WBBSE Class 10 Physical Science Question Answer & Suggestion 2023 || মাধ্যমিক ভৌতবিজ্ঞান চলতড়িৎ অধ্যায়ের সাজেশন
![]() |
মাধ্যমিক ভৌতবিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ের সাজেশন ২০২৩ |
আজের এই পোস্টের মাধ্যমে দশম শ্রেণির ভৌতবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় চলতড়িৎ এর ( wbbse class 10 physical science question answer & suggestion 2023 ) সমস্ত গুরুত্বপূর্ণ 2 মার্ক এবং 3 মার্কের প্রশ্নগুলো WB Madhyamik Physical Science Suggestion 2023 হিসাবে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এবং এর বাকি গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর গুলো আমরা পরবর্তীতে তোমাদের সঙ্গে শেয়ার করবো।
WBBSE Class 10 Physical Science Question Answer & Suggestion 2023 || মাধ্যমিক ভৌতবিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ের সাজেশন
1. কার্যের ধারণা থেকে তড়িৎবিভবের সংজ্ঞা লেখো।
2. কোশের বিভবপ্রভেদের মান কোশের তড়িচালক বলের চেয়ে কম হয় কেন?
3. কোশের দুই বিন্দুর বিভবপ্রভেদ 1.5 ভোল্ট'-এর অর্থ কী।
4. তড়িত্তালক বল কি আসলে কোনো বল ?
5. তড়িৎচালক বল ও বিভবপ্রভেদের মধ্যে পার্থক্য লেখো।
6. একটি কোশের তড়িৎচালক বল 6V'-এর অর্থ কী?
7. আবিষ্ট তড়িচালক বল কাকে বলে?
8. একটি পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎপ্রবাহমাত্রা 0.2 A1 ওই পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 30 সেকেন্ডে কতগুলি ইলেকট্রন প্রবাহিত হবে।
9. কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভবপ্রভেদ এবং ওই পরিবাহীতে তড়িৎপ্রবাহমাত্রা সম্পর্কিত সূত্রটি (ওহমের সূত্র) বিবৃত করো।
10. ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে। - V লেখচিত্র অঙ্কন করো।
11.রোধাঙ্কের সংজ্ঞা দাও। রুপোর রোধাঙ্ক 1.66 × 10-⁶ ওহম-সেমি বলতে কী বোঝায়?
12. ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। কোনো তড়িৎকোশের নষ্ট ভোল্ট বলতে কী বোঝায়?
13. একটি পরিবাহী তারকে দুভাগ করলে রোধ ও রোধাঙ্কের কী পরিবর্তন হয় এবং কেন?
14. ভাস্বর বাতি ব্যবহারের চেয়ে CFL বাতি ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো।
15. বৈদ্যুতিক হিটারে বিশুদ্ধ ধাতুর পরিবর্তে সংকর ধাতুর তার ব্যবহার করা হয় কেন? অথবা, হিটারে নাইক্লোম তার ব্যবহৃত হয় কেন?
16. অ্যাম্পিয়ারের সম্ভরণ নিয়মটি লেখো।
17. ফ্লেমিং-এর বামহস্ত নিয়মটি বিবৃত করো।
18. বালোচক্রের কার্যনীতি লেখো।
19. বালোচক্র ac প্রবাহে কাজ করে না কেন?
20. তড়িৎচুম্বকের শক্তি কীভাবে বাড়ানো যায়?
21. তড়িৎচুম্বকীয় আবেশ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
22. তড়িৎচুম্বকীয় আবেশ সম্পর্কিত ফ্যারাডের সূত্রগুলি লেখো।
23. তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লেখো।
24. লেম্বের সূত্রের সাহায্যে কীভাবে শক্তির সংরক্ষণ ব্যাখ্যা করা যায়?
25. পরিবর্তী তড়িৎপ্রবাহ বলতে কী বোঝায়?
26. গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীতে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রগুলি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে কেন?
27. বাড়ির বৈদ্যুতিক বর্তনীতে আর্থিং করা হয় কেন?
ক্লাস 10 ভৌতবিজ্ঞান চলতড়িৎ অধ্যায়ের 2 মার্কের কিছু গাণিতিক প্রশ্ন উওর
1- একটি পরিবাহীর দুই প্রান্তের বিভবপ্রভেদ 10V। পরিবাহীতে 20 mA তড়িৎপ্রবাহ হলে পরিবাহীর রোধ কত হবে?
2- দুটি 10 ওহম রোধকে কীভাবে যুক্ত করলে 5 ওহম রোধ পাওয়া যায়?
3- দুটি পরিবাহীর রোধের অনুপাত 3:2। রোধ দুটির দুই প্রান্তের বিভবপার্থক্যের অনুপাত 1:2 হলে, পরিবাহী দুটির মধ্য দিয়ে তড়িৎপ্রবাহের অনুপাত কত?
4- 10 ওহম, 20 ওহম ও 30 ওহম রোধকে প্রথমে শ্রেণি সমবায়ে ও পরে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হল। দুই ক্ষেত্রে তুলারোধের অনুপাত কত?
5- একটি 1k ওহম রোধের তড়িৎশক্তি অপচয়ের ক্ষমতা বা রেটিং 100W। রোধটির মধ্য দিয়ে সর্বোচ্চ কত তড়িৎপ্রবাহ পাঠানো যাবে?
6- 1.08V. EMF এর একটি কোশকে কোনো বর্তনীর সঙ্গে যুক্ত করলে 0.5A প্রবাহমাত্রা চলে ও বহিবর্তনীর প্রান্তীয় বিভবপ্রভেদ হয় 0.7 V। কোশটির অভ্যন্তরীণ রোধ কত?
7- একটি বৈদ্যুতিক বাতির গায়ে 220V-100W লেখা আছে, এর অর্থ কী?
8- একটি 220V-40W বালবকে 220V মেইন লাইনে লাগানো হলে, বাল্বটির মধ্যে দিয়ে প্রবাহিত তড়িতের প্রবাহমাত্রা কত?
9- যদি একটি তারের মধ্যে দিয়ে 0.5A তড়িৎপ্রবাহ 15 minute ধরে চলে 525 cal তাও উৎপন্ন হয়, তাহলে প্রান্তীয় বিভবপ্রভেদ কত?
10- 30 ওহম রোধবিশিষ্ট একটি পরিবাহীর মধ্যে দিয়ে 10A তড়িৎপ্রবাহ পাঠালে কী হারে তাপ উৎপন্ন হবে?
11- 10 ওহম রোধের একটি তারের মধ্য দিয়ে ও min ধরে 5A প্রবাহমাত্রা গেল। উৎপন্ন তাপের মান ক্যালোরি এককে নির্ণয় করো।
ক্লাস 10 ভৌতবিজ্ঞান চলতড়িৎ অধ্যায়ের থেকে 3 নম্বরের সাজেশন
1- তড়িৎ প্রবাহের তাপীয় প্রভাব সংক্রান্ত জুলের সূত্র গুলি লেখ।
2- একই উপাদানের দুটি সমান দৈর্ঘ্যবিশিষ্ট তার আছে। একটির ব্যাসার্ধ আর একটি ব্যাসার্ধের দ্বিগুণ। এদের রোধের অনুপাত কত?
3- ওহমের সূত্রটি লেখ এবং এটি গাণিতিকভাবে ব্যাখ্যা করো।
ক্লাস 10 ভৌতবিজ্ঞান চলতড়িৎ অধ্যায়ের 3 Makr এর কিছু গাণিতিক সাজেশন
1- 6 ওহম রোধের ধাতব তারকে টানা হলো যাতে এর দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ হয়। অন্তিম রোধ কত হবে?
2- একটি বৈদ্যুতিক বাতিকে 200V মেইনসের সঙ্গে যুক্ত করলে 1A তড়িৎ প্রবাহ ঘটে। ওই বাতিকে 100V মেইনসের সঙ্গে যুক্ত করলে কত প্রবাহ হবে?
3- দুটি ১০ ওহম রোধককে শ্রেণি সমবায়ে যুক্ত করে সমবায়টি একটি ২০ ওহম রোধকের সাথে সমান্তরাল সমবায়ে যোগ করা হল। অন্তিম সমবায়ের তুল্যরোধ নির্ণয় করো
4- 220V-60W ও 110V-60W দুটি বাতির রোধের অনুপাত নির্ণয় করো।
5- দুটি আধানের অনুপাত 2:3 এবং তাদের মধ্যকার দূরত্ব 5cm। তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণের বলের মান 96dym হলে আধান দুটির নাম নির্ণয় করো।
6- ওহম রোধবিশিষ্ট একটি তারকে সমান দুভাগে ভাগ করে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হল। তুল্যরোধ কত হবে নির্ণয় কর।
7- দুটি পরিবাহীর প্রান্তীয় বিভবপ্রভেদ সমান পরিবাহী দুটির মধ্য দিয়ে প্রবাহমাত্রার অনুপাত 5:4 হলে পরিবাহী দুটির রোধের অনুপাত কত?
Tags :