WBBSE Class 10 Geography Question Answer & Suggestion 2023 | দশম শ্রেণির ভূগোল পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উওর
![]() |
ভারতের অর্থনৈতিক এবং প্রাকৃতিক পরিবেশ অধ্যায়ের প্রশ্ন উত্তর 2023 |
আজকের এই ব্লগে আমরা দশম শ্রেণির ভূগোল পঞ্চম অধ্যায় অর্থাৎ ভারতের প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশের ( wbbse class 10 geography chapter 5 question answer) এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন 'ভারতীয় কৃষির নানা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা' এর উওর বা নোট তোমাদের সঙ্গে শেয়ার করবো।।
ভারতীয় কৃষির নানা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো || ভারতের অর্থনৈতিক এবং প্রাকৃতিক পরিবেশ অধ্যায়ের প্রশ্ন উত্তর 2023
উওরঃ ভারত হল একটি কৃষিভিত্তিক দেশ। ভারতের প্রায় 70 শতাংশ জনগণ কৃষি কাজের সঙ্গে যুক্ত রয়েছে। ভারতের প্রায় 17.51 কোটি হেক্টর জমিতে কৃষিকাজ করা হয় এবং ভারতের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষিকাজের উপর নির্ভরশীল।। ভারতে বিভিন্ন ঋতুতে বিভিন্ন অঞ্চলের কৃষকরা নানা ধরনের ফসল চাষ করে থাকেন। ভারতে এত সংখ্যক জনগণ কৃষিতে নিযুক্ত থাকার ফলে ভারতের বিভিন্ন অঞ্চলের কৃষিতে নানা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন -
ভারতীয় কৃষিকাজের নানা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা:-
জীবিকা সত্ত্বা ভিত্তিক কৃষিঃ ভারতের অধিকাংশ কৃষক কেবলমাত্র জীবিকা নির্বাহের জন্য কৃষিকাজ করে থাকেন। ভারতের বেশিরভাগ ক্ষেত্রেই কৃষকরা নিজেদের সংসারিক প্রয়োজন মেটানোর জন্য বেশিরভাগ ফসল উৎপাদন করে থাকেন।
মৌসুমি জলবায়ুর প্রভাবঃ ভারতীয় কৃষির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ভারতীয় কৃষির বেশিভাগটাই মৌসমি বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। মৌসুমি জলবায়ুর প্রভাব ভারতীয় কৃষির প্রধান বৈশিষ্ট্য। এদেশের কৃষি ব্যবস্থা মৌসুমি জলবায়ুর ওপর নির্ভরশীল বলে মৌসুমী বায়ুর আগমন ও প্রত্যাগমনের উপর নির্ভর করে কৃষিজ ফসল নির্বাচন করা হয়।
ক্ষুদক্ষুদ্রাকৃতির জমিঃ ভারতের কৃষিজমির আয়তন ছোট এবং খন্ডিকৃত। ভারতীয় কৃষি জমির আয়তন ছোট এবং খণ্ডিত হয় আধুনিক বিভিন্ন বড় বড় যন্ত্রপাতি ব্যবহার করতে অসুবিধা হয়।।। এবং জমির আকার ছোট, এবং আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করতে না পারায় সেক্ষেত্রে কৃষিজমির উৎপাদন অনেকটাই কম হয়।
কৃষিতে পশুশক্তির প্রাধান্যঃ ভারতীয় কৃষির ক্ষেত্রে প্রাচীন কাল থেকে পশুশক্তিকে কাজে লাগানো হয়।বতর্মানেও কৃষিক্ষেএে পশশক্তিকে অনেক ক্ষেত্রেই কাজ লাগানো হয় যার ফলে জমি চাষ করতে অনেক সময় বেশি লাগে। এবং এতে কৃষকরা অনেক সময়ই চাষের মরসুম থেকে পিছিয়ে পরেন।
খাদ্যশস্যের প্রাধান্যঃ
ভারতীয় কৃষির প্রধান বৈশিষ্ট্য হলো, যে, ভারতে যে সমস্ত ফসল চাষ করা হয় তার মধ্যে বেশিরভাগই হল কোনো না কোনো খাদ্য ফসল। অর্থাৎ তাদের খাদ্য উৎপন্ন হয় । ভারত পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ হওয়ায় এদেশের বিপুল জনসংখ্যার বিশাল খাদ্যের চাহিদা পূরণের জন্য অধিকাংশ কৃষিজমিতে (প্রায় ৯২%) খাদ্য শস্যের চাষ করা হয় এবং অন্যান্য শস্যের চাষ কম হয়।
বহুশষ্যর উৎপাদনঃ ভারতের মতো সুবিশাল দেশের জন্য প্রচুর পরিমাণ খাদ্য শস্য উৎপাদন করতে হয়। এক্ষেত্রে ভারতীয় কৃষির ক্ষেত্রে সেই বৃহৎ অঙ্কের খাদ্য শস্য উৎপাদন করা সম্ভব হয় কারণ, ভারতের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন মৃওিকা ও জল বায়ুর জন্য। ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের ফসল উৎপাদিত হয়। আবার একই জমিতে বছরের বিভিন্ন ঋতুতে ফসল উৎপাদিত হয়।।
শ্রমনির্ভরঃ ভারতীয় কৃষির বেশিরভাগ কাজ গুলোই দক্ষ শ্রমিকের মাধ্যমে হয়ে থাকে। খেত ও ফসলের সমস্ত রকমের কাজকর্ম গুলি যন্ত্রপাতির সাহায্য করা সম্ভব নয়।।তাই এক্ষেত্রে বেশিরভাগ কাজকর্ম গুলোই শ্রমিকের মাধ্যমে হয়ে থাকে।।