ভারতের অর্থনৈতিক এবং প্রাকৃতিক পরিবেশ অধ্যায়ের SAQ প্রশ্ন উত্তর 2023 || wbbse class 10 geography chapter 5 question answer

0
ভারতের অর্থনৈতিক এবং প্রাকৃতিক পরিবেশ অধ্যায়ের SAQ প্রশ্ন উত্তর 2023 || wbbse class 10 geography chapter 5 question answer


আজকের এই ব্লগে আমরা দশম শ্রেণির ভূগোল পঞ্চম অধ্যায় অর্থাৎ ভারতের প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশের (wbbse class 10 geography chapter 5 question answer) এর কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ভূগোল নোট হিসেবে তোমাদের সঙ্গে শেয়ার করবো।। এই পোষ্টের মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায় অর্থাৎ ভারতের অর্থনৈতিক এবং প্রাকৃতিক পরিবেশের, অর্থনৈতিক পরিবেশ থেকে 36 টি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর শেয়ার করা হয়েছে। পরবর্তীতে অন্যান্য বিষয়গুলির অতি সংক্ষিপ্ত প্রশ্নের উওর শেয়ার করা হবে।

ভারতের অর্থনৈতিক এবং প্রাকৃতিক পরিবেশ অধ্যায়ের SAQ প্রশ্ন উত্তর 2023 || wbbse class 10 geography chapter 5 question answer


1- আয়তনে পৃথিবীতে ভারতের স্থান কত?

উত্তর : আয়তনে পৃথিবীতে ভারতের  স্থান হলো সপ্তম।

2- ভারতের প্রমাণ দ্রাঘিমারেখা কত?

উওর : ভারতের প্রমাণ দ্রাঘিমারেখা হলল 82 ° 30 ' পূর্ব।

3 - ভারতের উত্তরতম স্থানের নাম কী?

উওর : ভারতের উত্তরতম স্থানের নাম হলো কাশ্মীরের ইন্দিরা কল।

4 - ভারতের দক্ষিণতম স্থানের কোনটি?

উওরঃ ভারতের দক্ষিণতম স্থান হলো

ইন্দিরা পয়েন্ট যার পূর্ব নাম পিগমেলিয়ান পয়েন্ট।।

5- ভারতের পূর্বতম স্থান কোনটি?

উওর : ভারতের পূর্বতম স্থানের নাম হলো অরুণাচল প্রদেশের কিথিবু।

6 - ভারতের পশ্চিমতম স্থান কোনটি?

উওর : ভারতের পশ্চিমতম স্থান গুজরাটের গুহার মোটার।


7 - ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান কোনটি?

উওর :  কন্যাকুমারিকা অন্তরীপ হলো ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান।।

8 - ভারতের মোট রাজ্য সংখ্যা কয়টি?

উওর :  ভারতের মোট রাজ্য সংখ্যা হলো 29 টি।

9 - ভারতের মোট কেন্দ্রশাসিত অঞ্চল কয়টি?

উওর : 8 টি। ( ২০২১ সালের Wikipedia - এর রিপোর্ট অনুযায়ী )

10 -  ভারতের নবীনতম রাজ্য কোনটি? 

উওর : তেলেঙ্গানা হলো ভারতের নবীনতম রাজ্য।

11- ভারতের রাজ্য পুনর্গঠন এর মূল ভিত্তি কী ছিল? 

উওর : ভারতের রাজ্য পুনর্গঠন এর মূল ভিত্তি ছিল ভাষা।

12 - ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কী?

উওর : ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম হলো লাক্ষাদ্বীপ।


13- কোনটি ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল?

উওর : কোনটি ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ।

14 - আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি?

উওর : আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য হলো রাজস্থান।

15 - আয়তনে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি?

উওর : আয়তনে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো গোয়া।

16 - ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা ভারতের কোন শহরের উপর দিয়ে প্রসারিত হয়েছে?

উওর : ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা ভারতের এলাহাবাদ শহরের উপর দিয়ে প্রসারিত হয়েছে।

17- ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি?

উওর : উওরপ্রদেশ হলো ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা বিশিষ্ট রাজ্য।

18 - ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্যের নাম কী?

উওর : ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্যের নাম হলো 

সিকিম।


19 - ভারতের সবচেয়ে বেশি জনঘনত্ব বিশিষ্ট রাজ্যের নাম কী?

উওর : ভারতের সবচেয়ে বেশি জনঘনত্ব বিশিষ্ট রাজ্যের নাম হলো বিহার।

20 - ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি?

উওর : অরুণাচল প্রদেশ।

21 - ভারতের সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট  কেন্দ্রশাসিত অঞ্চলের নাম লেখো।

উওর ; দিল্লি।

22 - ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কী?

উওর : লাদাখ।

23- ভারতের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট কেন্দ্রশাষিত অঞ্চলের নাম -

উওর : দিল্লি।

24 - ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কী?

উওর : লাক্ষাদীপ।।

25 -  ভারতে কত খ্রিস্টাব্দে " রাজ্য পুনর্গঠন কমিশন " স্থাপিত হয়েছিল?

উওর : 1953 খ্রিষ্টাব্দে।

26 -  ভারতে কত খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন কমিশন পাস হয়েছিল?

উওর : 1956 খ্রিষ্টাব্দে।।

28.- ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি জেলা রয়েছে?

উওর : উওরপ্রদেশ। ( 72 টি জেলা আছে )


29 - ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি?

উওর : কেরল।

30 - ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সর্বনিম্ন?

উওর ; বিহার।

31 - ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল একই সঙ্গে দুটি রাজ্যের রাজধানী?

উওর : চন্ডীগড়। (  চন্ডিগড় পাঞ্জাব এবং হরিয়ানার রাজধানী )

32 - ভারত ও শ্রীলঙ্কার  মধ্যে কোন প্রণালী রয়েছে?

উওর : পক্ প্রণালী।।

33 - ভারত ও চীনের সীমারেখা কে কী বলা হয়?

উওর : ম্যাকমোহন লাইন।

34 - ভারত ও পাকিস্তানের সীমারেখা কী নামে পরিচিত ?

উওর : র‍্যাডক্লিফ লাইন

35 - ভারতের কাশ্মীর ও পাকিস্তানের অধিকৃত কাশ্মীরের মধ্যে সীমারেখা কী নামে পরিচিত ?

উওর : লাইন অফ কন্ট্রোল।

36 - ভারত ও আবগানিস্তানের মধ্যে যে সীমারেখ রয়েছে,তাকে কী বলা হয়?


Tags : WBBSE Class 10 Geography Question Answer & Suggestion 2023 | ভারতীয় কৃষির নানা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা | ভারতের প্রাকৃতিক ও  অর্থনৈতিক পরিবেশ অধ্যায়ের প্রশ্ন উওর | মাধ্যমিক ২০২৩ ভূগোল পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উওর | মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উওর ও সাজেশন 2023 | wbbse class 10 geography chapter 5 question answer


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top