WBBSE Class 10 Physical Science Question Answer & Suggestion 2023 || মাধ্যমিক ভৌতবিজ্ঞান পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা অধ্যায়ের সাজেশন
আজের এই পোস্টের মাধ্যমে দশম শ্রেণির ভৌতবিজ্ঞান পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা ( wbbse class 10 physical science question answer & suggestion 2023 ) অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ 2 মার্ক এবং 3 মার্কের প্রশ্নগুলো WB Madhyamik Physical Science Suggestion 2023 হিসাবে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এবং এর বাকি গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর গুলো আমরা পরবর্তীতে তোমাদের সঙ্গে শেয়ার করবো।
WBBSE Class 10 Physical Science Question Answer & Suggestion 2023 || মাধ্যমিক ভৌতবিজ্ঞান পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা অধ্যায়ের সাজেশন
অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : একটি বাক্যে উত্তর দাও :
1. মেন্ডেলিফের পর্যায় সারণিতে দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্যায় অপেক্ষা কটি মৌল বেশি আছে?
উওর : 6 টি।
2. মেন্ডেলিফের পর্যায় সারণিতে কটি পর্যায় ও কয়টি শ্রেণি আছে?
উওর : মেন্ডেলিফের পর্যায় সারণিতে 7 টি পর্যায় ও 8 টি শ্রেণি ছিল। কিন্তু পরবর্তীতে নিষ্ক্রিয় মৌলগুলি আবিষ্কারের হওয়ায় ওই মৌলগুলিকে নবম শ্রেণি অর্থাৎ শূন্য শ্রেণি ('0' গ্রুপ) -এ রাখা হয়েছিল। তাই সংশোধিত মেন্ডেলিফের পর্যায় সারণিতে 9 টি শ্রেণি রয়েছে।
3. আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে হ্যালোজেন মৌলগুলিকে কোন্ শ্রেণিতে রাখা হয়েছে?
উওর : আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে 17 শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলোকে রাখা হয়েছে।
4. কোন্ মৌলকে মেন্ডেলিফ ‘দুষ্ট মৌল’ আখ্যা দিয়েছিলেন?
উওর : হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয়।
5. একটি হ্যালোজেন মৌলের নাম লেখো।
উওর : ক্লোরিন
6. একটি তেজস্ক্রিয় নোবল গ্যাসের নাম লেখো।
উওর : একটি তেজস্ক্রিয় নোবল গ্যাসের হলো ফ্রান্সিয়াম।
7. ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি কোন্ গ্রুপে অবস্থান করে?
উওর : ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি 2 নং গ্রুপে অবস্থান করে।।
8. একটি সন্ধিগত মৌলের নাম লেখো।
উওর : স্ক্যানডিয়াম হলো একটি সন্ধিগত মৌল।
9. পর্যায় সারণিতে এমন একটি শ্রেণির নাম লেখো যে শ্রেণিতে কঠিন, তরল ও গ্যাসীয় মৌলগুলি অবস্থান করে।
উওর : পর্যায় সারণির 17 নং শ্রেণি হলো এমন একটি শ্রেণি, যেই শ্রেণিতে কঠিন, তরল ও গ্যাসীয় মৌলগুলি অবস্থান করে।
10. দীর্ঘ পর্যায় সারণির প্রথম পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় গ্যাসটির নাম লেখো।উওর : দীর্ঘ পর্যায় সারণির প্রথম পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় গ্যাসটির নাম হলো হিলিয়াম।
11. মেন্ডেলিফের পর্যায় সারণিতে ক্ষার ধাতুগুলি কোন্ গ্রুপে অবস্থিত?
উওর : মেন্ডেলিফের পর্যায় সারণিতে ক্ষার ধাতুগুলি 1 নং গ্রুপে অবস্থিত।
দশম শ্রেণির ভৌতবিজ্ঞান পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা অধ্যায়ের সাজেশন 2023
1. মেন্ডেলিফের পর্যায় সূত্রটি লেখ. অথবা আধুনিক পর্যায় সূত্রটি লেখ।
2. সন্ধিগত মৌল বলতে কী বোঝো? একটি উদাহরণ দাও। হ্যালোজেন মৌল বলতে কী বোঝো? একটি উদাহরণ দাও
3. কোনো মৌলের পরমাণুর আয়োনাইজেশন শক্তি বলতে কী বোঝায়?,Li, Rb,K ও Na কে আয়োনাইজেশন শক্তি উর্ধ্বক্রমে সাজাও।
4. মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কী বোঝায়? উপর থেকে নিচের দিকে দীর্ঘ পর্যায় সারণির গ্রুপ 1 মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা কীভাবে পরিবর্তিত হয়?
5. মোজলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কী? পর্যায়সারণির ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্ব কী?
6. ভোবেরাইনারের ত্রয়ী সূত্রটি লেখো। Cl, Br, I, F কে তাদের জারণক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও।
7. সন্ধিগকত মৌলের কয়েকটি বৈশিষ্ট্য লেখো।
8. প্রদও মৌলগুলি পর্যায় সারণির কোন কোন শ্রেণিতে অবস্থান করে। – (i) অক্সিজেন (ii) ক্লোরিন (iii) কার্বন (iv) সোডিয়াম (v) আয়োডিন (vi) হিলিয়াম (vii) হাইড্রোজেন (vill) নিষ্ক্রিয় গ্যাস (ix) হ্যালোজেন মৌল (x) মুদ্রা ধাতু
9. মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম বলতে কী বোঝায়? একটি উদাহরণসহ লেখো। একটি ধর্মের উল্লেখ করো যেটি পর্যাবৃত্ত ধর্ম নয়।
10. পর্যায় সারণিতে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কীভাবে পরিবর্তিত হয় তা ব্যাখ্যা করো।
11. কীভাবে পর্যায়গতভাবে ও শ্রেণিগতভাবে মৌলগুলির আয়নন শক্তি পরিবর্তিত হয়।
12. নিষ্ক্রিয় গ্যাসগুলির আয়োনাইজেশন শক্তি সবচেয়ে বেশি কেন?
13. পর্যায় ও শ্রেণি বরাবর মৌলের (a) ধাতব ধর্ম, (b) বিজারণ ধর্ম কীভাবে পরিবর্তিত হয় তা লেখো।
14. Br, F,L, CI-কে (a) অধাতব ধর্মের নিম্নক্রম অনুসারে এবং (b) পরমাণুর আকারের উর্ধ্বক্রম অনুসারে সাজাও।
15. A,B C মৌলগুলির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6,8 ও 10। C হল একটি নিষ্ক্রিয় গ্যাসীয় মৌল। (i) কোন মৌলটির অপরাতড়িৎধর্মিতা সবচেয়ে বেশি! (ii) কোন মৌলটির পরমাণুর আকার সবচেয়ে কম? (iii) B মৌলটি মেন্ডেলিফের পর্যায় সারণিতে কোন শ্রেণিতে অবস্থিত?
16. একটি মৌলের পরমাণুতে K-কক্ষে
2 টি, L-কঙ্কে 8 টি এবং M-কক্ষে 7টি ইলেকট্রন আছে। মৌলটির যোজ্যতা কত? 37 হলে নিউট্রন সংখ্যা কত? মৌলটি পর্যায় সারণির কোন শ্রেণিতে অবস্থিত?
17. X,Y,Z মৌলগুলির পারমাণবিক সংখ্যা হল যথাক্রমে 7, 10 ও 11 (i) দীর্ঘ পর্যায় সারণিতে Y মৌলের অবস্থান কোন শ্রেণীতে? (ii) এঁদের মধ্যে কোনটির অপরাতড়িৎধর্মিতা সবচেয়ে বেশি?
18. A. B, C তিনটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে (Z-1),Z (Z+2)। B মৌলটির বাইরের কক্ষে 8টি ইলেকট্রন আছে। (a) A ও C মৌলের মধ্যে কোনটি ধাতু ও কোনটি অধাতু (b) A ও C দ্বারা গঠিত যৌগের সাংকেত কী হবে? (c) কোন্টির বিজ্ঞারণ ক্ষমতা সর্বাধিক?
19. A, B ও C মৌলগুলির পারমাণবিক সংখ্যা হল যথাক্রমে 3, 11 ও 19 (i) মেন্ডেলিষের পর্যায় সারণিতে মৌল তিনটির অবস্থান কোন শ্রেণিতে?
(ii) এদের মধ্যে কোন্টির ধাতবগুণ সবচেয়ে বেশি? (iii) B-এর সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় সমযোজী না তড়িৎযোজী যৌগ উৎপন্ন হবে?
20. A, B, C ও D মৌল চারটির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 3, 9, 11, ও 17। এদের মধ্যে সর্বাপেক্ষা তড়িৎ ধনাত্মক সর্বাপেক্ষা তড়িৎ ধনাত্মক মৌল কোনটি এবং সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি?
Tags :