে গঙ্গা নামে প্রবাহিত হয়েছে।।

গঙ্গা নদীর উচ্চগতি,মধ্যগতি এবং নিম্নগতি


গঙ্গার উচ্চ-মধ্য ও নিম্নগতিঃ প্রায় প্রতিটি নদীর ই উচ্চগতি, মধ্যগতি ও নিম্নগতি  থাকে। গঙ্গার ক্ষেত্রেও সেরকম উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি রয়েছে।

গঙ্গার উচ্চ গতিঃ উত্তরাখণ্ডের কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভ করে গঙ্গা নদী ভাগীরথী নাম নিয়ে গভীর গিরিখাত সৃষ্টি করে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। আমরা যে নদীকে গঙ্গা নামে জানি তা আসলে দুটি নদীর মিলিত প্রবাহ। দেবপ্রয়াগের কাছে ভাগীরথী অলকানন্দার সঙ্গে মিলিত হয়েছে। দেবপ্রয়াগের অলকানন্দা এবং ভাগীরথী নদীর মিলিত প্রবাহকেই আমরা গঙ্গা নামে জানি। এরকম ভাবে প্রবাহিত হতে হতে কুমায়ুন থেকে হরিদ্দার পর্যন্ত গঙ্গা নদীর উচ্চগতি সমাপ্ত হয়।।

গঙ্গার মধ্যে গতিঃ হরিদ্দার থেকে বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত গঙ্গার প্রবাহই হল গঙ্গা নদীর মধ্যগতি। হরিদ্বার থেকে প্রথমে দক্ষিণ-পূর্বে  এবং পরে পূর্বদিকে অসংখ্য বাঁক সৃষ্টি করে এই নদী উত্তরপ্রদেশ ও বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। গঙ্গা নদীর এই মধ্য গতিতে ডান ও বামদিক থেকে অসংখ্য উপনদী এসে মিলিত হয়েছে। যমুনা ও শোন হল গঙ্গার ডান তীরের এবং গোমতী, ঘর্ঘরা, কোশী, গণ্ডক, বুড়িগন্ডক ইত্যাদি হল গঙ্গার বামতীরের উল্লেখযোগ্য উপনদী। 


নিম্নগতিঃ রাজমহল পাহাড় থেকে মোহনা পর্যন্ত প্রবাহকে গঙ্গা নদীর নিম্ন গতি হিসেবে ধরা হয়।। বিহারের রাজমহল থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে দুটি শাখায় বিভক্ত হয়েছে এবং একটি শাখা পদ্মা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ও অপর শাখাটি ভাগীরথী-হুগলি নাম নিয়ে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। 

গঙ্গার মোট দৈর্ঘ্যঃ গঙ্গার মোট দৈর্ঘ্য হল 2552 কিমি।  এবং এর মধ্যে 2,017 কিমি ভারতে প্রবাহিত হয়েছে।

গঙ্গার প্রধান উপনদী ও শাখানদীঃ  গঙ্গার প্রধান উপনদী হল যমুনা। যা গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয় এলাহাবাদ বা দেবপ্রয়াগে এসে ডান দিক থেকে গঙ্গায় পতিত হয়েছে।

• হুগলি-ভাগীরথী হলো গঙ্গার প্রধান শাখা নদী

গঙ্গা নদীর তীরবর্তী শহরঃ 


গঙ্গার তীরে কলকাতা, পাটনা,  বারানসি, কানপুর, হরিদ্দার প্রভৃতি বিখ্যাত শহর এবং তীর্থকেন্দ্র গড়ে উঠেছে।

গঙ্গার কিছু বৈশিষ্ট্যঃ গঙ্গা নদীতে উচ্চগতি মধ্যগতি এবং নিম্নগতি এই তিনটি স্পষ্ট বোঝা যায় বলে গঙ্গাকে  আদর্শ নদী বলা হয় ।  এছাড়াও গঙ্গা নদী হলো ভারতের দীর্ঘতম নদী যা এটি ভারতের জাতীয় নদী হিসাবে পরিচিত।।

আদর্শ নদী কাকে বলে?গঙ্গাকে আদর্শ নদী বলা হয় কেন? 

উওরঃ যে সমস্ত নদীর মধ্যে নদীর পার্বত্য প্রবাহে বা উচ্চ গতিতে ক্ষয়কার্য মধ্যগতিতে বা সমভূমিতে সামান্য বহন কার্য এবং নদীর নিম্নগতিতে নদীর যদি নদীর সঞ্চয় কার্য একদম স্পষ্ট ভাবে লক্ষ্য করা যায়,তাহলে সেই সমস্ত নদীকে আদর্শ নদী বলা হয়।। গঙ্গা নদীর ক্ষেত্রে এই তিনটি গতি এবং তিনটি বৈশিষ্ট্য স্পষ্ট ভাবে লক্ষ্য করতে পারা যায় বলে গঙ্গাকে আদর্শ নদী বলা হয়।।

গঙ্গা অ্যাকশন প্ল্যান কি বা কাকে বলে?


উওরঃ সাধারণ অর্থে প্ল্যান বলতে বোঝায় পরিকল্পনা। সুতরাং গঙ্গা অ্যাকশন প্ল্যান বলতে গঙ্গা নদীর ক্ষেত্রে যে পরিকল্পনা করা হয়েছে তা হলো গঙ্গা অ্যাকশন প্ল্যান। কিন্তু এটিকে বিস্তারিতভাবে আলোচনা করতে গেলে বলতে হয় যে, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সময়কালে ভারতের জাতীয় নদী গঙ্গা নদীকে বিভিন্নভাবে দূষণমুক্ত করার জন্য বা গঙ্গা নদীকে দূষণ মুক্ত করে বা দূষণকে নিয়ন্ত্রণ করে স্বচ্ছ রাখা ক্ষেত্রে যে পরিকল্পনা 1986 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে গ্রহণ করা হয়েছিল, সেই পরিকল্পনাকেই বলা হয় গঙ্গা অ্যাকশন প্ল্যান।

গঙ্গা অ্যাকশন প্ল্যান এর উদ্দেশ্যঃ 1986 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসের মূলত গঙ্গা নদীকে দূষণমুক্ত রাখার জন্যই এই গঙ্গা অ্যাকশন প্ল্যান গ্রহণ করা হয়েছিল।।


Tags : WB Madhyamik Geography Question Answer & Suggestion 2023 | ভারতের প্রাকৃতিক ও  অর্থনৈতিক পরিবেশ অধ্যায়ের প্রশ্ন উওর | মাধ্যমিক ২০২৩ ভূগোল পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উওর | মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উওর ও সাজেশন 2023 | wbbse class 10 geography chapter 5 question answer

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top