দশম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়ের বড় প্রশ্ন উওর || ক্লাস 10 ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা বড় প্রশ্ন উওর

0

দশম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়ের বড় প্রশ্ন উওর || ক্লাস 10 ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা বড় প্রশ্ন উওর 

দশম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়ের বড় প্রশ্ন উওর || ক্লাস 10 ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা বড় প্রশ্ন উওর
দশম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়ের বড় প্রশ্ন উওর


আজের এই পোস্টের মাধ্যমে দশম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা  ( WBBSE Class 10 History Question Answer & Notes in Bengali ) অধ্যায়ের কিছু সবচেয়ে গুরুত্বপূর্ণ 2 মার্কের প্রশ্নের উওর ( WBBSE Class 10 Question Answer & Suggestion 2023 ) তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে ক্লাস 10 ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে কয়েকটি প্রশ্ন উওর শেয়ার করবো। পরবর্তীতে ইতিহাসের ধারণা অধ্যায়ের বাকি ২ মার্কের প্রশ্নের উওর তোমাদের সাথে শেয়ার করবো। আর আমরা প্রতিদিন মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য নোটস শেয়ার করে যাবো। তাই তোমরা আমাদের ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করতে থাকো।।

দশম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়ের বড় প্রশ্ন উওর || ক্লাস 10 ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা বড় প্রশ্ন উওর 

প্রশ্নঃ নতুন সামাজিক ইতিহাস কী??


উওরঃ নতুন সামাজিক ইতিহাস বলতে সমাজে প্রচলিত ইতিহাস চর্চার বদলে এক নতুন ধরনের ইতিহাসচর্চাকে বোঝায়। প্রচলিত ইতিহাসচর্চায় শুধুমাত্র সমাজের উচ্চস্তরের বিষয়গুলো যেমন -  সমাজের রাজনৈতিক,অর্থনৈতিক, সামরিক ও সমাজের বিভিন্ন উচ্চবিত্ত ব্যক্তিদের কাহিনী প্রভৃতি নিয়ে ইতিহাসচর্চা হতো। কিন্তু ১৯৬০-৭০ এর দশকে ইউরোপ ও আমেরিকায় ইতিহাসচর্চার প্রচলিত দিকগুলোর সাথে সাথে, সমাজের অবহেলিত দিকগুলি -
অর্থাৎ সমাজের নিম্নবিত্ত বা সাধারণ মানুষদের সহ সমগ্র সমাজের ইতিহাসেচর্চা শুরু হয়।  ইতিহাস চর্চার সেই দিকটি নতুন সামাজিক ইতিহাস নামে পরিচিত।।

প্রশ্নঃ নিম্নবর্গের ইতিহাসচর্চা কাকে বলে??

উওরঃ ১৯৮০ এর আগের প্রচলিত ইতিহাসচর্চায় শুধুমাত্র সমাজের উচ্চবর্ণ ব্যক্তিদের বা উচ্চস্তরের বিষয় নিয়েই ইতিহাস লেখা হতো। কিন্তু ১৯৮০ ইতিহাস চর্চায় এক নতুন ধারা শুরু হয়। সেই নতুন ইতিহাস চর্চায় সমাজের উচ্চস্তরের সাথে সাথে সমাজের নিম্নবর্গের মানুষ যারা, অর্থা-  কৃষক,শ্রমিক সহ সমাজের অন্যান্য অবহেলিত মানুষদের নিয়ে যে ইতিহাসচর্চা শুরু হয়,তাই নিম্নবর্গের ইতিহাসচর্চা নামে পরিচিত।

প্রশ্নঃ ভারতীয় খেলার ইতিহাসে ১৯১১ খ্রিস্টাব্দ স্বরনীয় কেন??


উওরঃ ভারতের খেলার ইতিহাসের ১৯১১ খ্রিস্টাব্দ ভারতীয়দের কাছে বিশেষ করে বাঙ্গালী জাতির কাছে বিশেষ ভাবে স্বরনীয় হওয়ার কারণ-  হলো-
• ১৯১১ খ্রিস্টাব্দে ভারতীয় ফুটবল দল মোহনবাগান ক্লাবের ছেলেরা খালি পায়ে ইংরেজদের St. Xavier's দলের বুটপরা ইংরেজ খেলোয়াদের বিরুদ্ধে খেলে আই.এফ. এ শিল্ড প্রতিযোগিতা জিতেছিল।
• এই ঘটনা ইংরেজ বিরোধী জাতীয় চেতনা বৃদ্ধি করে ভারতের সাংস্কৃতিক জাতীয়তাবাদের উদ্ভব ঘটিয়েছিল।।
• মনে করা হয়, এই ঘটনার পরেই ভারতের রাজধানী কলকাতা থেকে স্থানান্তরিত করে দিল্লিতে করা হয়েছিল।।

প্রশ্নঃ স্থানীয় ইতিহাস বলতে কাকে বলে??

উওরঃ স্থানীয় ইতিহাস বলতে কোনো একটি অঞ্চলের ইতিহাসকে বোঝানো হয়। কোনো দেশে,কোনো রাজ্যের,  বা কোনো অঞ্চলের কোনো কিছুকে কেন্দ্র করে যে ইতিহাসচর্চা করা হয় বা ইতিহাস গড়ে ওঠে, সেই ধরনের ইতিহাসচর্চাই হলো সেই অঞ্চলের স্থানীয় ইতিহাসচর্চা।।

প্রশ্নঃ পরিবেশের ইতিহাস কী??

উওরঃ যে প্রকার ইতিহাসচর্চার প্রধান আলোচ্য বিষয়বস্তু হলো পরিবেশ, সেই ধরনের ইতিহাসচর্চাকে পরিবেশের ইতিহাসচর্চা বলা হয়।। ১৯৭০'র দশকে এই পরিবেশের ইতিহাস চর্চা শুরু হয়েছিল।। পরিবেশের অর্থাৎ, প্রকৃতি জগতের সঙ্গে মানবসমাজের ক্রিয়া-প্রতিক্রিয়া ইতিহাস অথবা পরিবেশের সঙ্গে জড়িত অতীতের বিভিন্ন ঘটনাবলী নিয়ে যে ইতিহাস চর্চা হয়, তাকে পরিবেশের ইতিহাস বলা হয়।।

প্রশ্নঃ পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী??


উওরঃ  প্রকার ইতিহাসচর্চার প্রধান আলোচ্য বিষয়বস্তু হলো পরিবেশ, সেই ধরনের ইতিহাসচর্চাকে পরিবেশের ইতিহাসচর্চা বলা হয়।। ১৯৯০ এর আগে পযর্ন্ত এই পরিবেশের ইতিহাস গুরুত্বপূর্ণ না হলেও বতর্মান পরিবেশের ইতিহাসচর্চা যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ -
বতর্মানে পরিবেশ দূষণ, প্রাকৃতিক সম্পদের অপব্যবহার এবং লুণ্ঠন জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে।। তাই পরিবেশের কল্যান, এবং পরিবেশ সচেতনতার বাড়ানোর জন্যই পরিবেশের ইতিহাসচর্চা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

প্রশ্নঃ  আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে??
অথবা,
স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কীভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা যায়??

উওরঃ আধুনিক ইতিহাস রচনার উপাদান গুলির মধ্যে অন্যতম হলো কোনো ব্যক্তির আত্মজীবনী ও স্মৃতিকথা।। কারণ ইতিহাসচর্চার ক্ষেত্রে স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে নানাভাবে ব্যবহার করা যায়।।
• প্রথমত আত্মজীবনী বা স্মৃতিকথা মূলক রচনায় সমাজের নানা স্তরের মানুষের জীবনের বিভিন্ন ঘটনার উল্লেখ থাকে,যেগুলি সেই ব্যক্তি নিজের প্রত্যক্ষ করেছেন বা তার জীবনের ঘটনাগুলি ঘটে গিয়েছিল।।
• সেইসব ঘটনা গুলির মাধ্যমে বিভিন্ন সময় কালের ইতিহাস তুলে ধরা থাকে।
• দ্বিতীয়তঃ বিভিন্ন স্মৃতিকথা ও আত্মজীবনী থেকে বিভিন্ন সময়ের সমাজ রাজনীতি ও অর্থনীতির প্রকৃতি সম্পর্কে নানান তথ্য ধারণা পাওয়া যায়,যা ইতিহাস রচনার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ।।

প্রশ্নঃ বঙ্গদর্শনের যুগ কাকে বলে??

উওরঃ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকাটি যেই সময়কালটা ধরে প্রকাশিত হয়েছিল, সেই সময়কাল পর্যন্ত অর্থাৎ 1872 খ্রিস্টাব্দ থেকে 1883 খ্রিস্টাব্দে পর্যন্ত সময়কালকে বঙ্গদর্শনের যুগ বলা হয়।।

প্রশ্নঃ সরকারি নথিপত্র বলতে কি বোঝায়??


উওরঃ খুব সংক্ষিপ্তাকারে সরকারি নথিপত্র বলতে বিভিন্ন সরকারি পদে কর্মরত বিভিন্ন ব্যক্তিদের চিঠিপত্র, রিপোর্ট,আবেদনপত্র ইত্যাদিকে বলা হয় সরকারি নথিপত্র সরকারি।।  পুলিশ বা গোয়েন্দা বাহিনীর কোনো তথ্য, কোনো  সরকারি আধিকারিকদের বিভিন্ন চিঠি, পএ, বা যেকোনো সরকারি আধিকারিকদের প্রতিবেদন, তাদের দেওয়া বিভিন্ন চিঠি, নির্দেশনামা ইত্যাদিকেই সরকারি নথিপত্র বলে।।

Tags :

ক্লাস 10 ইতিহাস প্রথম অধ্যায় বড় প্রশ্ন উওর | দশম শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উওর | ইতিহাসের ধারণা বড় প্রশ্ন উত্তর | class 10 history chapter 1 notes | মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর | wb class 10 history question answer | wb class 10 history suggestion | History question answer| class 10 history question answer | wb class 10 history notes in Bengali | history notes | class 10 history notes



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top